টুকরো খবর
মেয়ের সামনেই বিধবা মহিলাকে ধর্ষণের নালিশ
এক বিধবা মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল মেদিনীপুর সদর ব্লকের অন্তর্গত পাঁচখুরির মুন্সিপাটনা এলাকায়। ওই মহিলা কোতয়ালি থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। বৃহস্পতিবার পুলিশ সুপার ভারতী ঘোষের দফতরেও সুবিচার চেয়ে দরবার করেন করেন তিনি। ঘটনার কথা লিখিত ভাবে জানান। পুলিশ জানিয়েছে, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের খোঁজ চলছে। ঘটনাটি ঘটে গত ৫ সেপ্টেম্বর। ২৭ বছর বয়সী ওই তরুণীর অভিযোগ, ওই দিন সন্ধ্যায় দুই যুবক তাঁর বাড়িতে ঢুকে পড়ে। একজনের নাম অনুপ দাস। অন্য জনের বিষ্ণু পাতর। বিষ্ণু সম্পর্কে ওই মহিলার খুড়তুতো দেওর। বাড়িতে মহিলার ৫ বছরের মেয়েও ছিল। মহিলার অভিযোগ, ওই দু’জন মিলে তাঁকে ধর্ষণ করে। মেয়ে চিৎকার করলে তাকে লাথি মেরে ফেলে দেয়। পরে পরিবারের লোকজনই মা ও মেয়েকে উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যালে ভর্তি করান। তিন দিন চিকিৎসাধীন থাকার পর হাসপাতাল থেকে ছাড়া পান ওই বিধবা মহিলা। এরপর তিনি থানায় গিয়ে লিখিত অভিযোগ জানান। ২০১০ সালের এপ্রিলে ওই মহিলার স্বামী মারা যান। অভিযোগ, এরপর থেকে ওই দুই যুবক বহুবার মহিলাকে কুপ্রস্তাব দিয়েছেন।

ফাইল লোপাটে অভিযুক্ত সিপিএম
সিপিএম পরিচালিত গোপালি গ্রাম পঞ্চায়েত অফিস থেকে সিপিএমের বিরুদ্ধেই ফাইল লোপাটের অভিযোগ উঠল। বৃহস্পতিবার খড়্গপুর ১ ব্লক প্রশাসনিক আধিকারিকের কাছে এই মর্মে অভিযোগ জানিয়েছে বিরোধী দলনেতা তৃণমূলের স্বপন বিশ্বাস। বুধবার পঞ্চায়েত অফিসের অদূরে সিপিএমের প্রাক্তন প্রধান তথা বর্তমান পঞ্চায়েত সমিতির সদস্য সুশীলা হাঁসদা ও পঞ্চায়েত সদস্য গোপাল মুর্মুর কাছ থেকে তৃণমূলের লোকজন কিছু ফাইল উদ্ধার করে বলে অভিযোগ। তৃণমূলের বক্তব্য, এ দিন পঞ্চায়েতের উপ-সমিতি গঠনের সময়ে সুশীলা হাঁসদা ও গোপাল মুর্মুকে দিয়ে ফাইল লোপাটের চেষ্টা করছিলেন সিপিএম প্রধান নীলমণি সরেন। ব্লক তৃণমূল সভাপতি শক্তি মণ্ডল বলেন, “বিগত দিনের দুর্নীতি ঢাকতে ওরা (সিপিএম) ক্ষমতায় আসার পর থেকে এই সুযোগ খুঁজছিল।” ঘটনার কথা অস্বীকার করেছেন প্রধান নীলমণি হাঁসদা। সিপিএমের জোনাল সম্পাদক কমল পলমলের বক্তব্য, “আমরাই যখন ক্ষমতায়, আছি তখন ফাইল লোপাট করব কেন?”

আসছেন নিরুপম
‘সুকুমার সেনগুপ্ত স্মারক বক্তৃতা’য় যোগ দিতে আসছেন প্রাক্তন শিল্পমন্ত্রী তথা সিপিএমের পলিটব্যুরো সদস্য নিরুপম সেন। পশ্চিম মেদিনীপুর জেলা সিপিএমের উদ্যোগে এই বক্তৃতার এ বার অষ্টম বর্ষ। আগামী ১৬ সেপ্টেম্বর মেদিনীপুর স্পোটর্স ডেভেলপমেন্ট অ্যাকাডেমি কমপ্লেক্সে ‘পশ্চিমবাংলায় গণতন্ত্র রক্ষার সংগ্রাম’ শীর্ষক আলোচনাসভায় থাকবেন দীপক সরকার। সুকুমার সেনগুপ্ত অবিভক্ত মেদিনীপুরে সিপিএমের জেলা সম্পাদক ছিলেন। জেলার স্বাধীনতা সংগ্রাম, কমিউনিস্ট আন্দোলনেও অগ্রপথিক তিনি।

মিছিলে হামলা
তৃণমূলের বিজয় মিছিলে হামলায় জখম হলেন ৬ জন। বৃহস্পতিবার দুপুরে নারায়ণগড়ের কাশীপুর গ্রাম পঞ্চায়েতের বাগরুই গ্রামের এই ঘটনায় সিপিএমের দিকে আঙুল উঠেছে। মিছিল চলাকালীন পতাকা খোলা নিয়ে গোলমাল বাধে। আশঙ্কাজনক দু’জনকে মেদিনীপুর মেডিক্যালে ভর্তি করা হয়েছে। তৃণমূলের ব্লক সভাপতি মিহির চন্দ বলেন, “ওই পঞ্চায়েতদখল করতে না পেরে সিপিএম হামলা চালিয়েছে।” সিপিএমের জোনাল সম্পাদক ভাস্কর দত্তের অবশ্য বক্তব্য, “আমাদের দলের নাম করে যদি অন্য কেউ হামলা করে তবে বরদাস্ত করব না। পুলিশকে বলব ঘটনার যথাযথ তদন্ত করতে।”

শহরে সম্মেলন
মুসলিম ম্যারেজ রেজিস্ট্রার অ্যাণ্ড কাজী অ্যাসোসিয়েশনের দ্বিতীয় বার্ষিক সম্মেলন হল বৃহস্পতিবার। মেদিনীপুর শহরের এক লজে সম্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন পুরপ্রধান নাজিম আহমেদ। সম্মেলনে মুসলিম ম্যারেজ রেজিস্ট্রার এবং কাজীদের বিভিন্ন সুবিধে- অসুবিধের দিক নিয়ে আলোচনা হয়।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.