টুকরো খবর
বানের জলে ভাসল দু’জন
জলের তোড়ে ভেসে গেল দুই কিশোর। বৃহস্পতিবার দুপুরে রানিনগর থানার বর্ধনপুর গ্রামের ঘটনা। পুলিশ জানিয়েছে সফিকুল ইসলাম (১৩) নামে একজনের দেহ মিলেছে। সে বাবলাবনা এমএসকে বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। নিখোঁজ রয়েছে শাহ আলম নামে এক কিশোর। পুলিশ জানিয়েছে নিখোঁজের খোঁজে তল্লাশি চলছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন ওই দুই কিশোর-সহ তিনজন নিজেদের গ্রাম থেকে রানিনগর এলাকার বন্যা পরিস্থিতি দেখতে গিয়েছিল। সেই সময় হাঁটু সমান জল পেরিয়ে যাওয়া সময় হঠাৎই জলের তোড়ে ভেসে যায় তিনজনই। নূর আলম নামের আরেক কিশোর সাঁতরে উঠলেও বাকি দু’জন পারেনি। পরে সফিকুলের দেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে নিখোঁজ শাহ আলমের তল্লাশি শুরু হয়েছে।

লগ্নি সংস্থার দুই অংশীদার গ্রেফতার
একটি অর্থলগ্নি সংস্থার দুই অংশীদারকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, বুধবার রাতে নদিয়ার গাংনাপুর বাজার থেকে বিপুল দত্ত ও কাশীনাথ পাল নামে এই দু’জনকে ধরা হয়। রানাঘাটের এসডিপিও আজহার এ তৌসিফ বলেন, “আমানতকারীদের অভিযোগের ভিত্তিতে দু’জনকে ধরা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।” পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আমানতকারীদের থেকে লক্ষাধিক টাকা সংগ্রহ করেছিলেন ওই লগ্নি সংস্থার এজেন্টরা। বারবার টাকা ফেরত চাইলেও তা পাওয়া যাচ্ছিল না। এরপরই আমানতকারীরা ওই লগ্নি সংস্থার ৬জন অংশীদারের নামে অভিযোগ দায়ের করে। ঘটনার তদন্তে নেমে পুলিশ দু’জনকে গ্রেফতার করে। বাকিদের খোঁজে তল্লাশি হয়েছে।

শ্লীলতাহানির চেষ্টা, গ্রেফতার
স্কুলের ভিতরে ঢুকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে পুলিশ একাদশ শ্রেণির এক ছাত্রকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শান্তিপুরের হিন্দু হাই স্কুলের ছাত্র সৌরভ মণ্ডলের বাড়ি শহরের বাগদেবীপুর এলাকায়। বৃহস্পতিবার কয়েকজন সহপাঠীকে জুটিয়ে সে পাশের রবীন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুলের ভিতরে ঢোকে। অভিযোগ, সিঁড়িতে ওঠার সময় সৌরভ ও তার সঙ্গীরা নবম শ্রেণির জনা কয়েক ছাত্রীর হাত ধরে টানাটানি করতে করতে সটান তিন তলায় উঠে যায়। লাঞ্ছিতা ছাত্রীরা চিৎকারে সকলে ছুটে আসেন। হট্টগোলের মধ্যে সঙ্গীরা পালালেও ধরা পড়ে যায় সৌরভ। তাকে আটকে রেখে প্রধান শিক্ষক শান্তিময় হালদার পুলিশকে খবর দেন। পুলিশ শান্তিময়বাবুর দায়ের করা অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করে সৌরভকে।

ভাইপোকে খুনের অভিযোগ
ভাইপোকে খুনের অভিযোগ উঠল কাকার বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে হোগলবেড়িয়ার নতুন চামনা গ্রামের এই ঘটনায় মৃতের নাম সুজিত বিশ্বাস (৩০)। সুজিতের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে পুলিশ মৃতের কাকা শ্রীদাম বিশ্বাসকে গ্রেফতার করেছে। তেহট্টের এসডিপিও সুনীল সিকদার বলেন, “প্রাথমিক তদন্তে অনুমান জমি নিয়ে পারিবারিক বিবাদের জেরে এই খুন।” বৃহস্পতিবার সকালে জমিতে চাষের কাজ করছিলেন সুজিত। আচমকাই হাঁসুয়া নিয়ে ভাইপোর উপর চড়াও হয় শ্রীদাম। মৃতের স্ত্রী সবিতা বিশ্বাস বলেন, “পুকুর নিয়ে দীর্ঘদিনের বিবাদ। তা নিয়ে এ দিন কোনও ঝামেলা হয়নি।” পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

দুর্ঘটনায় মৃত্যু
বুধবার রাতে বাসের ধাক্কায় মৃত্যু হল সুমারি দাস (৫৫) নামে এক ব্যক্তির। তাঁর বাড়ি কান্দির বহড়া গ্রামে। বুধবার রাতে কান্দির দোহালিয়া মোড়ে একটি বাস তাঁকে ধাক্কা মারে। পুলিশ চালক-সহ গাড়িটিকে আটক করেছে। অন্য দিকে, এ দিনই বড়ঞার হরিমাটির মোড়ে ট্রাকের ধাক্কায় মারা গিয়েছেন বামা চরন বাগদি (৫৫) নামে এক ব্যক্তি। তিনি রোজখাড়া গ্রামের বাসিন্দা।

ধৃত স্কুলছাত্র
স্কুলে ঢুকে এক ছাত্রীকে শ্লীলতাহানি করার অভিযোগে একাদশ শ্রেণির এক স্কুল পড়ুয়াকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার শান্তিপুরের ঘটনা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.