টুকরো খবর
আই ফোন নিয়ে শুরু নয়া জল্পনা
অ্যাপলের পাখির চোখ কি এ বার চিন আর ভারত? মঙ্গলবার উদ্ভাবনের মশাল হাতে টিম কুক মঞ্চে ওঠার আগে আপাতত এই প্রশ্নেই সরগরম তথ্যপ্রযুক্তির দুনিয়া। অনেকেই মনে করছেন, চিন, ভারতের মতো বিশাল বাজার ধরার জন্য আই-ফোনের সস্তা সংস্করণ আনার কথা ঘোষণা করতে পারেন অ্যাপল কর্ণধার। স্টিভ জোবসের সময় থেকেই প্রতি বার এই সভায় চমক লাগানো ঘোষণা করে অ্যাপল। কেউ কেউ মনে করছেন, এ বারও বিশ্বকে তাক লাগিয়ে টিভি ও সেট-টপ বক্স আনতে পারে তারা। আনতে পারে আই-ওয়াচ। কব্জিতে যে ঘড়ি বেঁধে স্মার্ট ফোনের কাজ সেরে ফেলা যাবে। কিন্তু বেশির ভাগ বিশেষজ্ঞের মতে, স্যামসাংয়ের কাছে প্রবল চ্যালেঞ্জের মুখোমুখি অ্যাপল এ বার মন দেবে ব্যবসায়িক সিদ্ধান্তে। চিনে আই-ফোনের বিক্রি বাড়াতে সে দেশের বৃহত্তম মোবাইল পরিষেবা সংস্থা (গ্রাহক সংখ্যা ৭০ কোটি) চায়না মোবাইলের সঙ্গে গাঁটছড়ার কথা ঘোষণা করতে পারে তারা। তৈরির জন্য প্লাস্টিক ব্যবহার করে আনতে পারে আই ফোন ৫-এর সস্তা সংস্করণ। এমনকী তার নাম ৫সি হতে পারে বলেও জোর জল্পনা।

হুন্ডাইয়ের নয়া গাড়ি
নতুন গাড়ি এনে ধুঁকতে থাকা বাজারে চাহিদা তৈরি করতে চাইছে সংস্থাগুলি। ক’দিন আগেই প্রতিদ্বন্দ্বী মারুতি-সুজুকি এনেছে তাদের নতুন গাড়ি স্টিংগ্রে। এ বার হুন্ডাই আনল তাদের নয়া গাড়ি ‘গ্র্যান্ড আই-১০’। সংস্থার সিনিয়র জিএম তথা বিপণন বিভাগের কর্তা নলিন কপূরের দাবি, তাঁদের এই নয়া গাড়িটি যে-শ্রেণির, দামি ছোট গাড়ির বাজারের ৬৯% তার দখলে। উল্লেখ্য, আই-২০ ছাড়া সংস্থার ছোট গাড়ির ভাঁড়ারে এই মুহূর্তে একমাত্র গ্র্যান্ড-আই-১০ গাড়িটিতেই ডিজেল ইঞ্জিন (১.১ লিটার) মিলবে। নতুন গাড়িটি রফতানিও করবে সংস্থা। তাদের আশা, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা ও অন্যান্য বাজারে এটির ভাল সাড়া মিলবে। কলকাতায় পেট্রোলচালিত গাড়িটির দাম পড়বে ৪.৪১ লক্ষ থেকে ৫.৬২ লক্ষ টাকা। ডিজেল ৫.৩৮ লক্ষ থেকে ৬.৫৯ লক্ষ টাকা। সংস্থার দাবি, দেশের বাজারে তাদের দখল ১.৬% বেড়েছে। সংস্থার পূর্বাঞ্চলীয় কর্তা তপন কুমার ঘোষের দাবি, কলকাতায় তা বেড়েছে প্রায় ১%।

দক্ষ কর্মী গড়তে
গাড়ি, টেলিকম, গয়না-সহ বিভিন্ন শিল্পে দক্ষ কর্মী তৈরি করতে অর্থ মন্ত্রকের অধীনে নয়া প্রশিক্ষণ প্রকল্প চালু করল ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন। শিল্পের চাহিদা মতোই এখানে প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানানো হয়েছে। এর জন্য ২৫% খরচ বইতে হবে পড়ুয়াকে। তবে প্রশিক্ষণে সফল হলে তার খরচ হিসেবে মিলবে ১০,০০০ টাকা। গত বাজেটেই এই ‘ন্যাশনাল স্কিল সার্টিফিকেশন অ্যান্ড মানিটরি রিওয়ার্ড’ প্রকল্পটি চালুর কথা জানিয়েছিলেন অর্থমন্ত্রী পি চিদম্বরম।এ জন্য চলতি অর্থবর্ষে ১,০০০ কোটি টাকা বরাদ্দ করেন তিনি। সম্প্রতি প্রকল্পটির উদ্বোধন করে চিদম্বরম বলেন, এর মাধ্যমে ২০২২ সালের মধ্যে দেশে বিভিন্ন শিল্পে ৫০ কোটি দক্ষ কর্মী গড়ে তোলাই লক্ষ্য।

শেয়ার বাজার বন্ধ
গণেশ চতুর্থী উপলক্ষে সোমবার বম্বে স্টক এক্সচেঞ্জ ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বন্ধ ছিল। সেই কারণে শেয়ার বাজার সূচক এ দিন প্রকাশিত হল না।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.