তৃণমূল নেতা ও তাঁর দলবলের বিরুদ্ধে নিগ্রহের অভিযোগ তুলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আগেই ইস্তফা দিয়েছিলেন। বরাবাজারের সেই বিক্রম টুডু মেমোরিয়াল কলেজে নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন কলেজেরই এক শিক্ষক চন্দ্রকান্ত পণ্ডা। শনিবার তিনি দায়িত্বভার নেন। সম্প্রতি ওই কলেজের আংশিক সময়ের কিছু শিক্ষকের সঙ্গে ক্লাস করা নিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আশিস নায়েকের সঙ্গে কথা কাটাকাটি হয়। সেই ঘটনার জেরে কলেজ পরিচালন সমিতির অন্যতম সদস্য তথা ব্লক যুব তৃণমূল সভাপতি চন্দন সিংহ মল্ল দলবল নিয়ে আশিসবাবুর উপর চড়াও হন বলে অভিযোগ ওঠে। যদিও চন্দনবাবু সে দিন কলেজে যাওয়ার কথা অস্বীকার করেন। কলেজ পরিচালন সমিতির সভাপতি তথা জেলা তৃণমূল সভাপতি শান্তিরাম মাহাতোর কাছেও এ নিয়ে অভিযোগ করেন আশিসবাবু। পরে তিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ থেকে অব্যাহতি চেয়ে শান্তিরামবাবুর কাছে ইস্তফাপত্র পাঠান।
|
বিজয় মিছিল সেরে ফেরার পথে পিকআপ ভ্যান উল্টে জখম হলেন ১৫ জন তৃণমূল কর্মী। রবিবার দুপুরে কাশীপুরের বেলেডাঙা সেতুর কাছে দুর্ঘটনাটি ঘটে। জখম এক জনকে কলকাতায় ও ছ’জনকে বাঁকুড়া মেডিক্যালে পাঠানো হয়।” বৃহস্পতিবার পথদুর্ঘটনায় জখম রঘুনাথপুর পুরসভার কর্মী পঞ্চানন ভট্টাচার্যের (৪৯) শনিবার মৃত্যু হয়।
|
দলের শীর্ষ নেতৃত্বের কাছে রাজ্য স্তরের সঙ্গে এ বার স্থানীয় গ্রামগুলির নানা বিষয় নিয়ে আন্দোলন করার প্রস্তাব দিলেন কংগ্রেসের নিচুতলার কর্মীরা। রবিবার পুরুলিয়ায় কংগ্রেসের পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক সাকিল আহমেদ খান ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের জয়ী ও পরাজিত প্রার্থী ও বুথস্তরের কর্মীদের নিয়ে বৈঠকে কর্মীরা দাবিটি তোলেন।
|
সুব্রত মুখার্জী ফুটবল টুর্নামেন্টে হয়ে গেল বাঁকুড়ায়। বাঁকুড়া জেলা চ্যাম্পিয়ান হল (অনূর্ধ্ব ১৪) রামসাগর হাইস্কুল ও (অনূর্ধ্ব ১৭) লক্ষ্মীসাগর হাইস্কুল। দু’টি বিভাগে মোট ২৩টি দল যোগ দেয়। শনিবার ফাইনাল খেলাগুলি হয়।
|