টুকরো খবর
দুর্ঘটনায় মৃত চালক, বিক্ষোভ
দুর্ঘটনায় শিয়ালদহ-বালিয়া আপ এক্সপ্রেসের সহকারী চালকের মৃত্যু হওয়ায় ক্ষতিপূরণের দাবিতে আসানসোল স্টেশনে বিক্ষোভ দেখালেন চালক ও গার্ডেরা। মঙ্গলবার পৌনে ৭টা নাগাদ ঝাড়খণ্ডের জামতাড়া স্টেশন পেরনোর পরে ঘটনাটি ঘটে। রেল সূত্রে জানানো হয়েছে, ওই ট্রেনের সহকারী চালক এস কে মেহতা বোদমা হল্ট স্টেশনের কাছে কিছু দেখার জন্য জানলা দিয়ে মাথা বাড়িয়েছিলেন। পোস্টে ধাক্কা খেয়ে লাইনে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ট্রেনটি সেখানেই দাঁড়িয়ে পড়ে। পিছনে দাঁড়িয়ে যায় আপ কালকা মেলও। খবর এসে পৌঁছতেই পূর্ব রেলের আসানসোল ডিভিশনের চালক ও গার্ডেরা আসানসোল স্টেশনে নিজেদের কার্যালয়ের সামনে বিক্ষোভ শুরু করেন। তাঁদের দাবি, মৃতদেহ সেখানে আনতে হবে এবং মৃতের পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে। আসানসোল থেকে যে সব চালক ও গার্ডদের ট্রেনে চাপার কথা ছিল, তাঁরা কর্মবিরতি শুরু করেন। রাত সাড়ে ১০টা নাগাদ রেলের আধিকারিকেরা গিয়ে নিয়ম মেনে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি আয়ত্তে আসে। আসানসোল ডিভিশনের জনসংযোগ আধিকারিক বিশ্বনাথ মুর্মু বলেন, “তিন ঘণ্টা ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে স্বাভাবিক হয়ে গিয়েছে।”

দুর্ঘটনায় মৃত পুলিশ
থানায় যাওয়ার পথে লরির ধাক্কায় মৃত্যু হয়েছে কাঁকসা থানার এক পুলিশকর্মীর। মঙ্গলবার পানাগড়-মোরগ্রাম রাজ্য সড়কে এগারো মাইলের কাছে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মৃত পুলিশকর্মীর নাম প্রভাত ভল্লা (৪২)। তাঁর বাড়ি বীরভূমের ময়ূরেশ্বরে। এ দিন দুপুর ২টো নাগাদ মোটরবাইকে রাস্তা পার হওয়ার সময় লরির সঙ্গে ধাক্কা লাগে তাঁর। লরির চাকায় পিষে ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রভাতবাবুর। পুলিশ জানায়, ওই লরি চালকের খোঁজ করছে।

দুর্গাপুরে মৃত্যু ঠিকা শ্রমিকের
কর্মরত অবস্থায় কারখানার শেডের উপর থেকে পড়ে মৃত্যু হয়েছে এক ঠিকা শ্রমিকের। মঙ্গলবার দুর্গাপুরে একটি সাইকেলের স্পোক তৈরির কারখানায় ঘটনাটি ঘটে। মৃত শ্রমিকের নাম কালু শেখ (৪৫)। বাড়ি খয়রাশোলে। ঘটনার পরে মৃতের পোষ্যকে চাকরি ও আর্থিক ক্ষতিপূরণ দাবি করে ওই শ্রমিকের দেহ নিতে অস্বীকার করেন তাঁর পরিজনেরা। কারখানা সূত্রে জানা গিয়েছে, সকালে কারখানায় শেড মেরামত করার সময় পড়ে গিয়ে গুরুতর জখম হন কালুবাবু। বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সেখানেই মারা যান তিনি। তাঁর আত্মীয়দের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ চুপিসারে হাসপাতালের বিল মিটিয়ে চলে গিয়েছেন। পোষ্যকে চাকরি ও আর্থিক ক্ষতিপূরণের দাবি তোলেন তাঁরা। পরে পুলিশি মধ্যস্থতায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে দেহ নিয়ে যাওয়া হয়। সেখানেই রয়েছে দেহটি। কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা যায়নি।

কারখানায় বিক্ষোভ
বেতনবৃদ্ধি-সহ নানা দাবিতে জামুড়িয়ার একটি স্পঞ্জ আয়রন কারখানায় বিক্ষোভ দেখালেন কর্মীরা। সিটুর নেতৃত্বে এই বিক্ষোভ হয় মঙ্গলবার। কর্তৃপক্ষ জানান দাবিগুলি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

গাড়িতে আগুন
গ্যারাজের সারাইয়ের কাজ হওয়ার সময় আগুন লেগে যায় একটি গাড়িতে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে অন্ডালের উখড়া শঙ্করপুরে। জখম হয়েছেন গাড়ির মিস্ত্রি, চালক ও খালাসি। তাঁদের দুর্গাপুরে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কোথায় কী

দুর্গাপুর

গণেশ পুজো উপলক্ষে লোক সংস্কৃতি উৎসব। টিএন রোড। সন্ধ্যা সাতটা। উদ্যোগ: আলাপ।

ফুটবল প্রতিযোগিতা। গ্যামন ব্রিজ মাঠ ও এএসপি মাঠ। বিকাল সাড়ে তিনটে। উদ্যোগ: মহকুমা ক্রীড়া সংস্থা।

রানিগঞ্জ

স্বাস্থ্য পরীক্ষা, চক্ষু পরীক্ষা ও রক্তের শ্রেণি নির্ণয় শিবির। রানীসায়ের গ্রাম। সকাল ৯টা। উদ্যোগ: আইএমএ ও তৃণমূল ওয়ার্ড কমিটি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.