টুকরো খবর |
ফের বাজেট বৈঠক শিলিগুড়ি পুরসভায়
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
বাজেট নিয়ে সুর বদলালেন শিলিগুড়ি পুরসভার মেয়র তথা কংগ্রেস নেত্রী মেয়র গঙ্গোত্রী দত্ত। শনিবার মেয়রের সঙ্গে আলোচনার পরে পুরসভার ২০১৩-১৪ আর্থিক বছরের বাজেট নিয়ে ফের আলোচনার প্রস্তুতি নিয়েছেন চেয়ারম্যান সবিতা অগ্রবাল। পুরসভা সূত্রের খবর, আগামী ১৪ সেপ্টেম্বর বাজেট কী ভাবে পাস করানো যায় তা নিয়ে সব দলের কাউন্সিলদের বৈঠকে ডাকা হয়েছে। অথচ গত ২৫ মার্চ বাজেট অধিবেশনের পরে মেয়র দাবি করেন, তা পাস হয়েছে। তৎকালীন চেয়ারম্যান তৃণমূলের নান্টু পাল বলেছিলেন, বাজেট পাস হয়নি। এ দিন পুরসভার তরফে ফের বাজেট পাস করানোর বৈঠক ডাকা হয়েছে শুনে কাউন্সিলর পদ থেকে সদ্য ইস্তফা দেওয়া নান্টু পালের অভিযোগ, “তা হলে ২৫ মার্চ মেয়র যে মিথ্যে বলেছিলেন, সেটা তো প্রমাণ হয়ে গেল।” মেয়র গঙ্গোত্রী দেবী বলেন, “নান্টুবাবু এখন পুরসভার কেউ নন। ওঁর কথার কোনও উত্তর দেব না।” তৃণমূলের তরফে কাউন্সিলর কৃষ্ণ পাল জানান, তাঁরা বৈঠকে যাবেন। বিরোধী দলনেতা নুরুল ইসলাম জানান, বৈঠকের ডার পেলে তাঁরা যাবেন।
|
বেআইনিভাবে মজুত জ্বালানি তেল উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
বেআইনি ভাবে মজুত করা প্রায় দেড় লক্ষ লিটার জ্বালানি তেল এবং তেলে ভেজাল মেশানোর সামগ্রী উদ্ধার করল পুলিশ। গত ১ সেপ্টেম্বর শিলিগুড়ির ইস্টার্ন বাইপাসের একটি গুদাম থেকে বেআইনিভাবে মজুত করা ওই তেল এবং ভেজাল সামগ্রী উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গুদামের মালিক কাজল সরকার পলাতক। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে একশো প্যাকেট বিশেষ রং-ও রয়েছে। এই রং নীল রঙের কেরোসিন তেলকে ডিজেলের রং-এ বদলে দেওয়ার কাজে লাগে। ওই রং মিশিয়ে প্রচুর পরিমাণে কেরোসিনকে ডিজেলের মত করে তা বিক্রি করা হয়েছে কিনা তা খতিয়ে দেখার জন্য কাজল সরকারের দুটি পাম্প সিল করে দেওয়া হয়েছে। তার নমুনা নিয়ে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রের খবর। জটিয়াকালি এবং চ্যাংরাবান্ধায় দুটি পাম্প রয়েছে। শিলিগুড়ির পুলিশ কমিশনার কারলিয়াপ্পন জয়রামন বলেন, “আমরা দুটি পাম্প সিল করে দিয়েছি। তার নমুনা পরীক্ষা করার জন্য পাঠিয়েছি। অভিযুক্ত পলাতক। তাকে খোঁজা হচ্ছে।” নর্থ বেঙ্গল পেট্রল ডিলার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শ্যামল পাল চৌধুরী বলেন, “পুলিশ নিয়ম মেনে পাম্পগুলিতে যায়নি বলে আমরা শুনেছি। সেটা নিয়ে পুলিশের কাছে আমরা জানতেও চেয়েছি। তবে কাজল সরকারের বিরুদ্ধে আর অন্য কোনও অভিযোগ রয়েছে কিনা আমার জানা নেই। সম্প্রতি কাজলবাবুর সঙ্গে যোগাযোগ হয়নি।”
|
পুলিশি নিরাপত্তায় বোর্ড গঠন বামেদের
