ন্যানোর ডিজেল মডেল বাজারে আসছে মার্চে
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
আগামী মার্চের শেষাশেষিই বাজারে ন্যানো গাড়ির ডিজেল সংস্করণ আনছে টাটা মোটরস। সাম্প্রতিক কালে ন্যানোর বিক্রি তলানিতে নেমে আসায়, এ বার ওই ডিজেল সংস্করণের হাত ধরেই ফের তার চাহিদা বাড়ানো যাবে বলে আশা প্রকাশ করেছেন সংস্থার এমডি কার্ল স্লিম। কারণ পেট্রোলের তুলনায় ডিজেলই আমজনতার পছন্দের জ্বালানি। পাশাপাশি, গাড়ি শিল্পে মন্দার ধাক্কা সামলে যাত্রী গাড়ির বাজার পুনরুদ্ধারেও টাটারা ডিজেল ন্যানোকেই হাতিয়ার করতে চাইছে। সংস্থার দাবি, নতুন প্রজন্মের নজর টানতে ওই মডেলে কিছু বৈশিষ্ট্যও যোগ করা হবে। প্রসঙ্গত, গত ২০০৯-এ তীব্র উন্মাদনা তৈরি করে বাজারে এসেছিল সারা বিশ্বের সব থেকে কম দামি এই গাড়ি। কিন্তু সংস্থাকে হতাশ করে গত ৩১ মার্চ শেষ হওয়া অর্থবর্ষে ন্যানোর বিক্রি পড়ে গিয়েছে প্রায় ২৭%।
|
কোল ইন্ডিয়ায় অনশন
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
বিভিন্ন দাবি- দাওয়া নিয়ে আন্দোলনে নামছে কোল ইন্ডিয়ার অফিসারদের সংগঠন। আজ সোমবার থেকে কোল ইন্ডিয়ার সদর দফতরের সামনে অনশনে বসছেন কোল মাইনস অফিসার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার সদস্যরা। সংগঠনের অভিযোগ, দু’বছর আগে দেওয়া প্রতিশ্রুতি পালন করেননি কর্তৃপক্ষ। ২০০৭ সালে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত হলেও তা এখনও পুরোপুরি বাস্তবায়িত হয়নি বলে তাঁদের অভিযোগ। অন্যান্য বকেয়া টাকাও অফিসাররা পাননি। একই সঙ্গে তাঁদের অভিযোগ, পদোন্নতির ক্ষেত্রেও রয়েছে অস্বচ্ছতা। সংগঠনের দাবি, আন্দোলনের পরের ধাপে শ্রমিক সংগঠনগুলিও যোগ দেবে।
|
ইউরোপের বাজার ধরতে উদ্যোগ
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
নতুন করে ভিডল লুব্রিক্যান্ট ইউরোপের বাজারে ছাড়বে টাইডওয়াটার অয়েল। রাষ্ট্রায়ত্ত সংস্থা অ্যান্ড্রু ইয়ুল-এর শাখা সংস্থাটির ম্যানেজিং ডিরেক্টর আর এন ঘোষাল সম্প্রতি বলেন, “অতীতে যেখানে ভিডলের ভাল বাজার ছিল, সেখানে আমরা পৌঁছতে চাই। যেমন জার্মানি, অস্ট্রিয়া, সুইৎজারল্যান্ড। সেপ্টেম্বর-অক্টোবরেই ইউরোপে ভিডল বিক্রি শুরু করতে পারব বলে আশা করছি।” সংস্থার চেয়ারম্যান কল্লোল দত্ত জানান, ২০১২-’১৩ অর্থবর্ষে সংস্থার আয় বেড়েছে ৭.৯৪%। কর পূর্ববর্তী মুনাফা বেড়েছে ৯.২৯%। |