টোলগে বনাম ব্যারেটোর লড়াই কি আজ দেখতে পারবে যুবভারতী?
এক বছর বাদে আবার পেন-টোলগে জুটি কি যুবভারতীতে ফুল ফোটাবে?
ভবানীপুরের ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে কি আটকে দিতে পারবেন ব্রাজিলিয়ান স্টপার লুসিয়ানো?
রবিবার সকালে মহমেডান অনুশীলনে এ রকম অনেক প্রশ্নই ঘেরাফেরা করছিল। তবে টোলগে-জোসিমার-পাইতেদের পাওয়া গেল রীতিমতো হালকা মেজাজে। প্রথম পরীক্ষায় বসার আগের দিন ফুটবলারদের নরমে-গরমেই রাখলেন মহমেডান কোচ আবদুল আজিজ। অনুশীলন চলাকালীন কেউ ভুল করলে ধমক দিয়ে উঠলেন তো আবার কখনও মজার গল্প বলে পরিবেশ হালকা করার চেষ্টা করলেন। আর অনুশীলনের পর বলে দিলেন, “খেলাটা যেন ওরা উপভোগ করে। আমি কোনও রকম চাপ সৃষ্টি করতে চাই না।”
উলটো দিকে কলকাতা লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে মহমেডানের বিরুদ্ধে নামার আগে বেশ চাপেই রয়েছেন ব্যারেটোরা। গত ১৫ দিনে টানা ম্যাচ খেলার ফলে ফুটবলাররা ক্লান্ত হয়ে পড়েছেন। তার ওপর চোট-আঘাত সম্যসাও রয়েছে। চোটের জন্য ব্যারেটোও আজ পুরো ম্যাচ খেলতে পারবেন না। বিরক্ত চ্যাপম্যান এ দিন অনুশীলনের পর বলেই দিলেন, “কিছু ক্লাবের কথা শুনে আইএফএ যে সূচি তৈরি করেছে, এটা মানা যায় না। ফুটবলারদের ক্লান্তি, চোট-আঘাত কাটিয়ে ওঠারও কোনও সময় পাওয়া যাচ্ছে না।” |
ব্যারেটোকে রুখতে আজিজের তাস লুসিয়ানো।
রবিবার প্র্যাক্টিসে। ছবি: শঙ্কর নাগ দাস। |
চার প্রধানের মধ্যে মহমেডানই একমাত্র দল যারা কলকাতা লিগের প্রথম ম্যাচেই চার বিদেশিকে পাচ্ছে। তবে খেলাতে পারবে মাত্র দু’জনকে। সেই দু’জন বিদেশি কে তা নিয়ে সকাল থেকেই চলল নানা জল্পনা। ধোঁয়াশা রেখে দিলেন আজিজও। তবে ক্লাব সূত্রের খবর, আজ শুরু করবেন জোসিমার এবং লুসিয়ানো। পেন, টোলগে রিজার্ভ বেঞ্চে থাকবেন। পরিস্থিতি বুঝে টোলগে-পেনকে নামাতে পারেন আজিজ। এ দিন ব্যক্তিগত কারণে অনুশীলনে আসতে পারেননি মহমেডানের নাইজিরীয় মিডিও। টোলগেও পুরো অনুশীলন করেননি। মাঝে প্রায় পঁয়তাল্লিশ মিনিট মাঠের বাইরে বসে ছিলেন। প্র্যাকটিসের পর অবশ্য বললেন, “খেলার জন্য আমি প্রস্তুত। তবে কোচ ঠিক করবেন খেলাবেন কি না! আর লড়াইটা শুধু মাত্র আমার সঙ্গে ব্যারেটোর নয়। লড়াইটা এগারো জনের সঙ্গে এগারো জনের।’’
হালকা চোট থাকার কারণে ব্যারেটো এ দিন অনুশীলনে আসেননি। ফিজিও-র কাছে ট্রিটমেন্ট করিয়েছেন। আর বাড়িতে হালকা জিম করেছেন। এ দিন বিকেলে তাঁকে ফোনে ধরা হলে বললেন, “মহমেডান ব্যাল্যান্সড টিম। আমাদের সতর্ক থাকতে হবে। আমার হালকা চোট রয়েছে। খেলতে পারলে একশো শতাংশ দিয়ে দলকে জেতাতে চেষ্টা করব।”
আর ব্যারেটোকে আটকানোর দায়িত্ব যাঁর ওপর থাকছে সেই লুসিয়ানো ম্যাচের আগের দিন ছিলেন পুরো অ্যাটাকিং মেজাজে। ময়দানের তোতার প্রশংসা করলেও বলে দিলেন, “ব্যারেটো খুব ভাল প্লেয়ার। তবে ওকে আটকাতে আমরা তৈরি। কাল তিন পয়েন্ট পেতেই হবে।”
রবিবার ইস্টবেঙ্গল-কালীঘাট এমএস ম্যাচ ভেস্তে গেলেও মার্কোস ফালোপা ‘লেটার মাকর্স’ নিয়ে প্রথম দিন পাশ করে গিয়েছেন। এখন দেখার, প্রথম পরীক্ষায় আবদুল আজিজ কত নম্বর পান! |
সোমবার প্রিমিয়ার লিগে
মহমেডান : ভবানীপুর (যুবভারতী, ৪-০০) |