টুকরো খবর |
পুজো কমিটিগুলিকে নিয়ে বৈঠক রেলশহরে
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
পুজোয় বিধিনিষেধ নিয়ে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক করল পুলিশ -প্রশাসন। সোমবার সন্ধ্যায় খড়্গপুর দুর্গামন্দিরে এই বৈঠক হয়। হাজির ছিলেন প্রেমবাজার পুজোকমিটি, অভিযাত্রী, বাবুলাইন, মথুরাকাটি, আদি পুজোকমিটি, সুভাষপল্লি সেবাসমিতি -সহ শহরের মোট ৯৬টি পুজো কমিটির প্রতিনিধিরা। প্রশাসনের তরফে উপস্থিত ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক দ্যুতিমান ভট্টাচার্য, টাউন থানার আইসি অরুণাভ দাস, পুরপ্রধান রবিশঙ্কর পাণ্ডে, ডেপুটি ম্যাজিস্ট্রেট মৃণাল গুইন প্রমুখ। প্রশাসন সূত্রে খবর, এ দিন পুজো কমিটিগুলিকে বুঝিয়ে দেওয়া হয়, হাইকোর্টের বিধি অনুযায়ী রাত দশটার পর মাইক বন্ধ, পুজো মণ্ডপে ঢোকা -বেরোনোর পথ আলাদা ভাবে ও দূরত্ব মেনে করতে হবে। প্রতিমা বিসর্জনের দিন ঠিক হয়েছে ১৪ অক্টোবর। যে সব পুজো কমিটি সেই দিনে বিসর্জন দিতে পারবে না, তারা ১৭ তারিখ দেবে। তবে এর মাঝের দু’দিন কোনও প্রতিমা বিসর্জন দেওয়া যাবে না। পুরসভা ও রেলকেও রাস্তা সংস্কার, পথবাতি, পুকুর সংস্কারের মতো বিষয়ে গুরুত্ব দিতে বলা হয়। নতুন করে কোনও পুজোর অনুমতি দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছে প্রশাসন। যানজট এড়াতে এ বছর কৌশল্যা, পুরাতনবাজার এলাকার রাস্তাটি ‘একমুখী’ করে দেওয়া হবে। মহকুমা পুলিশ আধিকারিক দ্যুতিমান ভট্টাচার্য বলেন, “বৈঠক ফলপ্রসূ হয়েছে। বিসর্জন, মাইক বাজানো নিয়ে কিছু নির্দেশিকা দেওয়া হয়েছে। আশা করছি পুজো কমিটিগুলি এই বিধি মেনে চলবে।”
|
রাষ্ট্রপতির সফর নিয়ে বৈঠক কলাইকুণ্ডায়
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
রাষ্ট্রপতির নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে বৈঠক হল রাজ্যের অন্যতম বায়ুসেনা ঘাঁটিতেও। মঙ্গলবার খড়্গপুরের কলাইকুণ্ডার বায়ুসেনা ঘাঁটিতে বৈঠকের প্রধান উদ্দেশ্য ছিল রাষ্ট্রপতির যাত্রাপথের বিকল্প ব্যবস্থা করা। প্রসঙ্গত, আগামী রবিবার পশ্চিম মেদিনীপুরে আসছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ঠিক হয়েছে, এ দিনই তিনি কোলকাতায় বিমান থেকে নেমে বিশেষ কপ্টারে ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে পৌঁছবেন। সেখানে বিদ্যাসাগর হাইস্কুলের অনুষ্ঠান সেরে তিনি পৌঁছবেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে। রাষ্ট্রপতির এই সফরে স্বাভাবিক ভাবেই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে। এ দিন তাই কোলকাতার বদলে খড়্গপুরের কলাইকুণ্ডায় তাঁর বিমান অবতরণ করা বা উড়ানের জন্য বিকল্প বন্দোবস্ত করা নিয়ে বৈঠকে হয়। উপস্থিত ছিলেন কলাইকুণ্ডার এয়ার অফিসার কমান্ডিং আর রাধিশ, রাজ্য সেকেন্ড ব্যাটেলিয়নের পুলিশসুপার (সিও) জাহিদুর রহমান, বর্ধমানের অতিরিক্ত পুলিশ সুপার তরুণ হালদার, খড়গপুরের মহকুমা পুলিশ আধিকারিক দ্যুতিমাণ ভট্টাচার্য, মহকুমাশাসক আর বিমলা প্রমুখ।
