টুকরো খবর |
জঙ্গি গোষ্ঠীর সঙ্গে বৈঠক হল কেন্দ্রের
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
এনডিএফবি (আর) গোষ্ঠীর সঙ্গে এ মাসেই শান্তি চুক্তি করতে আগ্রহী কেন্দ্র। আজ এনডিএফবি-র আলোচনাপন্থী গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে কেন্দ্র ও রাজ্যের আলোচনা হয়। বৈঠক শেষে ওই গোষ্ঠীর নেতা গোবিন্দ বসুমাতারি বলেন, “শান্তি চুক্তি হওয়ার আগে আরও আলোচনা করা হবে।” গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিব শম্ভু সিংহ সংঘর্ষবিরতি চুক্তি নিয়ে এনডিএফবি-র রঞ্জন গোষ্ঠীর প্রধান রঞ্জন দৈমারির সঙ্গেও বৈঠক করেন। সরকারি ওই কর্তা পরে জানান, ৩০ সেপ্টেম্বরের মধ্যেই এনডিএফবি জঙ্গিদের অস্ত্র জমা দিয়ে সংঘর্ষবিরতি চুক্তি করতে বলা হয়েছে। অবিলম্বে তাদের সমস্ত অস্ত্রের হিসেবও দিতে হবে। বৈঠকে এডিজি (এসবি) পল্লব ভট্টাচার্য, প্রধান সচিব শৈলেশ, বিএসএফ এবং সিআরপি কর্তারা হাজির ছিলেন। এনডিএফবি গোষ্ঠীর তরফে ইতিমধ্যেই জঙ্গি সদস্যদের নাম-ঠিকানা জমা দেওয়া হয়েছে। ওই সংগঠনের জঙ্গিদের অনেকে এখনও তোলাবাজি চালিয়ে যাওয়ায় অসন্তোষ ব্যক্ত করেন উচ্চপদস্থ স্বরাষ্ট্র-কর্তা। আজ এনডিএফবি-র আলোচনাপন্থী নেতা গোবিন্দ বসুমাতারি, ধীরেন বড়োদের সঙ্গে কেন্দ্রের আলোচনায় সংঘর্ষবিরতির মেয়াদ তিন মাস বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। শম্ভু সিংহ জানান, আলফা-র সাধারণ সম্পাদক অনুপ চেতিয়াকে সম্ভবত ডিসেম্বর মাসে ভারতে নিয়ে আসা হবে।
|
ভিন্ন পথে বিপ্লব এসএফআই-এর
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
যৌন প্রবৃত্তি অন্য রকম বলে অতীতে কলকাতা জেলার এক নেতাকে ছেঁটে ফেলেছিল সিপিএম। দিল্লিতে এ বার তার উল্টো পথে হেঁটে দেখাল তাদেরই ছাত্র সংগঠন এসএফআই! জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের নির্বাচন আজ, শুক্রবার। সেই নির্বাচনে সাধারণ সম্পাদক পদের জন্য এসএফআইয়ের প্রার্থী যিনি, সেই বাঙালি যুবক গৌরব ঘোষের লড়াই শুধু ভোটের প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে নয়। সামাজিক ঘেরাটোপের বিরুদ্ধেও। কারণ, তিনি সমকামী। জেএনইউ-এর ইতিহাসে এর আগে ছাত্র সংসদে এই ধরনের কেউ (পরিভাষায় যে সম্প্রদায়কে বলা হয় ‘এলজিবিটি’) লড়াই করতে আসেননি। আবার ছাত্র সংসদের কাউন্সিলর হওয়ার জন্য এসএফআইয়ের প্রার্থী, এম ফিলের ছাত্রী গুঞ্জন প্রিয়া একক মা (সিঙ্গল মাদার) হিসাবেও লড়ছেন। সঙ্গে তাঁর তিন বছরের শিশুকন্যা। ছোট্ট সৃষ্টিও দিব্যি কোলে চড়ে মায়ের জন্য ভোট চাইছে! চেনা ছকের বাইরে গিয়ে এসএফআই কি পরিকল্পিত ঝুঁকি নিল? সংগঠনের সাধারণ সম্পাদক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, “এতে অস্বাভাবিক কী আছে? সামাজিক বেড়া ভাঙার কথা বামপন্থীরা তো সব সময় বলে!” ভোটে জিতুন বা না জিতুন, গৌরব-গুঞ্জনকে আসরে নামিয়ে বিপ্লব সেরে রাখল এসএফআই!
