টুকরো খবর |
পুলিশের গাড়িতে ধাক্কা বাসের, জখম চার
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
পুলিশের গাড়িতে বাসের ধাক্কায় জখম হলেন চার ব্যক্তি। বৃহস্পতিবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে ২ নম্বর জাতীয় সড়কে মুচিপাড়ার কাছে খাটপুকুর এলাকায়। জখম বাসের চালক ও তিন পুলিশ কর্মীকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে অবশ্য ওই চালককে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। গ্রেফতার করা হয়েছে চালককে। বাসটিকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে কাঁকসা থানায়। |
|
হাসপাতালে জখম।—নিজস্ব চিত্র। |
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন দুপুর সাড়ে ১২টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। পুলিশের এক উচ্চ পদস্থ আধিকারিককে নিয়ে বর্ধমান থেকে আসছিল একটি পাইলট কার। জেলা পুলিশ থেকে কমিশনারেটের পুলিশের হাতে দায়িত্ব তুলে দিয়ে পাইলট কারটি মুচিপাড়া মোড়ে ডান দিকের রাস্তায় মোড় নিয়ে বর্ধমানের দিকে যাওয়া শুরু করে। সেই সময় খাটপুকুরের কাছে বর্ধমানের দিকে যাওয়া একটি ভলভো বাস পাইলট কারটির পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। জখম হন ভলভো বাসের চালক সমীর মহান্ত, পুলিশ কর্মী সুদীপ পাত্র, তরুণ চট্টোপাধ্যায় ও অরবিন্দ নায়েক। চার জনকেই দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
|
চাকরির টোপ দিয়ে প্রতারণা, ধৃত তিন
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
চাকরি দেওয়ার নাম করে আর্থিক প্রতারণা ও সম্মানহানির হুমকি দেওয়ার অভিযোগে এক সংস্থার আধিকারিক ও দুই মহিলা কর্মীকে পুলিশ গ্রেফতার করেছে। বৃহস্পতিবার দুপুরে দুর্গাপুরের সিটি সেন্টারের অম্বুজা এলাকা থেকে সংস্থার ম্যানেজার তাপস দাস, কর্মী মৌসুমী সরকার ও পারমিতা চট্টোপাধ্যায়কে ধরা হয়। মালিকেরও খোঁজ চলছে। চার মহিলা এ দিন পুলিশের কাছে লিখিত অভিযোগে জানান, অম্বুজা এলাকায় একটি সংস্থা চাকরির আশ্বাস দিয়ে তাঁদের থেকে টাকা নিয়েছিল। শপিং মল, প্রসাধন সামগ্রীর দোকান, কল সেন্টারে চাকরি দেওয়ার নাম করে কারও কাছ থেকে আড়াই হাজার, কারও থেকে চার হাজার টাকা করে নেওয়া হয়েছিল। দীর্ঘদিন অপেক্ষা করেও চাকরি মেলেনি। চাকরি চাইতে গেলে উল্টে কুপ্রস্তাব দেওয়া হয়। অভিযোগকারীদের মধ্যে এক জন বলেন, “আমায় বলা হয়েছিল, এক যুবকের সঙ্গে তারাপীঠ যেতে। কেন জানতে চাইলে বলা হয়, সেটাই আমার চাকরি। প্রতিবাদ করলে হুমকি দেওয়া হয়, আমাদের ছবি বিকৃত করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হবে।” পুলিশ জানায়, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চলছে, ঠিক কত জনের সঙ্গে প্রতারণা হয়েছে। ওই সংস্থার সঙ্গে অন্য কোনও অসাধু চক্রের যোগ আছে কি না, তা-ও জানার চেষ্টা চলছে।
|
তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ আমরাইয়ে
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি’র গোষ্ঠী সংঘর্ষের ঘটনা ঘটল দুর্গাপুরের আমরাই গ্রামে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে। ঘটনায় দু’জন জখম হয়েছেন। তাঁরা দুর্গাপুর ইস্পাত হাসপাতালে ভর্তি। এলাকায় পুলিশি টহল চলছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বিকাল সাড়ে ৫ টা নাগাদ মিছিল বের করে আইএনটিটিইউসি’র একটি গোষ্ঠী। অভিযোগ, তখন আইএনটিটিইউসি’র অন্য একটি গোষ্ঠী সেই মিছিলে ইট-পাটকেল ছোড়ে। রড-লাঠি নিয়ে শুরু হয় সংঘর্ষ। স্থানীয় বাসিন্দারা দাবি, সংঘর্ষের সময় দুটি বোমা পড়ে। পরে পুলিশের বাহিনী এলাকায় গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এলাকায় পুলিশি টহল চলছে। আইএনটিটিইউসি সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুর ইস্পাতে (ডিএসপি) ঠিকা শ্রমিকদের দুর্গাপুর স্টিল প্ল্যান্ট ঠিকা শ্রমিক কংগ্রেস এবং দুর্গাপুর স্টিল প্ল্যান্ট ঠিকা মজদুর ইউনিয়ন নামে দুটি সংগঠন রয়েছে। দুটি সংগঠনই নিজেদের আইএনটিটিইউসি অনুমোদিত বলে দাবি করে। কিছুদিন আগেই তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব প্রতিটি শিল্পাঞ্চলে দলের শ্রমিক সংগঠনের একটি শাখাই থাকবে বলে ঘোষণা করেলন। তবু আমরাই গ্রামে দু’টি সংগঠনের মধ্যে মাঝে মাঝেই সংঘর্ষ বাধে। আইএনটিটিইউসির জেলা সভাপতি প্রভাত চট্টোপাধ্যায় এ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি।
