টুকরো খবর |
সাক্ষরতা দিবসে নানা অনুষ্ঠান জেলায় |
|
বিশ্ব সাক্ষরতা দিবসে খুদেদের নাটক। মেদিনীপুর জেলা পরিষদে রবিবার।—নিজস্ব চিত্র। |
বিশ্ব সাক্ষরতা দিবস উদ্যাপন হল পশ্চিম মেদিনীপুরেও। পদযাত্রা- সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালিত হয়। রবিবার সকালে মেদিনীপুর শহরে এক পদযাত্রা বেরোয়। পা মেলান জেলাশাসক গুলাম আলি আনসারি, দুই অতিরিক্ত জেলাশাসক পাপিয়া ঘোষ রায়চৌধুরী এবং বাসব বন্দ্যোপাধ্যায়, মহকুমাশাসক (সদর) অমিতাভ দত্ত, মেদিনীপুরের বিধায়ক মৃগেন মাইতি প্রমুখ। শহরের গাঁধী মূর্তি মোড়, কালেক্টরেট মোড় প্রভৃতি এলাকা ঘুরে জেলা পরিষদ ক্যাম্পাসে ফিরে এসে পদযাত্রা শেষ হয়। এরপর এক অনুষ্ঠানে একে একে বক্তব্য রাখেন জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, মহকুমাশাসক, বিধায়ক। সকলেই বক্তব্য রাখতে গিয়ে সাক্ষরতা কর্মসূচি এগিয়ে নিয়ে যাওয়ার কথা জানান। মেদিনীপুরের বিধায়ক যেমন বলেন, “বাবা- মায়েদের আরও সচেতন হতে হবে। ছেলেমেয়েদের স্কুলে পাঠাতে হবে।” পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। ছোট ছোট ছেলেমেয়েরা এই অনুষ্ঠান অংশগ্রহন করে। পরিবেশিত হয় নৃত্য, আবৃত্তি প্রভৃতি।
|
ভোটারদের সচেতনতায় মানববন্ধন |
|
স্ব-সহায়ক দলের সদস্যদের মানব-বন্ধন। রবিবার মেদিনীপুর কালেক্টরেটে রামপ্রসাদ সাউয়ের ছবি। |
ভোটারদের সচেতন করতে রবিবার কালেক্টরেট ক্যাম্পাসে ‘মানববন্ধন’ কর্মসূচি পালন করা হয়। স্ব-সহায়ক দলের মহিলারা এই কর্মসূচিতে যোগদান করেন। সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলাশাসক পাপিয়া ঘোষ রায়চৌধুরী, মহকুমাশাসক (সদর) অমিতাভ দত্ত, ওসি (ইলেকশন) বিশ্বরঞ্জন মুখোপাধ্যায় প্রমুখ। ভোটারদের সচেতন করতে বিভিন্ন কর্মসূচি করে জাতীয় নির্বাচন কমিশন। এটি তারই একটি। গত ২ সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। এখন তালিকা সংশোধনের কাজ চলছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ২০১৪ সালের ৬ জানুয়ারি। জেলায় ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে পুরুষদের থেকে মহিলারা কিছুটা পিছিয়ে। এমন কর্মসূচির মধ্য দিয়ে মহিলাদের মধ্যে আরও বেশি সচেতনতা গড়া যাবে বলেই মনে করছে কমিশন।
|
উৎসবের অডিশন |
ষষ্ঠ রাজ্য শিশু-কিশোর উৎসবের পশ্চিম মেদিনীপুর জেলা অডিশন হল রবিবার। মেদিনীপুর শহরের কলেজিয়েট স্কুল (বালিকা) ক্যাম্পাসে অডিশনের আয়োজন করা হয়। সব মিলিয়ে ১০টি বিভাগে প্রায় ৪০০ জন প্রতিযোগী যোগ দেয়। শিশু- কিশোর অ্যাকাডেমির উদ্যোগে এই উৎসব। এ বার উৎসবের আসর বসবে বাঁকুড়ার বিষ্ণুপুরে। ২০১৪ সালের ২-৮ জানুয়ারি। জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক কৌশিক নন্দী জানান, জেলাস্তরে যারা সফল হবে, তাদের নিয়েই রাজ্যস্তরের প্রতিযোগিতা হবে।
|
এবিটিএ-র সভা |