|
গারোল্যান্ডের দাবিতে হিংসা, ধৃত
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
একের পর এক হিংসা এবং মহিলাদের সঙ্গে অশালীন ব্যবহারের অভিযোগে গারোল্যান্ড দাবি কমিটির বিক্ষোভ দমনে কঠোর পদক্ষেপ করছে পুলিশ। গত সন্ধ্যায় গাড়ি থামিয়ে যাত্রীদের উপরে অত্যাচার করার অভিযোগে গারোল্যান্ড দাবি কমিটির নেতা অগাস্টিন মারাক ও তাঁর ১২ জন সঙ্গীকে গ্রেফতার করা হয়। কমিটির সমর্থকেরা জেলাশাসকের দফতরে হানা দিয়ে এক মহিলা কর্মচারীর শ্লীলতাহানি করে বলে অভিযোগ। মুম্বইয়ের এক মহিলা পর্যটকের সঙ্গেও অশালীন ব্যবহার করা হয়। পুলিশ ওই মহিলাকে উদ্ধার করে। এর পরই গত কাল গাড়ি ভাঙচুর এবং যাত্রীদের উপরে চড়াও হওয়ার অভিযোগে অগাস্টিন-সহ ১৩ জনকে গ্রেফতার করা হয়।
|
মোহনপুরে উদ্ধার প্রাচীন মুদ্রা
নিজস্ব সংবাদদাতা • আগরতলা |
নির্মাণ কাজের সময় মাটি খুঁড়ে উদ্ধার হল প্রাচীন কয়েকটি মুদ্রা। মোহনপুরের ব্রহ্মকুণ্ড এলাকার ঘটনা। স্থানীয় এসডিএম ধীরাজ দেববর্মা জানান, আজ ১১টি মুদ্রা পাওয়া গিয়েছে। আপাতত সে গুলি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তিনি জানিয়েছেন, মুদ্রাগুলিতে সাল-তারিখের উল্লেখ নেই। কয়েকটি মুর্তি খোদাই করা রয়েছে। মোহনপুরের ব্রহ্মকুণ্ড রাজ্যের পর্যটন মানচিত্রে গুরুত্বপূর্ণ জায়গা বলে চিহ্নিত। সেখানে রাজ্য পর্যটন দফতর নতুন পরিকাঠামো গড়ছে। কাজ চলাকালীন শ্রমিকরা মুদ্রাগুলির খোঁজ পান। খবর ছড়াতেই ওই এলাকায় ভিড় জমে যায়। ঘটনাস্থলে সিধাই থানার পুলিশ মোতায়েন করা হয়েছে।
|
ট্রেনে গয়না লুঠ
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
ট্রেনযাত্রী এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে গয়না লুঠ করে পালাল দুষ্কৃতীরা। আজ দুপুরে দেওঘরের জসিডি স্টেশনের ঘটনা। পুলিশ জানিয়েছে, ওই ব্যবসায়ীর নাম কারিয়ানন্দ বর্মা। বাড়ি বিহারে। তাঁর অভিযোগ, কলকাতার রাজাবাজার এলাকা থেকে গয়না কিনে হাওড়া-দানাপুর এক্সপ্রেসে বিহারে ফিরছিলেন। জসিডি স্টেশনে পৌঁছনোর আগে চড়াও হয় দুষ্কৃতীরা। মারধর করে তাঁর গয়নার ব্যাগ ছিনিয়ে নেয়। ব্যবসায়ীর দাবি, ওই ব্যাগে সাড়ে ৬০০ গ্রাম সোনার গয়না ছিল।
|
আসারামকে দেওয়া জমি ফেরত চান ভক্তরা |
আসারাম বাপুর থেকে এ বার মুখ ফিরিয়ে নিচ্ছেন ভক্তরাও। এক নাবালিকাকে আশ্রমে যৌন নিগ্রহ করার অভিযোগে আপাতত জেলে দিন কাটাচ্ছেন আসারাম। বহু ভক্ত আসারামের সমর্থনে রাস্তায় নেমেছেন। কিন্তু অনেকে হাঁটছেন অন্য রাস্তাতেও। যেমন, উজ্জ্বয়িনীর মাহেশ্বরী পরিবার। আসারাম বাপুর অন্যতম ভক্ত ছিলেন ওই পরিবারের সদস্যরা। ২০ বছর আগে প্রায় আট বিঘা জমি দিয়েছিলেন পুণ্যের আশায়। সেই জমি ফেরত চাইছেন তাঁরা। ওই পরিবারের বিমলচাঁদ মাহেশ্বরীর কথায়, “সৎ কাজে ব্যবহারের জন্য জমিটি দান করেছিলাম। কিন্তু এখন যা সব শুনছি তাতে তো মনে হচ্ছে একটা বড় ভুল হয়ে গিয়েছে। আমাদের বিশ্বাস এ ভাবে ভাঙবে বুঝতে পারিনি।” রাজকুমার মাহেশ্বরীর বক্তব্য, “জেলাশাসকের সঙ্গে দেখা করব। আইনজীবীর সঙ্গেও কথা বলছি।” রাজস্থানের ভিলওয়ারার জেলাশাসক ওঙ্কার সিংহ জানিয়েছেন, আশ্রম গড়তে সরকারি জমি অবৈধ ভাবে দখল করেছিলেন আসারাম। তাঁর অভিযোগ, আশ্রম গড়ার জন্য ৩ বিঘা জমি দেওয়া হয়েছিল। কিন্তু অবৈধ ভাবে ওই জমির পাশের আরও চার বিঘা জমি দখল করে নেন আসারাম। জেলাশাসক জানিয়েছেন, সরকারি জমি উদ্ধার করা হয়েছে। আশ্রম থেকে আলাদা করার জন্য পাঁচিল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে ওই জমি।
|
বিধায়কের বাড়িতে আগুন |
আগুনে পুড়ে গেল অসমের এক বিধায়কের আবাসন। বৃহস্পতিবার দুপুরে রাজ্য সচিবালয় চত্বরের ঘটনা। দমকল জানায়, বিধায়কদের জন্য নির্দিষ্ট অবাসনগুলির মধ্যে একটিতে আগুন লেগেছিল। ৪৬ নম্বর ওই আবাসনটি রহার বিধায়ক তথা যুব কংগ্রেসের সভাপতি পীযূষ হাজরিকার। অগ্নিকাণ্ডের সময় তিনি সেখানে ছিলেন না। তাঁর স্ত্রী, অভিনেত্রী আইমি বরুয়া বাড়িতে ছিলেন। ধোঁয়া বের হচ্ছে দেখেই তিনি দমকলে খবর দেন। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করা হয়। |
|