স্বামীজি-স্মরণ হুগলিতে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
স্বামী বিবেকানন্দের ‘শিবজ্ঞানে জীবসেবা’র আদর্শকে সামনে রেখে হুগলি-চুঁচুড়ার স্বামী বিবেকানন্দ জন্ম সার্ধশতবর্ষ উদ্যাপন সমিতি গত মার্চ মাসে যে কর্মসূচি গ্রহণ করেছিল সম্প্রতি চতুর্থ পর্বের অনুষ্ঠানের মাধ্যমে তা সমাপ্ত হল। হুগলির রথতলা বিবেকানন্দ ভবনে ওই অনুষ্ঠানে বিশেষ স্মরণিকা গ্রন্থ আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করেন স্বামী পূর্ণাত্মানন্দ। আলোচনাসভা, ধর্মীয় ও শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠানের পাশাপাশি সমিতি উত্তরাখণ্ডের বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের জন্য রামকৃষ্ণ মিশনের ত্রাণ তহবিলে এক লক্ষ টাকা দান করে। শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পাঁচ জন শিক্ষক-শিক্ষিকাকে সম্মানিত করা হয়। |
নাবালিকা অপহরণে ১০ বছর জেল
নিজস্ব সংবাদদাতা • শ্রীরামপুর |
এক নাবালিকাকে অপহরণের দায়ে এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিল আদালত। শুক্রবার শ্রীরামপুর আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক (ফার্স্ট কোর্ট) অমিত চট্টোপাধ্যায় ডানকুনির দীনেশ দাস নামে ওই যুবককে এই সাজা শোনান। পুলিশ জানায়, ডানকুনির গোবরা এলাকার বাসিন্দা, ওই নাবালিকা ঠিকমতো কথা বলতে পারে না। গত বছরের জুন মাসে বছর চোদ্দোর ওই নাবালিকা নিখোঁজ হয়। এই মামলার সরকারি আইনজীবী মোহনলাল নাড়ু জানান, বিচারক ১০ বছরের কারাদণ্ড ছাড়াও যুবককে দু’হাজার টাকা জরিমানাও করেছেন। |
গণধর্ষণ, ধৃত ৭
নিজস্ব সংবাদদাতা • রিষড়া |
এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে সুভাষনগর থেকে গ্রেফতার হল ছয় দুষ্কৃতী। ঘটনায় জড়িত থাকার অভিযোগে রিষড়ার অন্যত্র থেকে এক মহিলাকেও ধরা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে ওই মহিলার সাহায্যে রিষড়া থেকে নাবালিকা দু’বোনকে শ্রীরামপুর এলাকায় নিয়ে গিয়ে তাদের মধ্যে ১২ বছরের এক নাবালিকাকে ধর্ষণ করে দুষ্কৃতীরা। |
পাঁচতলা বাড়ি থেকে পড়ে মৃত্যু হল এক মিস্ত্রীর। শুক্রবার, বেলুড়ের লালাবাবু সায়র রোডে। মৃত নীতেন সরকার (৩০) হুগলির বাসিন্দা। পুলিশ জানায়, এ দিন ওই বাড়িটির বাইরে রং করছিলেন নীতেন। হঠাৎ বাঁশ ভেঙে পড়ে যান। হাসপাতালে তাঁকে মৃত ঘোষণা করা হয়। |