ইস্পাত-সহ বিভিন্ন শিল্পের জন্য অক্সিজেন সরবরাহ ও ইঞ্জিনিয়ারিং ব্যবসার পাশাপাশি স্বাস্থ্য ক্ষেত্রে নজর দিচ্ছে জার্মান বহুজাতিক লিন্ডের ভারতীয় শাখা সংস্থা। ২০০৬ সালে বি ও সি ইন্ডিয়া অধিগ্রহণ করার পর একশোটিরও বেশি দেশে ছড়িয়ে থাকা লিন্ডে গোষ্ঠী ভারতে ২৫০০ কোটি টাকারও বেশি লগ্নি করেছে। লিন্ডে ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর মলয় বন্দ্যোপাধ্যায় সম্প্রতি জানান, ছোট ও মাঝারি শহরের হাসপাতালগুলিতে অক্সিজেন সরবরাহ করার জন্য এ বার ছোট মাপের কারখানা তৈরির সিদ্ধান্ত নিয়েছে সংস্থা। তিনি বলেন, “শুধু অক্সিজেন সরবরাহ নয়। হাসপাতালে গ্যাসের লাইন বসানো ও রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে সরবরাহের যাবতীয় ব্যবস্থার দায়িত্ব আমরা নেব। ইতিমধ্যেই এ ধরনের পাইলট প্রকল্প রাজারহাটের টাটা ক্যানসার হাসপাতাল ও উডল্যান্ডসে চালু করেছি।” লিন্ডে গোষ্ঠীর মোট ব্যবসার ১০ শতাংশ স্বাস্থ্য ক্ষেত্র থেকেই আসে। ভবিষ্যতে এই ব্যবসার পরিমাণ বাড়বে বলে আশা সংস্থা কর্তৃপক্ষের।
|
সম্প্রতি ক্যানসার নিয়ে একটি আলোচনাচক্র হয়ে গেল চিত্তরঞ্জনের কস্তুরবা হাসপাতালে। হাজির ছিলেন কলকাতার ঠাকুরপুকুর ক্যানসার রিসার্চ হাসপাতালের চেয়ারম্যান অর্জন গুপ্ত ও ক্যানসার বিশেষজ্ঞ টি কে বিশ্বাস। তাঁদের দাবি, শিল্পাঞ্চলে ক্যানসারে আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে ক্যানসার সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে। অর্জনবাবুর দাবি, এ দেশে পুরুষদের মধ্যে ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হওয়ার সংখ্যা বেশি। অর্জনবাবু বলেন, “কোনও ব্যক্তি যদি লাগাতার ২০ বছর ধূমপান করেন তাহলে তাঁর সন্তানেরাও ক্যানসারে আক্রান্ত হতে পারেন।” এছাড়া মহিলাদের প্রায় ২৬ শতাংশ স্তন ক্যনসারে আক্রান্ত বলেও জানান তাঁরা। প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্তে ১৫ লক্ষ মানুষ ক্যানসারে আক্রান্ত হচ্ছেন এবং তিন লক্ষেরও বেশি মানুষের মৃত্যু হচ্ছে বলেও জানান এই দুই চিকিৎসক। অর্জনবাবু জানান, ঠাকুরপুকুর ক্যানসার রিসার্চ হাসপাতালে বিপিএল তালিকাভুক্তদের চিকিৎসার খরচ অর্ধেক নেওয়া হয়। শিল্পাঞ্চলের যে কোনও ক্যানসার আক্রান্ত রোগীকেই প্রয়োজনে ওই হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন তিনি।
|
চিকিৎসকের সামাজিক কর্তব্য তুলে ধরতে দুঃস্থদের জন্য স্বাস্থ্য শিবির করলেন মেদিনীপুর মেডিক্যালের পড়ুয়া ও জুনিয়র ডাক্তারেরা। রবিবার খড়্গপুরের পুরাতন বাজার সংলগ্ন একটি বস্তিতে ৬ জন জুনিয়র ডাক্তার, ১ জন প্যাথোলজিস্ট ও পড়ুয়া নিয়ে মোট ১২ জনের উদ্যোগে অনুষ্ঠিত হয় এই শিবির। সমাজের পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে আনতে ২০১১ সাল থেকেই তাঁরা বিভিন্ন কর্মসূচি নিয়ে আসছেন। কর্মসূচির নাম দিয়েছেন ‘স্বাভিমান’। ওই বছরই মেদিনীপুরের পোড়াবাংলোতে তাঁরা একটি স্বাস্থ্য শিবির করেন। তারপর থেকে প্রতিবছরই নিজেদের ব্যয়ে এই শিবির করে আসছেন তাঁরা। স্বামী বিবেকানন্দের আদর্শে তাঁরা গড়ে তুলেছেন ‘ন্যাশনাল ইউথ ডে সেলিব্রেশন কমিটি’। তাঁদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন মেদিনীপুর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সুকুমার মাইতি। শিবিরে স্বাস্থ্যপরীক্ষার পাশাপাশি বিনামূল্যে ওষুধও দেওয়া হয়। জুনিয়র ডাক্তার অমর্ত্যদীপ পাল, প্রিয়াঙ্কা সাহার কথায়, সাধারণ মানুষের কথা ভেবেই আমাদের এই উদ্যোগ। এ বছরেই জঙ্গলমহলের বেলপাহাড়িতেও শিবির করার ইচ্ছে রয়েছে।”
|
রাজস্থানের কিডনি রোগীদের জন্য সুখবর। মোহনদাস কর্মচন্দ গাঁধীর জন্মদিন অর্থাৎ ২ অক্টোবর থেকে সরকারি হাসপাতালগুলিতে সমস্ত কিডনি রোগীর ডায়ালিসিস হবে বিনামূল্যে। রাজ্যের মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়েছে। |