প্রতিযোগিতা ও স্বাস্থ্যশিবির |
২৭৭ জন পড়ুয়াদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতা হয়ে গেল শ্যামপুরে। শ্যামপুর বেলপুকুর দিশা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে শ্যামপুর বড় দাবাড় লেনিন বিদ্যাপীঠে ‘ওয়ার্ল্ড চিলড্রেন পিকচার কনটেস্ট’ নামে এই প্রতিযোগিতা হয়। উপস্থিত ছিলেন শিল্পী তপন কর, পুরাতত্ত্ব লোকসংস্কৃতির গবেষক অভিজিৎ দেঁড়ে প্রমুখ। অঙ্কনে বিভিন্ন বিভাগে ১০-১৫ বছরের ছেলেমেয়েরা যোগদান করে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়। সফল প্রতিযোগীদের ছবি জাপানের একটি প্রতিযোগিতায় পাঠানো হবে বলে জানান সংস্থার সেক্রেটারি দিলীপ মণ্ডল। এ ছাড়াও, ছিল স্বাস্থ্য সচেতনতা শিবির। এই শিবিরে যোগ দেন এলাকার প্রায় ১০০ জন মানুষ।
|
আমতার গ্রামে গাছ পড়ে মৃত ১ |
গাছ চাপা পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে আমতার কলিকাতা হরিসভাতলায়। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম বৈদ্যনাথ দলুই (৪২)। বাড়ি আমতার বালিচকে। দামোদর নদীর ধারে একটি গাছ কাটছিলেন তিনি। আচমকাই গাছটি ভেঙে তাঁর মাথায় এসে পড়ে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
|
অটো উল্টে আহত হল তিন ছাত্র। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে আমতা-উলুবেড়িয়া রোডে করাতবেড়িয়া মোড়ের কাছে। দু’টি অটোর মধ্যে রেষারেষি করতে গিয়ে উল্টে যায় একটি।
|
রাতে আচমকাই ঘরের মধ্যে ঢুকে গেল ট্রাক। বুধবার ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়ার পানপুর মোড়ের কাছে বিবেকানন্দ পার্কের উল্টো দিকে। বাড়ির কর্তা শেখ মোজাম্মেল, তাঁর স্ত্রী সাবিনা বেগম দুই কন্যাকে নিয়ে একই বিছানায় ঘুমাচ্ছিলেন। ট্রাকের ধাক্কায় বাড়ি ভেঙে জখম হন চার জনই। উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়।
|
জয়ী মনসা মাতা ও কালী মাতা |
বৃহস্পতিবার মহকুমা সুপার লিগ ফুটবলের এ গ্রুপের খেলায় খাটগ্রাম মনসা মাতা ক্লাব ২-১ গোলে দক্ষিণ রসুলপুর নেতাজি সুভাষ সঙ্ঘকে পরাজিত করেছে। বিজয়ী দলের পক্ষে দু’টি গোলই করেন সুবীর হেমব্রম। পরাজিত দলের গোলদাতা গণেশ উলাল। বুধবার বি গ্রুপের খেলায় গোঘাট কালীমাতা ফুটবল ক্লাব ৩-১ গোলে বাজুয়া সারদাময়ী সেবা সঙ্ঘকে হারিয়ে দেয়।
|
গঙ্গা থেকে উদ্ধার হল এক তরুণীর দেহ। বৃহস্পতিবার, শালিমার ঘাটে। মৃতার নাম সাবিয়া খাতুন (১৭)। মঙ্গলবার থেকে কাশীপুরের বাসিন্দা সাবিয়া নিখোঁজ ছিলেন। ওই দিনই থানায় নিখোঁজ ডায়েরি হয়। স্থানীয়েরা জানান, ওই দিন সর্বমঙ্গলা ঘাট থেকে গঙ্গায় ঝাঁপ দেন সাবিয়া। বৃহস্পতিবার তাঁর দেহ ভাসতে দেখা যায়। পুলিশ জানায়, দু’দিন জলে থাকায় দেহে পচন ধরেছে। ক্ষতচিহ্ন মেলেনি। অন্য দিকে, বুধবার সকালে গঙ্গায় ঝাঁপ দেওয়া যুবকের খোঁজ মেলেনি এ দিনও। পুলিশ জানায়, ভরা জোয়ারের কারণে তল্লাশিতে সমস্যা হচ্ছে ডুবুরিদের। |