ছাত্রী মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ অভিভাবকদের, স্কুলে ভাঙচুর |
গতকাল স্কুলের উঁচু ক্লাসের দিদিদের র্যাগিং-এর শিকার হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে দমদমের ক্রাইস্ট চার্চ স্কুলের পঞ্চম শ্রেণীর এক আতঙ্কিত ছাত্রী। তাঁর মৃত্যুর প্রতিবাদে আজ সকালে স্কুলের প্রিন্সিপালকে ঘিরে বিক্ষোভ দেখান ক্ষুব্ধ অভিভাবকরা। স্কুলে ভাঙচুরও চালান তাঁরা।
পুলিশ সূত্রে খবর, পঞ্চম শ্রেণির ছাত্রীটির মৃত্যুতে অভিযুক্ত ছাত্রীদের শাস্তির দাবিতে তাঁরা এই বিক্ষোভ দেখান। অবিলম্বে অধ্যক্ষার পদত্যাগও দাবি করেন তাঁরা। তাঁদের অভিযোগ, স্কুলে আসতে ভয় পায় ছাত্রীরা। অভিভাবকদের সঙ্গে অধ্যক্ষা কোনও কথা বলেননি বলে অভিযোগ। আগেও এই ধরনের ঘটনা ঘটেছে। কিন্তু সব জেনেও ‘চুপ’ করে থেকেছে স্কুল কর্তৃপক্ষ। কোনও ব্যবস্থা গ্রহণ করেননি অধ্যক্ষা। যে কোনও সময় পঞ্চম শ্রেণির পড়ুয়াটির মতো একই পরিণতি তাঁদের বাচ্চাদেরও হতে পারে বলে আশঙ্কা অভিভাবকদের। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছলে তাদের সঙ্গেও বচসা ও ধ্বস্তাধস্তিতে জড়িয়ে পড়েন তাঁরা।
এই সংক্রান্ত খবর: ছাত্রীর মৃত্যু, উঁচু ক্লাসের র্যাগিং নিয়ে নালিশ থানায়
|
গোষ্ঠীভিত্তিক শ্মশান তৈরির পরিকল্পনা রাজস্থানে |
পশ্চিম রাজস্থানের জয়সলমীর জেলায় জাতপাত নির্ভর গোষ্ঠীভিত্তিক শ্মশান তৈরির পরিকল্পনা নিল সরকারি সংস্থা ‘আরবান ইমপ্রুভমেন্ট ট্রাস্ট’। সংস্থা সূত্রে জানা গিয়েছে, প্রায় ৪৭টি এমন শশ্মান তৈরি করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। গত ১০ জুলাই একটি বৈঠকে তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন। এই পরিকল্পনার জন্য প্রায় ৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানা গিয়েছে। এখন রাজ্য সরকারের সম্মতির অপেক্ষায় আছে সংস্থাটি।
|
আজ সকাল ৯টা নাগাদ ভিআইপি রোডের কৈখালিতে হলদিরামের সামনে একটি বেসরকারি স্কুলে আগুন লাগে। দমকলের দু’টি ইঞ্জিনের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। নিরাপত্তার খাতিরে বেশ কিছু ক্ষণের জন্য স্কুলটি খালি করে দেওয়া হয়। দমকল সূত্রে জানা গিয়েছে, মিটার বক্সেই প্রথমে আগুন লাগে। প্রাথমিক ভাবে দমকলের অনুমান শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে। হতাহতের কোনও খবর নেই।
|