|
স্কুলে অবস্থান শিক্ষকদের
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
গণতান্ত্রিক পদ্ধতিতে স্কুল পরিচালন সমিতির নির্বাচন চেয়ে স্কুলের প্রধান শিক্ষকের অফিসের সামনে অবস্থান করলেন স্কুলেরই শিক্ষক ও শিক্ষাকর্মীরা। মঙ্গলবার মেদিনীপুর টাউন স্কুলে (বালক) ঘটনাটি ঘটে। শনিবার স্কুলের পরিচালন সমিতির শিক্ষক প্রতিনিধির নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি হয়। সোমবার মনোনয়ন জমা দেওয়ার দিন ছিল। কিন্তু প্রধান শিক্ষক আগ্রহী শিক্ষক ও শিক্ষাকর্মীদের মনোনয়ন জমা নেননি বলে অভিযোগ। ওই দিনই বিষয়টি তাঁরা জেলা স্কুল পরিদর্শককে জানান। অন্য দিকে, চার জন মনোনয়ন জমা দিয়েছেন দাবি করে প্রধান শিক্ষক বিবেকানন্দ চক্রবর্তী তাঁদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বলে ঘোষণা করেন। ঘটনায় আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন শিক্ষক-শিক্ষাকর্মীরা। তারই প্রেক্ষিতে এ দিন শান্তিপূর্ণ অবস্থান করেন তাঁরা। কিছুক্ষণ অবস্থান করার পর জেলা স্কুল পরিদর্শকের কাছেও অবস্থান করেন তাঁরা। শিক্ষকদের দাবি, গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের দাবি জানিয়েই অবস্থান করা হয়।
|
বৃদ্ধের দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
বাড়ির বাইরে ঝুলন্ত অবস্থায় এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার হল। মঙ্গলবার ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়ায় বেলদার করকাই গ্রামে। এ দিন গ্রামেরই বাসিন্দা বিজয় মান্নার (৭২) দেহ বাড়ি থেকে কিছু দূরে একটি গাছে ঝুলতে দেখেন পড়শিরা। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি বিজয়বাবুর ভাইপো মারা গিয়েছে। সেই শোক ভুলতে পারছিলেন না তিনি। সোমবার রাতে খাওয়াদাওয়ার পর শুয়ে পড়েন বিজয়বাবু। তার পরেই এ দিনের ঘটনা। মানসিক অবসাদে ওই বৃদ্ধ আত্মঘাতী হয়েছেন বলে অনুমান বেলদা পুলিশের।
|
বিষক্রিয়ায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
বিষক্রিয়ায় মৃত্যু হল এক প্রৌঢ়ের। সোমবার রাতে পিংলা থানার পুলিশ স্থানীয় জলচক গ্রাম থেকে দেহটি উদ্ধার করে। মৃত নারায়ণচন্দ্র সিংহের (৪৮) বাড়ি ওই এলাকাতেই। পেশায় শ্রমজীবী। তাঁর মৃত্যুতে অস্বাভাবিক মৃত্যুর তদন্ত শুরু হয়েছে।
|
চালু হয়নি মার্কেট কমপ্লেক্স |
|
ছবি: সৌমেশ্বর মণ্ডল। |
এক সঙ্গে বাসস্ট্যান্ড আর মার্কেট কমপ্লেক্স তৈরির কথা ছিল। সেই মতো রাষ্ট্রীয় শ্রম বিকাশ যোজনায় ডেবরার মলিহাটিতে মার্কেট কমপ্লেক্স তৈরি হয়েছিল পাঁচ বছর আগে। কিন্তু বাসস্ট্যান্ড না হওয়ায় আজও মার্কেট কমপ্লেক্সটি চালু করা যায়নি (ইনসেটে ভিত্তিপ্রস্তর)। |
|