টুকরো খবর
মার্কিন দূতাবাসের সামনে তালিবান হানা, নিহত ৩
মার্কিন দূতাবাসের গেটের সামনে শুক্রবার ভোর ছ’টা নাগাদ গাড়িবোমা বিস্ফোরণ ঘটায় তালিবান জঙ্গিরা। তার পরেই জঙ্গিদের সঙ্গে শুরু হয় পুলিশের গুলির লড়াই। যার জেরে আফগান পুলিশের দুই অফিসার এবং এক রক্ষী নিহত হয়েছেন। হেরাটে মার্কিন দূতবাসের কর্মীরা অবশ্য সকলেই সুরক্ষিত রয়েছেন। আহত হয়েছেন মহিলা এবং শিশু-সহ ১৭ জন সাধারণ মানুষ। হেরাটের পুলিশপ্রধান জেনারেল রহমতুল্লা সফি জানান, দূতাবাসের ভিতরে একটা সময়ে আটকে পড়েন মার্কিন কর্মীরা। ছিলেন কয়েক জন আফগানও। সকালে একটি ট্রাকে করে জঙ্গিরা আসে দূতাবাস হামলা চালাতে। জঙ্গিরা সেখান থেকে নেমে মুখোমুখি সংঘর্ষের জন্য তৈরি হয়। এই সময়েই বিস্ফোরণ হয় ট্রাকে। দূতাবাসের সামনে তখন কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। হঠাৎ গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। জবাব দেয় আফগান পুলিশও। নিহত হন তিন জন। ১২ বছর যুদ্ধের পরে আগামী বছরই আফগানিস্তান থেকে সরে যাবে মার্কিন সেনা। এই হামলার দায় স্বীকার করে তালিবান জানিয়েছে, আমরা আমেরিকাকে বোঝাতে চাই, তার দেশের নাগরিকরা আফগানিস্তানের কোনও প্রান্তেই আর সুরক্ষিত নন। দু’বছর আগেই কাবুলে আমেরিকার প্রধান দূতাবাসে এবং ন্যাটোর সদর দফতরে বড়সড় হামলা চালিয়েছিল জঙ্গিরা। কয়েক ঘণ্টা ধরে জঙ্গি-পুলিশ সংঘর্ষ চলে। তাতে প্রাণ হারিয়েছিলেন ন’জন।

আমেরিকায় নয়া রাষ্ট্রদূত জয়শঙ্কর
আমেরিকায় ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হচ্ছেন এস জয়শঙ্কর। বৃহস্পতিবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে বিদেশ মন্ত্রক। ১৯৭৭ ব্যাচের আইএফএস জয়শঙ্কর প্রধানমন্ত্রী মনমোহন সিংহের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। বর্তমানে তিনি চিনে রাষ্ট্রদূতের দায়িত্বে রয়েছেন।

শক্তিক্ষেত্রে ভারত-জাপান সহযোগিতা
শক্তিক্ষেত্রে জোগানের হাহাকার শুরু হয়েছে বিশ্ব জুড়ে। তেল কেনার ক্ষেত্রে ইরানের উপর নির্ভরশীলতা কমাতে ভারতকে চাপ দিচ্ছে আমেরিকা ও ইউরোপ। এই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার জাপানের সঙ্গে প্রচলিত এবং অপ্রচলিত শক্তি ক্ষেত্রে এক দীর্ঘমেয়াদী সহযোগিতার পথে হাঁটল ভারত। আজ এ নিয়ে বৈঠক করেন যোজনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান মন্টেক সিংহ অহলুওয়ালিয়া এবং জাপানের বাণিজ্য ও শিল্পমন্ত্রী তোশিমিৎসু মোতেগি। পরমাণু শক্তি, বিদ্যুৎ ও কয়লা ক্ষেত্রেও সহযোগিতার নতুন দিক নিয়ে ওই বৈঠকে আলোচনা হয়েছে।

সুস্মিতা খুনের ছক পাকিস্তানে, দাবি
লেখিকা সুস্মিতা বন্দ্যোপাধ্যায়কে খুনের ছক পাকিস্তানে হয়েছিল বলে দাবি করল ধৃতরা। এই ঘটনায় ইতিমধ্যেই ৬ জনকে গ্রেফতার করেছে আফগান প্রশাসন। ভারতীয় বিদেশ মন্ত্রকের খবর, জেরার মুখে ধৃতেরা বলেছে যে, সুস্মিতা হত্যায় পাক তালিবানের তিন জঙ্গিও জড়িত ছিল। আদতে পঞ্জাব প্রদেশের বাসিন্দা ওই তিন জঙ্গি আফগান তালিবানের পাকতিকা অঞ্চলের কম্যান্ডার আকবর মুসাফিরের সঙ্গে কাজ করত বলে ধৃতদের দাবি। ওই অঞ্চলে আফগান তালিবানের সঙ্গে হক্কানি নেটওয়ার্কের যোগসাজশের বিষয়টিও স্বীকার করেছে তারা।

পুরনো খবর:



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.