এক তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক বৃদ্ধকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম বাবর আলি শেখ। রবিবার গ্রেফতার করা হয় তাকে। ওই বৃদ্ধ কালনা ১ ব্লকের নান্দাই পঞ্চায়েতের ঘুঘুডাঙা গ্রামের বাসিন্দা। ছাত্রীটির বাবা পুলিশকে লিখিত অভিযোগে এ দিন জানান, শনিবার সন্ধ্যায় তাঁর মেয়ে এক গ্রামবাসীর বাড়িতে কয়েক জন বন্ধুর সঙ্গে খেলছিল। সেই সময় ওই বৃদ্ধ বিস্কুট দেওয়ার নাম করে তাঁর মেয়েকে ধর্ষণের চেষ্টা করে। কালনা থানা সূত্রে জানা গিয়েছে, ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষা হবে। ধৃতের ছেলে নিয়ামৎ শেখের দাবি, তার বাবাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে।
|
এক ব্যক্তিকে বাড়ি থেকে উচ্ছেদ করার জন্য দীর্ঘদিন ধরে হুমকি দিচ্ছিলেন তাঁর প্রতিবেশী। কিন্তু তিনি না শোনায়, তাঁকে এবং তাঁর পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ উঠল ওই প্রতিবেশীর বিরুদ্ধে। রবিবার জামুড়িয়ার মিছিলডাঙালের ঘটনা। আক্রান্তদের তিন জনকে আসানসোল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই ব্যক্তি ট্যাক্সিচালক মুকেশ ভারতী গোঁসাই জানান, তাঁরা বেশ কয়েকটি পরিবার পাশাপাশি বসবাস করেন। তাঁদের প্রতিবেশী মন্নু পাসীরা দীর্ঘদিন তাঁদের ওই বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য হুমকি দিচ্ছিলেন। অভিযোগ, রবিবার সকালে হঠাৎ মন্নুবাবুরা তাঁদের বাড়িতে চড়াও হন। তাঁদের সঙ্গে যোগ দেয় স্থানীয় লক্ষ্মী সোরেন। মুকেশবাবুকে রিভলবারের বাট দিয়ে মারধর করা হয়। তাঁকে বাঁচাতে গিয়ে জখম হন তাঁর বাবা রামচন্দ্রবাবু, মা ও দিদা। অভিযোগ, মার খেয়ে জখম মুকেশবাবুর বোন ও অন্তঃসত্ত্বা স্ত্রী। পুলিশ তদন্ত করছে।
|
রাজ্যের পঞ্চায়েতের অস্থায়ী প্রযুক্তি কর্মীদের (এসটিপি) সম্মেলন আয়োজিত হল বর্ধমানে। ছিলেন বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মালদহ, হুগলি ও বর্ধমানের কর্মীরা। উপস্থিত প্রতিনিধিরা প্রতি মাসে তাঁদের নির্দিষ্ট বেতনের দাবি জানান। সম্মেলনে ছিলেন ভাতার ও মেমারির তৃণমূল বিধায়ক বনমালি হাজরা ও আবু হাসেম চৌধুরী। তাঁরা সমস্যাগুলি সমাধানের জন্য পঞ্চায়েত মন্ত্রীর সঙ্গে কথা বলার আশ্বাস দিয়েছেন।
|
পথ-দুর্ঘটনায় মৃত্যু হল এক কিশোরের। ঘটনাটি ঘটেছে রবিবার গলসির কুলগোরিয়ার কাছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম রাজু খাঁ (১৭)। সে পেশায় গ্যারাজ মিস্ত্রি। তার বাড়ি স্থানীয় সাঁকো এলাকায়। এ দিন একটি দশচাকার লরির ধাক্কায় মৃত্যু হয় তাঁর। ট্রাকের চালক ট্রাক-সহ গলসি থানায় আত্মসমর্পন করেছেন।
|
শিক্ষক দিবস উপলক্ষে একটি অনুষ্ঠান হল কালনার পুরশ্রী মঞ্চে। রবিবার ওই অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতী, দুঃস্থ ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। কালনার বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু এই অনুষ্ঠানের উদ্যোক্তা। অনুষ্ঠানে হাজির রাজ্যের মন্ত্রী রবিরঞ্জন চট্টোপাধ্যায় পড়ুয়াদের উদ্দেশ্যে বলেন, “শিক্ষাকে দেশ এবং দশের মধ্যে নিয়ে যেতে হবে।” |