টুকরো খবর
মনমোহন, শরিফ বৈঠকের পরিবেশ তৈরির তৎপরতা
নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সাধারণ অধিবেশনের পার্শ্ববৈঠকে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। তার আগে শুক্রবার কিরঘিজিস্তানে ‘ঘরোয়া ভাবে’ দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করবেন বিদেশমন্ত্রী সলমন খুরশিদ ও পাক প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা সরতাজ আজিজ। দু’দেশের তিক্ততা কমিয়ে আসন্ন শীর্ষ বৈঠকের পরিবেশ তৈরি করাই এর উদ্দেশ্য বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক। সাংঘাই কো-অপারেশন অর্গানাইজেশন বা এসসিও গোষ্ঠীভুক্ত দেশগুলির সম্মেলন হবে কিরঘিজিস্তানে। কয়েক মাস ধরে সীমান্তে ভারতীয় জওয়ানদের হত্যার ঘটনায় পরিস্থিতি এতই তিক্ত যে, দু’দেশের শীর্ষ নেতারা বৈঠকে বসলে জট ছাড়ার সম্ভাবনা খুবই কম। তাই বৈঠকের আগে উত্তাপ কমানোর চেষ্টা হবে সলমন-সরতাজের আলোচনায়। যে বিষয়গুলি শুক্রবারের বৈঠকে তোলা হবে, তার মধ্যে রয়েছে মুম্বই হামলায় অভিযুক্তদের দ্রুত শাস্তির ব্যবস্থা, পাকিস্তানের মাটিতে ভারত-বিরোধী সন্ত্রাসবাদী কার্যকলাপ বন্ধ করা ও জঙ্গি পরিকাঠামো ধ্বংস করা।

সাক্ষাৎ
তথ্য : শ্রাবণী বসু।
১৯৬৮ সালে হৃষীকেশে এসে মহেশ যোগীর সঙ্গে দেখা করেছিল দুনিয়া কাঁপানো ‘বিটলস।’ তবে যোগীকে নিয়ে বাকিরা মুগ্ধ হলেও খুশি হননি জন লেনন। বরং তাঁর মনে হয়েছিল, বিটলসের খ্যাতি কাজে লাগাতেই ব্যস্ত ছিলেন তিনি। এমনকী লেনন এ-ও বলেছিলেন, তাঁদের দলের সঙ্গে যাওয়া এক মহিলার প্রতি মহেশ যোগীর ইঙ্গিতপূর্ণ আচরণও ভাল লাগেনি তাঁর। সেই সাক্ষাৎপর্ব মাথায় রেখেই এর পর তিনি লিখে ফেলেন আস্ত একটি গান। যার প্রথম লাইনটি হল, “মহাঋষি, হোয়াট হ্যাভ ইউ ডান, ইউ মেড এ ফুল অফ এভরিওয়ান।” ওই লাইনটি লিখে রেখে যান একটি কাঠের টুকরোয়। ওই টুকরোটি এত দিন বিটলস সদস্য রিঙ্গো স্টারের প্রাক্তন স্ত্রী মুরেন স্টার্কির কাছে ছিল। প্রায় চার দশক পর সেই গান খোদাই করা কাঠের টুকরোটি নিলাম হতে চলেছে। আয়োজকদের আশা, অন্তত দেড় লক্ষ ইউরো দাম উঠবে সেটির।

দাউদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে নেপাল
দাউদ ইব্রাহিম-সহ আল-কায়দার সঙ্গে যুক্ত ২০০ জনের বিরুদ্ধে পদক্ষেপের সিদ্ধান্ত নিল নেপাল সরকার। তাদের নেপালে কোনও সম্পত্তি থাকলে তা আটক করার নির্দেশ দিয়েছে সে দেশের স্বরাষ্ট্র মন্ত্রক। আল-কায়দার সঙ্গে যুক্ত কোনও ব্যক্তি বা সংগঠনের বিরুদ্ধে সদস্য রাষ্ট্রগুলিকে নির্দেশ দিয়েছিল রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ। ১৯৯৩-এর মুম্বই বিস্ফোরণে অন্যতম অভিযুক্ত দাউদ। তার সঙ্গে আল-কায়দার যোগ আছে বলে ঘোষণা করেছে আমেরিকা। রাষ্ট্রপুঞ্জের নির্দেশ মেনেই দাউদ-সহ ২০০ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে নেপাল। নেপালে দাউদ ইব্রাহিমের সাম্রাজ্য নিয়ে দীর্ঘ দিন ধরেই সরব ভারত। সম্প্রতি ভারত-নেপাল সীমান্ত থেকে লস্কর-ই-তইবা জঙ্গি আব্দুল করিম টুন্ডা ও ইন্ডিয়ান মুজাহিদিন নেতা ইয়াসিন ভটকল ধরা পড়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.