|
|
|
|
|
|
|
নজরদার |
|
কাকের বাসা, বিড়ালের খাবার |
আমাদের বাগানের একটি আম গাছে দুটো কাক ঠোঁটে করে খড়কুটো নিয়ে এসে সুন্দর একটি বাসা বানিয়েছে। সে দিন দোতলার ছাদে গিয়েছি দাদুর সঙ্গে। দেখি কাকের ওই বাসাটিতে হাল্কা আকাশি রঙের দুটো ডিম রয়েছে। কৌতূহল মেটাতে রোজ ছাদে উঠি, আর ডিম দু’টিকে লক্ষ করি। পরে এক দিন দেখি, ডিম ফুটে দুটো লাল টকটকে বাচ্চা বেরিয়েছে। গায়ে একটি-দু’টি লোম, কিন্তু চোখ নেই। এক দিন পোষা মেনি বিড়ালটাকে দাদু কিছু খাবার খেতে দিয়েছে বাইরের চাতালে। একটি কাক এসে মেনিকে ছোঁ মেরে বিরক্ত করছে, কিছুতেই খেতে দিচ্ছে না। যেই ভয় পেয়ে মেনি সরে যাচ্ছে, অমনি কাকটি ঠোঁটে করে কিছু খাবার তুলে নিয়ে উড়ে যাচ্ছে। তাকিয়ে দেখি কাকটি খাবারটা বাসায় নিয়ে গিয়ে বাচ্চা দু’টিকে খাওয়াচ্ছে। দেখলাম, কাকটি নিজে কিন্তু কিছুই খেল না, সবই তার বাচ্চাদের খাওয়াল।
মঞ্জিমা চক্রবর্তী। দ্বিতীয় শ্রেণি, নব নালন্দা শিশু বিদ্যাপীঠ, মধ্যমগ্রাম |
|
|
নীলকণ্ঠ পাখির রোজনামচা |
বাড়ির সামনে রাস্তার তারে বা কখনও পাঁচিলে রোজ দু’টি নীলকণ্ঠ পাখি বসে থাকে। হাল্কা ও গাঢ় নীল রঙের তাদের শরীরে। বুকের কাছে অল্প খয়েরি রং। গঠন অনেকটা শালিক পাখির মতো। কিন্তু মাথাটা বড় ও ঠোঁট বেশ শক্ত। প্রায়ই দেখি, বসে থাকতে থাকতে হঠাৎ মাটিতে নেমে পোকামাকড় নিয়ে তারে বসে খাচ্ছে। এক দিন দেখি, পাখি দু’টি ঠোঁটে করে সব্জির খোসা নিয়ে পাশের বাড়ির দেওয়ালের ফোকরে ঢুকল, আবার খালি ঠোঁটে কোথায় উড়ে গেল। আবার দেখি, দু’জনে মুখে করে ছেঁড়া ন্যাকড়া নিয়ে আবার ফোকরে ঢুকল। বুঝলাম ওরা বাসা তৈরি করছে। কোনটি নীলকণ্ঠ আর কোনটি নীলকণ্ঠ-বউ বোঝা যায় না। দু’জনেই এক রকম দেখতে। এক জন ডাকলে ঠিক অন্য জন ঠোঁট নেড়ে ডাকে। বেশ কিছু দিন পরে দেখি ওদের সঙ্গে তারে বসে আছে চারটি নীল রঙের ওদের বাচ্চা। বাচ্চাগুলো ওদের মা-বাবার সঙ্গে ওড়া ও শিকার করা শিখছে।
অর্ণব চোংদার। পঞ্চম শ্রেণি, বরানগর রামকৃষ্ণ মিশন আশ্রম উচ্চ বিদ্যালয় |
|
|
চার পাশে যে না-মানুষরা ঘুরছে-ফিরছে, তাদের সঙ্গে ভাব জমে তোমার? যদি বাড়িতে
থাকা টিকটিকি, পাড়ার পাজির পাঝাড়া ভুলো কুকুর, গাছের গোড়ায় বাসা বাঁধা উইপোকা,
অ্যাকোয়ারিয়ামের লাল টুকটুকে মাছ, বা এ রকম অন্য কোনও ঘনিষ্ঠ প্রতিবেশীর রোজকার
জীবনে মজার কিছু খুঁজে পাও, চটপট লিখে পাঠিয়ে দাও আমাদের। খামের উপরে লেখো: |
নজরদার,
রবিবারের আনন্দমেলা,
আনন্দবাজার পত্রিকা,
৬, প্রফুল্ল সরকার স্ট্রিট,
কলকাতা ৭০০ ০০১ |
|
|
|
|
|
|
|
|
|