দুর্গাপুরে ইঞ্জিনিয়ারিং কলেজে ছাত্র সংঘর্ষ |
গত কাল রাতে দুর্গাপুরের একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে প্রথম বর্ষের ছাত্রদের মারধরের অভিযোগ উঠল কলেজেরই তৃতীয় ও চতুর্থ বর্ষের ছাত্রদের বিরুদ্ধে। ঘটনায় অভিযুক্ত ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, গত কাল রাত ১২টা নাগাদ হস্টেলের বিদ্যুত্ চলে যায়। সেই সময় অন্ধকারের সুযোগ নিয়ে প্রথম বর্ষের কিছু ছাত্র তৃতীয় ও চতুর্থ বর্ষের কিছু ছাত্রদের গালিগালাজ করে। তার পরই ওয়ার্ডেনের উপস্থিতিতেই প্রথম বর্ষের ছাত্রদের উপর চড়াও হয় অভিযুক্তরা। ঘটনায় ৩ জন গুরুতর আহত হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
|
হাবরায় সিপিএম কর্মীর দেহ উদ্ধার |
গত কাল রাতে হাবরায় এক সিপিএম কর্মীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, স্থানীয় এক দুষ্কৃতী সুব্রত দাসের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ওই সিপিএম কর্মী। পরে সেই বচসা মারমারির আকার নেয়। মৃত ওই কর্মীকে প্রচণ্ড মারধর করে সুব্রত। ইট দিয়ে মাথা থেঁতলে দেয়। বাড়ির লোকজন খবর পেয়ে আহত অবস্থায় তাঁকে হাবরা বাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। স্থানীয় সিপিএম নেতৃত্ব এই খুনের জন্য সরাসরি তৃণমূলকে দায়ী করেছে। তাদের বক্তব্য, সামনে পুরসভা নির্বাচন। এলাকায় সন্ত্রাসের আবহ তৈরি করতেই খুনের রাজনীতি করছে তৃণমূল। অপর দিকে, অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তাদের বক্তব্য, সিপিএম আশ্রিত দু’দল দুষ্কৃতীদের মধ্যে মারামারির জেরে এই খুন। এর সঙ্গে রাজনীতি বা তৃণমূলের কোনও সম্পর্ক নেই। এই ঘটনার প্রতিবাদে আজ সন্ধ্যায় দেহ নিয়ে মিছিল করবে সিপিএম নেতৃত্ব। আগামী কাল হাবরা পুরসভা অঞ্চলে ১২ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে সিপিএম।
|