টুকরো খবর
হাতির হানায় ক্ষতি মাপতে এ বার কমিটি
হাতির হামলায় এ বার ক্ষয়ক্ষতি নির্ধারণের জন্য পাঁচ সদস্যের কমিটি গঠন করা হচ্ছে বাঁকুড়া। শনিবার বাঁকুড়ার বেলিয়াতোড় বনবাংলোয় হাতির সমস্যা সংক্রান্ত একটি বৈঠকে বনমন্ত্রী হিমেন বর্মনের উপস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএফও বাঁকুড়া (উত্তর) সুধীরচন্দ্র দাস বলেন, “হাতির হানায় ক্ষতি বাড়ছে। ক্ষতিগ্রস্তদের ন্যায্য ক্ষতিপূরণ ঠিক করবে পাঁচ সদস্যের কমিটি। সংশ্লিষ্ট বিধায়কের প্রতিনিধি, পঞ্চায়েতের সদস্য ও বন সুরক্ষা কমিটির সদস্য নিয়ে ওই কমিটি গঠন করা হবে।” এতদিন স্থানীয় পঞ্চায়েত সদস্যেরা ক্ষয়ক্ষতির পরিমাপ করে বন দফতরের কাছে ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে সুপারিশ করতেন। ওই বৈঠকে হাতি-উপগ্রুত এলাকার বিধায়ক ও জেলার বনকর্তারা ছিলেন। বড়জোড়ার বিধায়ক আশুতোষ মুখোপাধ্যায় বলেন, “ফসলের ক্ষতি ও প্রাণহানি এড়াতে স্থানীয় স্তরে হুলাপার্টি গঠনের প্রস্তাবও দেওয়া হয়েছে।”

প্লাস্টিকের ক্যারিব্যাগ রুখতে কড়া পুরসভা
পুর-নিষেধাজ্ঞার পরেও ইসলামপুর শহরে প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহার চলছে বলে অভিযোগ। বাসিন্দাদের অভিযোগ, এতে বেড়ে চলেছে দূষণ। বিপর্যস্ত নিকাশি ব্যবস্থাও। বিভিন্ন মহলে পুর কর্তৃপক্ষ বিষয়টিতে নজর দিচ্ছে না কেন বুঝতে পারা যাচ্ছে না। পুর চেয়ারম্যান কানাইয়ালাল অগ্রবাল বলেন, “শহরে ক্যারিব্যাগ বন্ধ করার বিষয়ে প্রচারের মাধ্যেমে বাসিন্দাদের সচেতন করা হবে। আইন মোতাবেক কড়া ব্যবস্থা নেওয়া হবে।” বাসিন্দারা জানান, কেবল সচেতনতা বাড়িয়েই ক্যারিব্যাগ বন্ধ সম্ভব নয়। প্রয়োজন আইনি ব্যবস্থাও। মাছ থেকে সবজি বাজার সর্বত্র ক্যারিব্যাগের রমরমা। ২০১১ সালের ডিসেম্বর মাসে শহর জুড়ে প্রচার করে প্লাস্টিক ক্যারিব্যাগ বন্ধের ঘোষণা করে পুরসভা। প্রথমে তা বন্ধ হলেও ফের ধীরে ধীরে এর ব্যবহার বেড়েছে বলে অভিযোগ।

গাছ কাটার অভিযোগ
সমাজভিত্তিক বন সৃজনের শিশু, গামারের মত ১২টি গাছ বেআইনি ভাবে কেটে ফেলার অভিযোগে উঠেছে পাঁচ গ্রামবাসীর বিরুদ্ধে। শামুকতলা পঞ্চায়েতের বড় পুখুরিয়া গ্রামে ঘটনাটি ঘটেছে। পাঁচ গ্রামবাসীর বিরুদ্ধে শনিবার রাতে শামুকতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন গ্রাম পঞ্চায়েতের প্রধান। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। শামুকতলা গ্রাম পঞ্চায়েতের প্রধান গাব্রিয়েল হাঁসদা বলেন, “খাস জমির ওই গাছগুলি যে ভাবে কাটা হয়েছে তা মানতে পারছি না। অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। বিডিও, বন দফতরে জানানো হয়।” আলিপুরদুয়ার ২ বিডিও সজল তামাং বলেন, “ওই গাছগুলির মালিক গ্রাম পঞ্চায়েত। তাই বেআইনি ভাবে যারা গাছ কেটেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত এক গ্রামবাসী ললিত টুডু বলেন, “ওই গাছগুলি ২০ বছর আগে আমরাই লাগাই। ওই জমিতে কলেজ হবে। গ্রামবাসীরা সিদ্ধান্ত নিয়ে গাছগুলি কেটেছি। আমাদের দোষ কোথায়? ওই গাছ গুলি কাটতে হতই।”

হাতির পায়ে পিষ্ট
হাতির পায়ে পিষ্ট হয়ে মৃত্যু হল বছর এগারোর এক কিশোরের। রবিবার ঘটনাটি ঘটে রামনগর জেলার মাগাড়ি তালুক এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বন দফতরের কর্মীরা। শত চেষ্টাতেও জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি ওই কিশোরকে। হাতিটিকে তাড়িয়ে জঙ্গলে ফেরত পাঠানোর চেষ্টা চলছে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.