নিজস্ব সংবাদদাতা • মালবাজার |
হাইকোর্টের নির্দেশে পুলিশি নিরাপত্তায় ব্লক অফিসে পৌঁছে, মালবাজার পঞ্চায়েত সমিতির বোডর্র্ গঠন করল বামফ্রন্ট সদস্যরা। বোর্ড গঠনের আগে তাঁদের ক্রমাহত হুমকি দেওয়া হচ্ছিল বলে পঞ্চায়েত সমিতির ২০ জন বাম সদস্য কলকাতা হাইকোর্টের একটি ‘রিট পিটিশন’ দাখিল করেন। তার প্রেক্ষিতেই বোর্ড গঠনের আগের দিন, গত শুক্রবার হাইকোর্ট বাম সদস্যদের নিরাপত্তা দিতে জেলা পুলিশ সুপারকে নির্দেশ দেয়। জলপাইগুড়ির জেলা পুলিশ সুপার অমিত জাভালগি বলেন, “কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ৩০ অগস্ট সমিতির বোর্ড গঠনের দিন সিপিএমের এক নির্বাচিত সদস্যের বিরুদ্ধে শ্লীলতাহানি এবং চুরির অভিযোগ থাকায় তাঁকে ধরা হলে সভার কাজ শুরু করতে দেওয়া হবে না বলে দাবি করে তৃণমূল। ওই দিন বোর্ড গঠন মুলতুবি করে দিয়ে এ দিন শনিবারে ফের বোর্ড গঠন হবে বলে প্রশাসন ঘোষণা করে।
|
পুলিশি নিরাপত্তায় বোর্ড গঠন বামেদের
নিজস্ব সংবাদদাতা • মালবাজার |
হাইকোর্টের নির্দেশে পুলিশি নিরাপত্তায় ব্লক অফিসে পৌঁছে, মালবাজার পঞ্চায়েত সমিতির বোডর্র্ গঠন করল বামফ্রন্ট সদস্যরা। বোর্ড গঠনের আগে তাঁদের ক্রমাহত হুমকি দেওয়া হচ্ছিল বলে পঞ্চায়েত সমিতির ২০ জন বাম সদস্য কলকাতা হাইকোর্টের একটি ‘রিট পিটিশন’ দাখিল করেন। তার প্রেক্ষিতেই বোর্ড গঠনের আগের দিন, গত শুক্রবার হাইকোর্ট বাম সদস্যদের নিরাপত্তা দিতে জেলা পুলিশ সুপারকে নির্দেশ দেয়। জলপাইগুড়ির জেলা পুলিশ সুপার অমিত জাভালগি বলেন, “কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ৩০ অগস্ট সমিতির বোর্ড গঠনের দিন সিপিএমের এক নির্বাচিত সদস্যের বিরুদ্ধে শ্লীলতাহানি এবং চুরির অভিযোগ থাকায় তাঁকে ধরা হলে সভার কাজ শুরু করতে দেওয়া হবে না বলে দাবি করে তৃণমূল। ওই দিন বোর্ড গঠন মুলতুবি করে দিয়ে এ দিন শনিবারে ফের বোর্ড গঠন হবে বলে প্রশাসন ঘোষণা করে।
|
সার্কিট বেঞ্চ নিয়ে আশ্বাস চন্দ্রিমার
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ নিয়ে হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে রাজ্যের মন্ত্রীদের একটি দল খুব শীঘ্রই দেখা করবেন বলে জানালেন আইনমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। শনিবার শিলিগুড়িতে জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশন ও সার্কিট বেঞ্চ দাবি আদায় সমন্বয় কমিটির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেবও উপস্থিত ছিলেন। জলপাইগুড়ির পাহাড়পুরে যেখানে সার্কিট বেঞ্চের স্থায়ী ভবন তৈরির কাজ শুরু হয়েছে, সেখানে আরও কিছু পরিমাণ জমি প্রয়োজন বলে আইনমন্ত্রী জানান। হাইকোর্টের প্রতিনিধি দলের পরিদর্শনের পরে এমনই রিপোর্ট দেন বলে সরকারের একটি সূত্রে জানা গিয়েছে। এ দিন আইনমন্ত্রী বলেন, “নির্মাণ কাজ নিয়ে জটিলতা কাটাতে প্রধান বিচারপতির সঙ্গে দেখা করে আলোচনা হবে।”
