নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে বৃহস্পতিবার ‘শিক্ষক দিবস’ পালিত হল হাওড়া ও হুগলিতে। উদয়নারায়ণপুরে সোনাতলা মিলন সঙ্ঘ ও রাজীব গাঁধী পিটিটিআই বেসিক ট্রেনিং কলেজের যৌথ উদ্যোগে সর্বপল্লি রাধাকৃষ্ণণের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। উদয়নারায়ণপুরের ১০ জন অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষককে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠান হয় পাঁচলার গঙ্গাধরপুর স্কুল, কলেজ ও বিএড কলেজের উদ্যোগেও। ছাত্রীরা শিক্ষিকাদের রাখি পরায় উলুবেড়িয়ার বাণীবন উচ্চবালিকা বিদ্যালয়ে। গোঘাটের সন্তা-মদিনা হাইস্কুলে শিশু সংসদের পরিচালনায় নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
|
অস্ত্র সরবরাহ করতে এসে পুলিশের হাতে ধরা পড়ল এক অস্ত্র ব্যবসায়ী-সহ ছয় দুষ্কৃতী। ধৃতদের নাম দিবাকর নস্কর, অনুপ মালাকার, গৌরীশঙ্কর বারিক, তরুণ চক্রবর্তী, মনোজিৎ রায়। দিবাকরের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে। বাকিরা হুগলির বাসিন্দা। এরা কুখ্যাত দুষ্কৃতী রমেশ মাহাতোর সঙ্গী ছিল বলে জানায় পুলিশ। তাদের কাছ থেকে মেলে গাঁজা, আগ্নেয়াস্ত্র, গুলি, মোটর বাইক। বৃহস্পতিবার শ্রীরামপুর, রিষড়া, ডানকুনির পুলিশ যৌথ অভিযান চালায় বলে জানান হুগলির পুলিশ সুপার সুনীল চৌধুরী ।
|
শনিবার গ্রন্থাগার দিবস উপলক্ষে আরামবাগের মায়াপুর অরবিন্দ পাঠাগারের উদ্যোগে পথসভার আয়োজন করা হয়। গ্রামে ঘুরে মানুষকে পাঠাগারমুখী করার প্রচারও চলে। গ্রন্থাগারিক বিভাংশু দত্ত জানান, পাঠাগারটিকে সমৃদ্ধ করতে গ্রামে ঘুরে বই সংগ্রহের কাজ হচ্ছে। |