১
আগামীকালই জানা যাবে কে হবেন বিজয়ী। গোটা ফাইনালটা
চলবে সাড়ে তিন ঘণ্টা ধরে। শনিবার দেখানো হবে অনুষ্ঠানটি।
|
২
ফাইনালিস্টরা হলেন অনীক ধর, রুদ্রনীল ঘোষ,
সুদীপ্তা চক্রবর্তী আর কনীনিকা বন্দোপাধ্যায়।
|
৩
ফাইনালের দিন নানা রকম বিনোদনের ব্যবস্থাও থাকবে। মিঠুন চক্রবর্তীকেও পারফর্ম
করতে দেখা যেতে পারে। আর থাকবেন দক্ষিণের অভিনেত্রী শোভনা চন্দ্রকুমার।
তাঁকে দেখা যাবে মহিষাসুরমর্দিনী রূপে।
|
কনীনিকা-সুদীপ্তা
|
বিক্রম-আইরিস
|
রুদ্রনীল
|
৪
‘বিগ বস’ হাউসে থাকাকালীন পটা একটি গানে সুর দিয়েছিলেন। গানটি রুদ্রনীলের লেখা।
গানটি বানানো হয়েছিল ‘রিকশা টাস্ক’-এর সময়। ফাইনালের দিন পটা ওই গানটি গাইবেন।
কার্তিক দাস বাউলের কণ্ঠেও একটি গান শোনা যাবে।
|
৫
বাড়িতে থাকাকালীন বিক্রম চট্টোপাধ্যায়, আইরিস মাইতি আর সম্পূর্ণা লাহিড়ীর মধ্যে ‘লাভ ট্রায়াঙ্গল’ নিয়ে
জল্পনা চলেছিল যথেষ্টই। তবে ফাইনালের দিন আইরিস আর বিক্রম একসঙ্গে নাচ করবেন। আইরিস স্টেজে
প্রবেশ করবেন ‘জাগে রে’ গানটির সঙ্গে এবং বিক্রম ‘জিনে লাগা হু’ গানের তালে।
তার পর ‘শুধ্ দেশি রোম্যান্স’য়ের টাইটেল ট্র্যাকে নাচবেন দু’জনে। |