মারধর, গুলি চালানোর নালিশ
নিজস্ব সংবাদদাতা • দুবরাজপুর |
ভোটের আগে উত্তপ্ত হতে শুরু করল দুবরাজপুর পুরসভা এলাকা। প্রচার সেরে ফেরার পথে সোমবার রাতে দুষ্কৃতীরা এক কংগ্রেস সমর্থককে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ উঠেছে। আবার দুই তৃণমূল সমর্থককে মারধরের অভিযোগ উঠল কংগ্রেসের বিরুদ্ধে। দু’ পক্ষের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনাটি দুবরাজপুরের সাত নম্বর ওয়ার্ডের। দু’বারের কংগ্রেস কাউন্সিলর শেখ নাজিরউদ্দিনের বিরুদ্ধে লড়ছেন কংগ্রেস ছেড়ে তৃণমূলে যাওয়া তিন বারের উপ-পুরপ্রধান নুর মহম্মদ। সোমবার রাতে প্রচার সেরে ফেরার শেখ টাইগার নামে ওই কংগ্রেস সমর্থককে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি করে। ওই যুবকের বিরুদ্ধে খুনের মামলা চলছে। বাবা শেখ জাহির কোনও রাজনৈতিক দলের বিরুদ্ধে অভিযোগ না করলেও শেখ নাজিরুদ্দিনের দাবি, এর পেছেন তৃণমূল রয়েছে। ওই দিনই তৃণমূলের কার্যালয়ের সামনে আক্রান্ত হন দুই তৃণমূল সমর্থক। নুর মহম্মদের দাবি, “হেরে যাওয়ার ভয়ে এ সব হচ্ছে। গুলি চলেছে কি না বা চললেও পেছনে কে আছে তা বের করুক প্রশাসন।” অন্য দিকে, সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সাধন ঘোষ বলেন, “পুরভোট নিয়ে গোলা-গুলির রাজনীতি আগে ছিল না। দোষীদের উপযুক্ত শাস্তি দিক প্রশাসন।”
|
উঠোন থেকে দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • নানুর |
বাড়ির উঠোন থেকে এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার করল পুলিশ। মৃতের নাম বোধন দাস (৪৫)। নানুরের কীর্ণাহার পশ্চিমপাড়ায়। তাঁকে খুন করা হয়েছে বলে পুলিশের অনুমান। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তিন ছেলের মধ্যে দু’জন চেন্নাইয়ে থাকেন। আর এক ছেলে স্থানীয় ফুটিসাঁকোতে মোটরবাইক গ্যারাজে থাকেন। বাড়িতে একাই থাকেন বোধনবাবু। পারিবারিক কারণে স্ত্রীও তাঁর সঙ্গে থাকেন না। ছোট ছেলে রাহুল বলেন, “সোমবার রাত ৯টা নাগাদ পিসতুতো দাদা ও বাবাকে নিয়ে কীর্ণাহারের একটি হোটেলে খাওয়া দাওয়া করি। তার পরে বাবাকে বাড়ি পাঠিয়ে দিয়ে মায়ের কাছে আমি যাই। সকালে পিসতুতো দাদার কাছ থেকে খারাপ খবরটা পাই। কে বা কারা বাবাকে মারল বুঝতে পারছি না।” তবে পারিবারিক কারণে এই খুন বলে অনুমান পুলিশের। সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
|
ভোট প্রচারে মহম্মদ সেলিম
নিজস্ব সংবাদদাতা • দুবরাজপুর |
ইস্তেহার হাতে। —নিজস্ব চিত্র। |
অনুন্নয়ন থেকে শিশুমৃত্যু একাধিক বিষয় উল্লেখ করে রাজ্য সরকারের সমালোচনা করলেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য মহম্মদ সেলিম। মঙ্গলবার পুরভোটের প্রচারে দুবরাজপুরে আসেন এই সিপিএম নেতা। তাঁর কটাক্ষ, “২৮ মাসের মন্ত্রিসভা। তার মধ্যে সব করে ওঠা সম্ভব নয়। অথচ এই সরকার বলছে সব করে দিয়েছি। রাতারাতি ‘সমস্যা মিটেছিল’ পাহাড়ে। এখন কী হয়েছে সবাই জানেন। তাড়াহুড়ো করে কিছু হয় না। তবে বলছি না আমাদের ভুলভ্রান্তি হয়নি।” তিনি বলেন, “কেউ নিরাপদ নন। এমনকী পুলিশও নয়।” তবে পুরভোটের প্রচারে এলেও এই নেতার মুখে রাজ্যের বিভিন্ন সমস্যার কথা শোনা গিয়েছে। উপস্থিত ছিলেন সাংসদ রামচন্দ্র ডোম, জেলা সম্পাদক দিলীপ গঙ্গোপাধ্যায়। নির্বাচনী ইস্তেহারও প্রকাশ হয়।
|
চালকের মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • নলহাটি |
খাদান থেকে পাথর বোঝাই করে উপরে ওঠার সময় ট্রাক উল্টে মৃত্যু হল চঞ্চল শেখ(৩০) চালকের। বাড়ি মাড়গ্রামের একডালা গ্রামে। সোমবার বিকেলে দুর্ঘটনাটি ঘটে নলহাটির লখনামারা এলাকায়। মঙ্গলবার খাদানের জল থেকে ট্রাকটি উদ্ধার করে চালকের মৃতদেহ বের করা হয়।
|
বোলপুর জয়ন্ত স্মৃতি সঙ্ঘের পরিচালনায় ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হল হৃদয় স্মৃতি ফুটবল প্রতিযোগিতা। স্থানীয় পূর্বপল্লির এসডিপিও বাংলো মাঠে ওই খেলা হয়। বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমানের মোট ১৬টি দল প্রতিযোগিতায় যোগ দিয়েছিল। ফাইনালে শ্যামবাগান মা আনন্দময়ী ক্লাব টাইব্রেকারে ৩-২ গোলে বোলপুর কে.এ.এস.জি ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। জয়ী দলের শেখ ফিরোজ ম্যান অব দ্য ম্যাচ এবং কেএএসজি’র শুভ ধারা ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হন। ক্লাবের সভাপতি গৌতম সাহা জানান, উইনার্স ও রানার্স দলকে ট্রফি-সহ ১২,০০১ ও ১০,০০১ টাকা পুরস্কার দেওয়া হয়েছে।
|
বোলপুরের উপরখড়া জনকল্যাণ যুব সঙ্ঘের পরিচালনায় স্থানীয় মাঠে ৭ ও ৮ সেপ্টেম্বর হয়ে গেল দু’দিনের ফুটবল প্রতিযোগিতা। ২৪টি দল যোগ দিয়েছিল। ফাইনালে বোলপুরের পাঁচশোয়া একাদশ ২-০ গোলে কালু একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। কালু একাদশের লাল্টু সর্দার ম্যান অব দ্য ম্যাচ এবং গয়েশপুরের বাম হাজরা ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হন। সেরা গোল কিপারের পুরস্কার পেয়েছেন স্থানীয় তাতারপুর সূর্য সেন স্মৃতি সঙ্ঘের সুদীপ্ত মণ্ডল।
|
ফের মুরারইয়ের মহুরাপুর হাইস্কুলে রবিবার চুরি হয়েছে। পঞ্চায়েত ভোটের আগে ওই থানার রতনপুর হাইস্কুলেও চুরি হয়েছিল। দু’টি ক্ষেত্রেই পুলিশ চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করতে পারেনি। |