|
বিস্ফোরণে ধৃতদের বাড়িতে আগ্নেয়াস্ত্র
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
আলিপুরদুয়ার বোমা বিস্ফোরণ কাণ্ডে জড়িত থাকার অভিযোগে ধৃত মেনকা রায় এবং গৌরাঙ্গ রায়ের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি দেশি রিভালবার এবং ৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। শনিবার ধৃত দু’জনকে আলিপুরদুয়ার মহকুমা আদালতে পেশ করে পুলিশ বন্দুক ও গুলি উদ্ধারের কথা পুলিশ জানিয়েছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, গত বুধবার রাতে মেনকার রায়ের বানারহাটের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি বন্দুক এবং তিন রাউন্ড গুলি উদ্ধার হয়েছে, অন্যদিকে গত শুক্রবার রাতে ময়নাগুড়িতে গৌরাঙ্গ রায়ের বাড়িতে তল্লাশি চালিয়ে চারটি গুলি উদ্ধার করা হয়েছে। যদিও অভিযুক্তদের আইনজীবীর তরফে, পুলিশের ওই দাবিকে মিথ্যে বলে অভিযোগ করা হয়েছে। শনিবার ধৃতদের ৭ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
|
স্ত্রী’কে খুনের দায়ে কারাদণ্ড
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
পণের দাবিতে স্ত্রীকে খুনের অপরাধে স্বামীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল রায়গঞ্জের ফাস্ট ট্র্যাক আদালত। শনিবার অভিযুক্ত রায়গঞ্জের বলাইগাঁও এলাকার বাসিন্দা পেশায় দুধ ব্যবসায়ী লক্ষ্মণ মণ্ডলকে ওই সাজা দেন বিচারক তপনকুমার মণ্ডল। ২০০০ সালের ফেব্রুয়ারিতে ৩২ বছর বয়সী লক্ষণের সঙ্গে রায়গঞ্জের খরমুজাঘাট এলাকার বাসিন্দা লক্ষ্মী রায়ের বিয়ে হয়। ২০০২ সালের ১৩ অক্টোবর শ্বশুরবাড়িতেই বিষক্রিয়ায় লক্ষ্মীদেবীর মৃত্যু হয়। লক্ষ্মীদেবীর বাবা রামসেগুনবাবু রায়গঞ্জ থানায় লক্ষ্মণ মণ্ডলের বিরুদ্ধে নির্যাতন চালিয়ে মেয়েকে খুন করার অভিযোগ দায়ের করেন।
|
টোল গেটে ভাঙচুর
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ অন্যায়ভাবে কর আদায় করছে, এই দাবি তুলে নৌকাঘাটের সামনে তৃতীয় মহানন্দা সেতুর মুখে থাকা টোল গেটে ভাঙচুরের অভিযোগ উঠল অটোচালকদের বিরুদ্ধে। নিউ জলপাইগুড়ি ফাঁড়িতে একটি অভিযোগ দায়ের করা হয়। অটোচালকদের পক্ষে অভিযোগ অস্বীকার করা হয়েছে।
|
মিলল নিখোঁজের দেহ
নিজস্ব সংবাদদাতা • চাঁচল |
ফুলহার নদীতে নৌকা উল্টে জলে তলিয়ে যাওয়ার চার দিন বাদে শনিবার সকালে ভেসে উঠল যুবকের দেহ। রতুয়ার ত্রিলোচনটোলার বাসিন্দা বেদান্ত মণ্ডল (২৬) গত বুধবার নৌকায় আসবাব পত্র চাপিয়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময় নৌকা উল্টে তলিয়া যান। শনিবারও ফুলহার নদীর জল ছিল বিপদসীমার উপরে। |
|