নিখিলবঙ্গ শিক্ষক সমিতির মেদিনীপুর গ্রামীণ আঞ্চলিক শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল শনিবার। সভাটি হয়, সমিতির জেলা দফতর গোলকপতি ভবনে। সভায় কেন্দ্রীয় সরকারের নয়া পেনশন নীতি, রাজ্য জুড়ে শিক্ষাঙ্গনে নৈরাজ্যের পরিবেশের তীব্র বিরোধিতা করা হয়। সভাপতিত্ব করেন সংগঠনের জোনাল কমিটির সভাপতি পুলকেশ ত্রিপাঠি। উদ্বোধনী বক্তব্য রাখেন রাজ্য কমিটির সদস্য গোবিন্দ খান। সম্পাদকীয় প্রতিবেদনের উপর আলোচনায় যোগ দেন ১০ জন প্রতিনিধি।
|
প্রীতি ক্রিকেট |
লেখক-শিল্পীদের নিয়ে প্রীতি ক্রিকেট ম্যাচ করল মেদিনীপুর লিটল ম্যাগাজিন অ্যাকাদেমি। রবিবার মেদিনীপুর তেঁতুলতলার মাঠে ওই খেলায় দ্বিজেন্দ্রলাল একাদশ হারিয়ে দেয় রবীন্দ্রনাথ একাদশকে। এ দিন মাঠে নামেন নির্মাল্য মুখোপাধ্যায়, প্রসূন পড়িয়া, ঋত্বিক ত্রিপাঠী, অভিনন্দন মুখোপাধ্যায়। সকলেই লিটল ম্যাগের সঙ্গে যুক্ত।
|
যুবকর্মী সম্মেলন |
যুব তৃণমূলের কর্মী সম্মেলন হল রবিবার। বিদ্যাসাগর হলে ওই সম্মেলন ছিলেন বিধায়ক তথা জেলা তৃণমূলের চেয়ারম্যান মৃগেন মাইতি, দলের জেলা কার্যকরী সভাপতি নির্মল ঘোষ, শালবনির বিধায়ক তথা যুব তৃণমূলের জেলা সভাপতি শ্রীকান্ত মাহাতো প্রমুখ। শহরের বিভিন্ন ওয়ার্ডের কর্মীরা সম্মেলনে যোগ দেন।
|
প্রতিষ্ঠা দিবস |
শহরের মেদিনীপুর কলেজিয়েট স্কুলের (বালক) প্রাক্তন ও বর্তমান শিক্ষক ও শিক্ষকর্মীদের সংগঠন ‘শিক্ষণী’র পঞ্চম বর্ষ প্রতিষ্ঠা দিবস উদ্যাপন করা হয় শনিবার। স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক ঋষি রাজনারায়ণ বসুর ১৮৮ তম জন্মদিবস ছিল ওই দিন। এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরিশচন্দ্র বেরা, স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক হরিপদ মণ্ডল, বর্তমান প্রধান শিক্ষক দিলীপ দাস প্রমুখ। সংগঠনের বার্ষিক মুখপত্রও প্রকাশিত হয়।
|
ফুটবল টুর্নামেন্ট |
পিবিআরসি ক্লাবের উদ্যোগে দিনরাতের ফুটবল টুর্নামেন্ট হল শনিবার। বার্জটাউন মাঠে এই টুর্নামেন্টে ১৬টি দল যোগ দেয়। ফাইনালে রয়্যাল ক্লাবকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কে এল অ্যাকাডেমি। রাতেই পুরস্কার বিতরণের আয়োজন করা হয়েছিল। টুর্নামেন্ট ঘিরে সাড়া পড়ে। উদ্যোক্তাদের বক্তব্য, খেলাধুলোর প্রসারেই তাদের এই উদ্যোগ।
|
ধৃত ডাকাত দল |
মাস দেড়েক আগে পাঁশকুড়ার গ্রামে এক গৃহস্থের বাড়িতে ডাকাতির ঘটনায় জড়িত অভিযোগে চার দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। শনিবার রাতে ডেবরার শ্যামচক থেকে তাদের ধরা হয়। ধৃত ইয়াকুব আলি, শেখ মনিরুল, শেখ ফিরোজ ও শেখ সানোয়ার আলির বাড়ি পাঁশকুড়া এলাকায়। রবিবার তাদের তমলুক আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজত হয়।
|
অপমৃত্যু |
সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় এক বধূর দেহ মিলল। মৃতের নাম রীতা দে (২৫)। রবিবার সকালে চন্দ্রকোনার গোবিন্দপুরে বাপেরবাড়ি থেকে পুলিশ তাঁর দেহটি উদ্ধার করে। দেড় মাস আগে রীতার সঙ্গে বিয়ে হয় গোঘাটের খাটুল গ্রামের শ্রীপতি দের। মনোমালিন্যের জেরে সম্প্রতি বাপের বাড়িতে চলে আসেন রীতাদেবী। |
|