বামফ্রন্ট এবং তৃণমূল কংগ্রেসের রাজত্বকালে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। এর মধ্যে আলিয়া বিশ্ববিদ্যালয় অন্যতম। এখানে ইসলামের ইতিহাস পড়ানো হলেও মধ্যযুগে মুসলমানদের বিজ্ঞানচর্চার কথা বিশেষ ভাবে তুলে ধরা হয় না। এই সময় বিজ্ঞানচর্চায় মুসলমানেরা অদ্বিতীয় ছিলেন। তাঁদের এই চর্চার ফলে ল্যাটিন ইউরোপে বিজ্ঞানচর্চা বিস্তার লাভ করে ও ক্রমে পাশ্চাত্য জগতে আধুনিক বিজ্ঞানচর্চা শুরু হয়। |
প্রসঙ্গত, প্রাচীন ও মধ্যযুগে ভারতীয়রা সংস্কৃত ভাষায় বিজ্ঞানচর্চা করতেন। এর প্রভাব অতীতে মধ্যপ্রাচ্যে পড়ে। কিন্তু ভারতীয়দের এই বিজ্ঞানচর্চার এই গরিমা এখনকার কোনও বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে ততটা প্রতিফলিত হয়নি। শুনেছি বেশ কয়েক দশক আগে সংস্কৃত কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার পরিকল্পনা হয়েছিল এবং কমিশনও গড়া হয়েছিল। কমিশন বিশ্ববিদ্যালয় করার সুপারিশ করে। কিন্তু গোল বাধে প্রথম উপাচার্য কে হবেন। এই প্রচেষ্টা স্থগিত হয়ে যায়।
সংস্কৃত কলেজকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে উন্নীত করা হোক। এই নতুন বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞানসম্মত ভাবে নতুন পাঠ্যক্রম প্রচলন করা প্রয়োজন। প্রাচীন ভারতের বিজ্ঞানচর্চার উপর স্নাতক ও স্নাতকোত্তর পাঠ্যক্রম একান্ত প্রয়োজন। এখানে প্রসঙ্গক্রমে একটা কথা বলা প্রয়োজন। ভারতে কয়েকটি সংস্কৃত বিশ্ববিদ্যালয় আছে। এগুলির মধ্যে আছে তিরুপতি, কাশীর বিশ্ববিদ্যালয়। পশ্চিমবঙ্গে এখন বহু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হচ্ছে। অন্তত একটি সংস্কৃত বিশ্ববিদ্যালয় পশ্চিমবঙ্গে হোক।
প্রদীপকুমার মজুমদার। গণিত বিভাগ, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়
|