|
থানায় হাজির র্যাগিংয়ে অভিযুক্ত
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
থানায় হাজিরা দিল র্যাগিংয়ের ঘটনায় অভিযুক্ত আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের দুই ছাত্র। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকালে তারা আসানসোল উত্তর থানায় হাজিরা দেয়। এক সপ্তাহের মধ্যে তাদের আদালতে আত্মসমর্পন করে জানিম নেওয়ার কথা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত সোমবার ফুটবল খেলে ছাত্রাবাসে ফেরার সময় প্রথম বর্ষের কয়েক জন ছাত্রকে র্যাগিং করার অভিযোগ ওঠে অভিযুক্ত দুই ছাত্রের বিরুদ্ধে। কলেজ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তরা দ্বিতীয় বর্ষের ছাত্র। কলেজ কর্তৃপক্ষ কলেজের অ্যান্টি র্যাগিং কমিটিকে বিষয়টি তদন্তের ভার দেয়। তদন্তে ওই দুই ছাত্র দোষী প্রমাণিত হয়। এরপর কলেজ কর্তৃপক্ষ ওই দুই ছাত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ জানায়। এরপরই পুলিশ নোটিশ পাঠিয়ে অভিযুক্তদের বৃহস্পতিবারের মধ্যে থানায় হাজিরার নির্দেশ দিয়েছিল।
|
দুই বালকের দেহ পুকুরে
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
একটি পুকুর থেকে দুই ছাত্রের দেহ উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার বিকেলে আসানসোল দক্ষিণ থানার পুলিশ কালিপাহাড়ির কাছের একটি পুকুর থেকে দেহটি উদ্ধার করে। পুলিশ জানিয়েছে মৃতদের নাম বিষ্ণু কোড়া (৭) ও কৃষ্ণ বর্মা (৭)। কালিপাহাড়ি কোলিয়ারি সংলগ্ন এলাকায় পাশাপাশিই বাড়ি তাদের। মৃতদের পরিবার সূত্রে পুলিশ জেনেছে, স্থানীয় একটি স্কুলের দ্বিতীয় শ্রেণির ওই দুই ছাত্র এ দিন বিকাল সাড়ে তিনটে নাগাদ স্কুল থেকে বাড়ি ফিরে কাছের একটি পুকুরে স্নান করতে যায়। এরপর দীর্ঘক্ষণ তারা বাড়ি ফিরে না আসায় তাদের পরিবারের সদস্যরা পুকুরে খোঁজ করতে যান। তখনই দুই ছাত্রের দেহ পুকুরে ভাসতে দেখা যায়। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, ডুবে গিয়েই মৃত্যু হয়েছে দুই ছাত্রের।
|
ট্রেনের কামরা লাইনচ্যুত
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
হাওড়া থেকে ধানবাদ যাওয়ার পথে লাইনচ্যুত হল কোলফিল্ড এক্সপ্রেসের একটি কামরা। পূর্ব রেলের আসানসোল ডিভিশন সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ আসানসোল পেরিয়ে বরাচক স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে। ইঞ্জিনের পরে দ্বিতীয় কামরাটি লাইনচ্যুত হয়। খবর পেয়ে পৌঁছন রেলের আধিকারিকেরা। তবে এই ঘটনায় কেউ হতাহত হননি। ওই কামরা লাইনে তুলতে ঘণ্টা দেড়েক সময় লাগবে বলে জানানো হয়। ততক্ষণ আপ লাইনে ট্রেন বন্ধ থাকে। রেলের তরফে জানানো হয়, সেই সময়ে ওই লাইনে দূরপাল্লার ট্রেন তেমন না থাকায় বিশেষ সমস্যা হয়নি। কেন এমন ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।
|
স্কুল থেকে টিসি চাইল ছাত্ররা
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে একাদশ ও দ্বাদশ শ্রেনীর পাঁচ ছাত্রকে সাসপেন্ড করার প্রতিবাদে স্কুল কর্তৃপক্ষের কাছে ‘ট্রান্সফার সার্টিফিকেট’ চাইল স্কুলের বিভিন্ন শ্রেণির নব্বই জন ছাত্র। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার জেকে নগর হাইস্কুলে। স্কুলের প্রধান শিক্ষক আশিস বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আবেদনকারী ছাত্রদের অভিভাবকদের ডেকে পাঠানো হয়েছে। অভিভাবকরা চাইলে ‘টিসি’ দিয়ে দেওয়া হবে।
|
রাস্তা সারানোর দাবি
নিজস্ব প্রতিবেদন |
রাস্তা সংস্কারের দাবিতে ইসিএল-এর খোট্টাডিহি প্রজেক্টে বৃহস্পতিবার দুপুরে গাড়ি আটকে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। খনি কর্তৃপক্ষ বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন। একই দাবিতে জামুড়িয়া পানিহাটি জাতীয় সড়কে অবরোধ করা হয়। পরে পুলিশের হস্তক্ষেপে তা উঠে যায়।
|
অজ্ঞাতপরিচয় দেহ
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার বিকেলে আসানসোল উত্তর থানার সেনর্যালে এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতের আনুমানিক বয়স ৪৫ বছর। পরিত্যক্ত সেনর্যালে কারখানার সামনে দেহটি পড়েছিল। |
|