ফাঁসি দেবেন কবে, অপেক্ষায় আছেন সাবির
সংবাদসংস্থা • করাচি |
তিন বছরে প্রায় দু’শো বন্দি প্রাণ হারিয়েছেন তাঁর হাতে। এই কাজের জন্য যথেষ্ট গর্বিত সাবির মাসিহ। লাহৌরের কোট লাখপত জেলের এক মাত্র ফাঁসুড়ে। কিন্তু এখন সে কথা বলতে ভাল লাগে না। কী করেই বা লাগবে। শেষ ফাঁসি দিয়েছেন সেই ২০০৮ সালে। তার পর থেকেই বেকার। ২০০৮ সালে প্রেসিডেন্ট হওয়ার পর পরই ফাঁসির উপর অলিখিত নিষেধাজ্ঞা জারি করেন জারদারি। তার পর থেকেই কার্যত বেকার হয়ে গিয়েছেন সাবির। তবে প্রতি মাসে নিয়ম করে বেতন নিয়ে আসেন। বাকি সময়টা কাটে পাশের কবরখানার কর্মচারীদের সঙ্গে গল্প করে। বললেন, “যে কাউকে দিয়ে এ কাজ করানো যায় না। যথেষ্ট বুকের পাটা লাগে। বাপ-ঠাকুরদা ফাঁসুড়ে ছিলেন। কাজে ঢোকার পরে প্রথম প্রথম মনে হত কী করে করব। তার পর মনে হল ভুল কাজ তো করছি না।” রবিবারই জারদারির প্রেসিডেন্ট পদের মেয়াদকাল শেষ হল। ফের ফাঁসি চালু হবে বলে আশা সাবিরের। তাই রোজ ফাঁসিকাঠে দড়ি পরানো অভ্যাস করে যাচ্ছেন পাকিস্তানের ‘নাটা মল্লিক’।
|
আমেরিকায় পড়ুয়া টানতে মেলা |
খাস মার্কিন মুলুকে ইঞ্জিনিয়ারিং, মেডিক্যাল বা সাধারণ বিজ্ঞান পড়ার সুলুকসন্ধান দিতে এগিয়ে এল আমেরিকারই বিভিন্ন সংস্থা ও বিশ্ববিদ্যালয়। আমেরিকার কোন বিশ্ববিদ্যালয়ে কোন পাঠ্যক্রম পড়ার সুযোগ আছে, কোথায় কেমন স্কলারশিপ মেলে সব কিছুর হদিস দিতে রবিবার কলকাতায় এক দিনের শিক্ষামেলার আয়োজন করেছিল দ্য ইউনাইটেড স্টেটস-ইন্ডিয়া এডুকেশনাল ফাউন্ডেশন এবং নিউ ইয়র্কের সংস্থা ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল এডুকেশন। যোগ দিয়েছিল ২৬টি মার্কিন বিশ্ববিদ্যালয়। |