পরিত্যক্ত খাদানের জলে স্নান করতে নেমে দশম শ্রেণির এক ছাত্র। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটে রামপুরহাট থানার বড়পাহাড়ি এলাকায়। সন্ধ্যা পর্যন্ত তল্লাশি চালিয়েও অয়ন সূত্রধর নামে ওই ছাত্রের খোঁজ মেলেনি বলে পুলিশ জানিয়েছে। রামপুরহাট হাইস্কুলের ছাত্র অয়নের বাড়ি ১৭ নম্বর ওয়ার্ডের সুকান্তপল্লিতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্কুলে ফর্ম পূরণের কাজ চলছে। এই বলে মায়ের কাছ থেকে ১৫০ টাকা নিয়ে স্কুলে যাচ্ছি বলে সে বাড়ি থেকে বের হয়। তিন বন্ধু মিলে স্কুলে না গিয়ে পিনারগড়িয়া যাওয়ার জন্য রামপুরহাট স্টেশন থেকে ট্রেন ধরে। এর পরে তারা আদলপাহাড়ি স্টেশনে নেমে বড়পাহাড়ি এলাকার পরিত্যক্ত খাদানের জলে স্নান করতে নামে। খাদান পাড় থেকে পুলিশ অয়নের স্কুলের ব্যাগ থেকে স্কুলের পোশাক ও মোবাইল উদ্ধার করেছে। স্কুলের প্রধান শিক্ষক মহম্মদ নুরুজ্জামান বলেন, “ওই ছাত্র এ দিন স্কুলে আসেনি। ফর্ম পূরণের কোনও ব্যাপার ছিল না।”
|
বাজ পড়ে মৃত্যু হল এক যুবকের। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টা নাগাদ ঘটনাটি ঘটেছে নানুরের চারকল গ্রামে। পুলিশ জানায়, মৃতের নাম পীরু থান্দার (৩২)। এ দিন তিনি গ্রাম লাগোয়া মাঠে চাষের কাজ করছিলেন। সে সময় বাজ পড়লে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
|
বীরভূমের তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডলের ব্যাপারে কোনও রকম শিথিলতা দেখানো চলবে না বলে রাজ্য নির্বাচন কমিশন ওই জেলার পুলিশ সুপারকে আবার চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে। কমিশনের সচিব তাপস রায় বৃহস্পতিবার এ কথা জানান। পঞ্চায়েত নির্বাচনের সময় উস্কানিমূলক বক্তৃতা দেওয়ার অভিযোগে কমিশন অনুব্রতবাবুর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিল। কিন্তু পঞ্চায়েত নির্বাচনের পরেও পুলিশ তেমন কোনও ব্যবস্থা নেয়নি। পরে অবশ্য অনুব্রতবাবু আদালতে হাজিরা দেন। সেই মামলায় পুলিশ যাতে ফের গড়িমসি না-করে, তা নিশ্চিত করতেই কমিশন আবার চিঠি দিয়েছে পুলিশ সুপারকে। তাঁকে নির্দেশ দেওয়া হয়েছে, এই মামলার অগ্রগতির সব খবর নিয়মিত জানাতে হবে কমিশনকে।
|
রেণু সরকার খুনের মামলার তদন্তকারী অফিসার দেবাশিস ঘোষ অসুস্থ। তাই ওই অফিসারকে জিজ্ঞাসাবাদের দিন ফের পিছোল। সরকারি কৌঁসুলি তপনকুমার দে বলেন, “বৃহস্পতিবার দেবাশিস ঘোষকে জিজ্ঞাসাবাদ করার কথা ছিল অভিযুক্ত পক্ষের আইনজীবীদের। তিনি অসুস্থ থাকায় বিচারক ২৭ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন।” গত বছর ১৩ জানুয়ারি শান্তিনিকেতনের বাগানপাডায় খুন হন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা রেণু সরকার। ধৃত তিন জন জেলহাজতে রয়েছে। |