টুকরো খবর
সব দিক দেখেই নওয়াজের সঙ্গে বৈঠক: মনমোহন
পাক প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে সে দেশের নেতৃত্বের উপরে চাপ তৈরির কৌশল নিলেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। এ মাসের শেষে রাষ্ট্রপুঞ্জে সাধারণ অধিবেশন। তারই ফাঁকে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে মনমোহনের বৈঠকটি শেষ পর্যন্ত হবে বলেই কূটনৈতিক সূত্রের খবর। কিন্তু ওই বৈঠক নিয়ে প্রধানমন্ত্রী আজ কড়া বার্তা দিলেন পাকিস্তানকে। সাংবাদিকদের তিনি জানান, নওয়াজ শরিফকে তিনি সম্মান করেন। ক্ষমতায় এসে তিনি যে ভারত সম্পর্কে ইতিবাচক সঙ্কেত দিয়েছেন, তাতেও তিনি খুশি। কিন্তু বৈঠকে বসার আগে সব দিক খতিয়ে দেখে তবেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনি। এর কারণও ব্যাখ্যা করেছেন মনমোহন। তাঁর কথায়, “আমি বারবারই বলে আসছি, বন্ধু বেছে নেওয়া যায়। প্রতিবেশীর ক্ষেত্রে সেই সুযোগ থাকে না। কিন্তু কঠোর ও রুক্ষ বাস্তবটাকেও দেখতে হবে। সন্ত্রাসবাদী কার্যকলাপ যদি বন্ধ না হয়, যদি সন্ত্রাসবাদী কণ্ঠগুলি স্বাধীন ভাবে ঘুরে বেড়ায়, মুম্বই হামলার সঙ্গে যুক্ত ব্যক্তিদের যদি শাস্তি না দেওয়া হয় তা হলে সিদ্ধান্ত আসার আগে এই সব দিক হিসেবের মধ্যে রাখতে হবে।”

অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী টোনি অ্যাবট
লেবার পার্টির ছ’বছরের শাসনের অবসান ঘটিয়ে অস্ট্রেলিয়ার ক্ষমতা দখল করল লিবারাল-ন্যাশনাল জোট। আর দেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন ওই জোটের নেতা টোনি অ্যাবট। শনিবার ভোটের এই ফল ঘোষণার পরেই রাজনীতি থেকে অবসর নিলেন অস্ট্রেলিয়ার একমাত্র মহিলা প্রধানমন্ত্রী জুলিয়া জিলার্ড। ২০১০-এ কেভিন রুডকে সরিয়ে প্রধানমন্ত্রী হন জিলার্ড। চলতি বছরের জুনে তাঁকে সরিয়ে ফের ক্ষমতায় ফেরেন রুড। এর পর হয় নির্বাচন। তাতে প্রার্থী হিসেবেও দাঁড়াতে চাননি জিলার্ড। সেই সময় থেকেই চলে যান লোকচক্ষুর আড়ালে।

মুক্ত মহিলা সাংসদ
তালিবানি কবল থেকে মুক্তি পেলেন অপহৃত আফগান মহিলা সাংসদ। তালিবানের একটি গোষ্ঠী শনিবার দাবি করেছে, তাদের যোদ্ধাদের যে ছয় আত্মীয়কে আফগান পুলিশ গ্রেফতার করেছিল, তাদের মুক্তির বিনিময়েই ছাড়া পেয়েছেন ফারিবা আহমদি কাকর নামে ওই সাংসদ। ঘটনার সত্যতা জানতে গজনী এবং কাবুলের অফিসারদের সঙ্গে অবশ্য যোগাযোগ করা যায়নি। গত মাসে ফারিবা এবং তাঁর তিন সন্তানকে গজনীর একটি হাইওয়ে থেকে অপহরণ করেছিল জঙ্গিরা। পরে সন্তানদের ছেড়ে দেওয়া হলেও আটকে রাখা হয় ফারিবাকে।

সোমালিয়ায় হত আঠারো
বিস্ফোরণে নিহত হলেন কমপক্ষে ১৮ জন। শনিবার সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে। প্রথম বিস্ফোরণটি ঘটে একটি থিয়েটার হলের কাছে গাড়ি রাখার জায়গায়। সেখানে একটি গাড়িতে বোমা রাখা ছিল। মিনিট খানেক পরে আর একটি আত্মঘাতী বিস্ফোরণ ঘটে। প্রথম বিস্ফোরণের আতঙ্কে মানুষজন যখন ছুটোছুটি করছেন, তখন সেই ভিড়ের মধ্যে এক জঙ্গি নিজেকে উড়িয়ে দেয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.