গঙ্গা-যমুনা উৎসবে নাটক মঞ্চস্থ করতে আগামী শুক্রবার বাংলাদেশ পাড়ি দিতে চলেছে বহরমপুরের ‘ঋত্বিক’ নাট্যোগোষ্ঠী। সপ্তাহ খানেকের সফরে বাংলাদেশের ৩টি এলাকায় ‘ঋত্বিক’ ৩টি নাটক মঞ্চস্থ করবে। ১৫ সেপ্টেম্বর ঢাকার শিল্পকলা আকাদেমিতে গঙ্গা-যমুনা উৎসবে মঞ্চস্থ করবে নাটক ‘দিবারাত্রির কাব্য’। ‘ঋত্বিক’-এর সম্পাদক মোহিতবন্ধু অধিকারী বলেন, “১৭ সেপ্টেম্বর কুমিল্লা জেলার চাঁদপুরে ‘অনন্যা’ নাট্যসংস্থার নাট্যোৎসবে এবং ১৯ সেপ্টেম্বর ঢাকার ধানমণ্ডি এলাকায় ‘মহাকাল নাট্যোৎসব’-এ মঞ্চস্থ হবে মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসের নাট্যরূপ ‘দিবারাত্রির কাব্য’।
|
গত শনিবার ও রবিবার দু’দিন ধরে বহরমপুর রবীন্দ্রসদনে ‘নাইয়া’র উদ্যোগে অনুষ্ঠিত হল নৃত সহযোগে লোকগানের অনুষ্ঠান। শনিবার নাইয়ার শিল্পীরা লোকসঙ্গীত পরিবেশন করেন। দ্বিতীয় দিন নাইয়ার কর্ণধার অনুপ চক্রবর্তী ছাড়াও সুভাষ চক্রবর্তী, অর্পিতা চক্রবর্তী ও পাপিয়া চন্দ্র লোকগান পরিবেশন করেন। সঙ্গে নৃত্য পরিবেশন করেন অঙ্কিতা চক্রবর্তী ও অমৃতা চক্রবর্তী। ওই অনুষ্ঠানে কবি অশোক দাসকে সম্বর্ধনা দেওয়া হয়।
|
বহরমপুর নাট্যসংস্থা ‘ছান্দিক’-এর পরিচালক কিশলয় সেনগুপ্ত প্রয়াত হয়েছেন ২০০৯ সালের ৫ সেপ্টেম্বর। গত ৩ বছরের মতো এ বারও ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার ‘ছান্দিক’-এর মহলা কক্ষে অনুষ্ঠিত হল’ কিশলয় সেনগুপ্ত স্মারক বক্তৃতা’। বক্তব্য রাখেন কলকাতার বিশিষ্ট নাট্যাকার দেবেশ চট্টোপাধ্যায় ও বহরমপুরের ‘যুগাগ্নি’র পরিচালক দেবাশিস সান্যাল। নাটকের গান পরিবেশন করেন আয়োজক সংস্থার শিল্পীরা।
|
গত ৫ সেপ্টেম্বর রবীন্দ্রনাথের বাছাই কিছু গান নিয়ে নিবেদিত হল ‘বাদলের গান’ শীর্ষক রবীন্দ্রসংগীত সন্ধ্যা। ফুলিয়ার সুকান্ত ভবনের ওই অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন তরুণ শিল্পী অভিনব বসাক। ছিলেন রবীন্দ্রসংগীত শিল্পী শ্রাবণী সেন ও ছিলেন বাচিক শিল্পী রত্মা মিত্র। অনুষ্ঠানে শ্রাবনী সেনের ছাত্র অভিনব বসাকের রবীন্দ্রসংগীতের অ্যালবাম ‘বন্ধুর মতো’ প্রকাশিত হয়।
|
‘নবদ্বীপ আঁকিবুকি’র উদ্যোগে দু’ দিনের ছবি আঁকা কর্মশালা অনুষ্ঠিত হল। প্রয়াত চিত্রশিল্পী অমল ভট্টাচার্যের স্মরণে আয়োজিত ওই কর্মশালা অনুষ্ঠিত হয় টাউন ক্লাবের স্নেহময় স্মৃতিমঞ্চে। যোগ দিয়েছিল ৪৬ জন। প্রশিক্ষণ দেন আশিস কাবাসি, দেবাশিস কাবাসি ও অনিরুদ্ধ মুখোপাধ্যায়। চিত্রশিল্পী ধীরেন্দ্রনাথ ব্রহ্মের উপর তৈরি তথ্যচিত্র দেখানো হয়। চিত্রশিল্প কলার উপর একটি ‘সিম্পোজিয়াম’ আয়োজন করা হয়।
|
গত রবিবার ‘মুর্শিদাবাদ জেলা আবৃত্তি সংসদ’-এর ৩৭তম বর্ষপূর্তি উপলক্ষে খাগড়া পৌর প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হল আবৃত্তি-সন্ধ্যা। আবৃত্তি করেন চন্দন দাসগুপ্ত ও রবীন্দ্রসংগীত পরিবেশন করেন সম্পিতা দাস।
|
কৃষ্ণনগর বহুবাজারে ১ সেপ্টেম্বর ‘আদম’ গোষ্ঠী ‘আড্ডা’র আয়োজন করেছিল। সেখানে প্রভাস সাহার কাব্যগ্রন্থ ‘অশ্রুজাতক’ প্রকাশ করেন সাহিত্যিক সুধীর চক্রবর্তী। কবিতাপাঠ করেন চিরন্তন সরকার ও সুধীর দত্ত। আলোচনা করেন দেবদাস আচার্য ও রামচন্দ্র প্রামাণিক।
|
‘দর্পণ’ পত্রিকার উদ্যোগে গত রবিবার করিমপুর রেগুলেটেড মার্কেটে কবিতা পাঠের আসর বসে। ছিলেন পিন্টু সাহা, রঞ্জন গোলদার প্রমুখ। কবিতার গঠন ও নির্মাণ নিয়ে আলোচনা করা হয়। |