বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হল এক চালকল মালিক ও তার ছেলেকে। সোমবার রাতে পূর্বস্থলী থানার পুলিশ এবং সিআইডি-র আধিকারিকেরা তাদের সমুদ্রগড়ের বিবিরহাটের বাড়িতে অভিযান চালায়। চালকল মালিক শামসুল হক ও তার ছেলে তন্ময় হককে গ্রেফতার করে কলকাতায় নিয়ে আসা হয়। মঙ্গলবার ব্যাঙ্কশাল কোর্টে তোলা হলে ১৩ দিনের সিআইডি হেফাজত হয় তাদের। এই দুই ব্যক্তির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ছিল। পুলিশ সূত্রে খবর, শামসুল হক ও তন্ময় হকের একটি চালকল রয়েছে পূর্বস্থলীর নাদনঘাট মোড়ে। বছর খানেক আগে খাদ্য দফতর কয়েকটি চালকলকে দুর্নীতির অভিযোগ এনে কালো তালিকাভূক্ত করে। তার মধ্যে ছিল এই চালকলটিও।
|
রাজ্য স্তরে মাধ্যমিকে যুগ্ম দ্বাদশ এবং উচ্চমাধ্যমিকে যুগ্ম দশম স্থান পাওয়া নিজেদের চার ছাত্রকে সমবর্ধনা দিল মিউনিসিপ্যাল স্কুল। ওই ছাত্রদের নাম হল সৌম্যদীপ দাস, সৌম্যদীপ্ত কুমার, শৌর্য মিত্র ও অনুপম রায়। এ দিন অনুষ্ঠানে তাদের হাতে স্বর্ণপদক তুলে দেওয়া হয়েছে। অনুষ্ঠানে ছিলেন মন্ত্রী রবিরঞ্জন চট্টেপাধ্যায়, জেলা স্কুল সমূহের পরিদর্শক জোসনারা বেগম, প্রধান শিক্ষক শম্ভুূনাথ চক্রবর্তী প্রমুখ। |