প্রায় ১০ হাজার রোগীর ‘জয়েন্ট রিপ্লেসমেন্ট’ অস্ত্রোপচার করেছেন অস্থি বিশেষজ্ঞ প্রবীরকুমার (পি কে) বন্দ্যোপাধ্যায়। যা বিশ্বে নজিরবিহীন বলে দাবি কলকাতার এক বেসরকারি হাসপাতালের। প্রবীরবাবু সেখানেই যুক্ত। কর্তৃপক্ষের দাবি, তাঁর কাজ ৯৯ শতাংশেরও বেশি সফল। ‘‘এমন কৃতিত্ব আর কারও আছে কি না জানা নেই”, মন্তব্য অস্থি বিশেষজ্ঞ রামেন্দু হোমচৌধুরীর। প্রবীরবাবু বৃহস্পতিবার জানান, জীবনযাপন পদ্ধতি ও সঠিক খাদ্যাভ্যাসের অভাবেই অস্থি ক্ষয় শুরু হয়। তিনি বলেন, ‘‘হাঁটু বা দু’টি অস্থির জয়েন্টে হাড়ের উপরে ‘আর্টিকুলার কার্টিলেজ’ নামে তরুণাস্থির প্রলেপ ক্ষয়ে গেলে অস্থি উন্মুক্ত হয়। তা পেশির সঙ্গে ঘষা লেগে হাঁটুতে ব্যথা, হাঁটতে কষ্ট হয়। অস্ত্রোপচারে এই অংশটিই প্রতিস্থাপিত হয়।” এতে উন্নত প্রযুক্তির স্টিল, টাইটেনিয়াম বা হাই ডেনসিটি পলি-ইথিলিন ব্যবহার হয় বলে তিনি জানান।
|
শিলিগুড়ির ফুলেশ্বরী বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে নিখরচায় স্বাস্থ্য শিবির হল। বৃহস্পতিবার ফুলেশ্বরী মোড়ে ওই শিবিরের সূচনা করেন গৌতম দেব। উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূলে র অন্যতম সম্পাদক মহুয়া মিত্র, জেলার নেতা মদন ভট্টাচার্য। ব্যবসায়ী সমিতির সম্পাদক বাসু সিকদার জানান, হেপাটাইটিস-বি-সহ বিভিন্ন রোগের রক্ত পরীক্ষা হয়েছে। বাসিন্দাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। অন্তত ২০০ জন শিবিরে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন।
|
আইএম রানিগঞ্জ ও তৃণমূলের রানিগঞ্জ ৪ নম্বর ওয়ার্ড কমিটির যৌথ উদ্যোগে রক্তের শ্রেণি নির্ণয়, চোখ ও স্বাস্থ্য পরীক্ষা শিবির হয়ে গেল বুধবার। রানিসায়ের গ্রামে ১৪ জন চিকিৎসক ৫০০ জনের চিকিৎসা করেন। |