|
|
|
|
শিক্ষক দিবসে সংস্কৃত নাটকে শ্রদ্ধাঞ্জলি |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
গুরু দ্রোণাচার্য আর শিষ্য একলব্যের কাহিনী। ‘গুরুদক্ষিণা’ নাটকে প্রাচীন এই চরিত্র ফুটিয়ে তুলেই শিক্ষক দিবসে শ্রদ্ধা জানালেন তমলুকের হ্যামিল্টন হাইস্কুলের পড়ুয়ারা। সংস্কৃত ভাষায় পরিবেশিত এই নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করে আট পড়ুয়া। বিদ্যালয়ের শিক্ষক সুশীলরঞ্জন মাইতি বলেন, “গুরুর প্রতি তাঁর শিষ্যের কৃতজ্ঞতার যে কাহিনী এই নাটকে তুলে ধরা হয়েছে, তার গভীরতা বোঝাতে সংস্কৃত ভাষায় অভিনয় করেছে ছাত্ররা। ওদের এই প্রয়াসে আমরা অভিভূত।” পাশপাশি বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা জানানো হয় ছাত্রদের তরফে। স্কুলে ক্লাস নেন উঁচু ক্লাসের ছাত্ররা। স্কুলের অস্থায়ী স্টাফরুম থেকে চক-ডাস্টার হাতে নিয়ে রীতিমত হন্তদন্ত হয়ে সপ্তম শ্রেণিতে ইংরেজি পড়াতে যাচ্ছিলেন অভ্রনীল হালদার। অভ্রনীল বলে, “শিক্ষক হিসেবে আমি ওদের কতটা বোঝাতে পারছি জানি না। শিক্ষক দিবসের গুরুত্ব কিছুটা বুঝতে পেরেছি।” হ্যামিল্টন হাইস্কুলের প্রধান শিক্ষক সোমনাথ মিশ্র বলেন, “এ বার আমন্ত্রণ পত্র থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরো পরিকল্পনা ছাত্রদের। আমরা খুশি।” এ দিন হ্যামিল্টন হাইস্কুলের প্রাথমিক বিভাগেও পড়ুয়ারা শিক্ষক হিসেবে ছাত্র-ছাত্রীদের ক্লাস নেন। এরপর বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠান হয়। |
|
তমলুকের হ্যামিল্টন স্কুলে এক দিনের ছোট্ট প্রধান শিক্ষকের মাল্যদান। ছবি: পার্থপ্রতিম দাস। |
এ দিনই কাঁথি দেশপ্রাণ ব্লকের মুকুন্দপুরে ভূপেন্দ্র প্রাথমিক বিদ্যালয়ে তৃণমূল শিক্ষা সেলের পক্ষ থেকে শিক্ষক দিবস পালন করা হয়। শিক্ষা সেলের সম্পাদক বলাই পয়ড়্যা জানান, অনুষ্ঠানে সাত জন অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষককে সংবর্ধনা জানানো হয়েছে। কাঁথি শিক্ষা নিকেতনে কাঁথি মহকুমা নার্সারি স্কুল অ্যাসোসিয়েশন অনুষ্ঠান করে। শিক্ষক দিবস উপলক্ষে দিঘা দেবেন্দ্রলাল জগবন্ধু হাইস্কুলে প্রবীন শিক্ষক পঞ্চানন সাহুকে সংবর্ধনা দেওয়া ছাড়াও ছাত্রদের নবীনবরণ অনুষ্ঠান হয়।
এ দিন সুতাহাটা সুবর্ণজয়ন্তী হলে অনুষ্ঠান করে তৃণমূলের প্রাথমিক শিক্ষক সংগঠন। অনুষ্ঠানের উদ্বোধন করেন রামপুর বিবেকানন্দ মিশন আশ্রমের সাধারণ সম্পাদক স্বামী বিশ্বনাথানন্দ। উপস্থিত ছিলেন সাংসদ শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে কয়েকজন অবসরপ্রাপ্ত শিক্ষককে সংবর্ধনা দেওয়া হয়। দুঃস্থ ছাত্রছাত্রীদের দেওয়া হয় খাতা, ব্যাগ।
পটাশপুর ২ ব্লকের সমসপুর বালিকা বিদ্যালয়ে এ দিন থ্যালাসেমিয়া সচেতনতা শিবির হয়। অনুষ্ঠানে শিক্ষিকাদের পাশাপাশি গত বছরের মাধ্যমিকের কৃতী ২৩ জন ছাত্র-ছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয়। এগরা ঝটুলাল হাইস্কুলে এ দিন স্কুলের ছাত্র-ছাত্রীরাই প্রথম চারটি ক্লাসে পড়ানোর দায়িত্ব নেয়। পরে এক অনুষ্ঠানে স্কুলের প্রধান শিক্ষক চন্দন শিট সর্বপল্লি রাধাকৃষ্ণণের জীবন নিয়ে আলোচনা করেন। |
|
|
|
|
|