টুকরো খবর
আলুর ট্রাকের ধাক্কায় তিন শ্রমিকের মৃত্যু ট্রাক্টর উল্টে
আলিপুরদুয়ারের আমতলা এলাকায় এই দুর্ঘটনায় জখম
হন ১৬ জন শ্রমিকও। ছবিটি তুলেছেন নারায়ণ দে।
আলুবোঝাই ট্রাকের ধাক্কায় ট্রাক্টর উল্টে মৃত্যু হল ৩ শ্রমিকের। গুরুতর জখম ১৬ শ্রমিক। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকে তপসিখাতার আমতলায়। বিদ্যুৎ টাওয়ার তৈরির জন্য কামাখ্যাগুড়ি থেকে ২০ জন শ্রমিক একটি ট্রাক্টরে চেপে আমতলা যাচ্ছিলেন। সে সময়ে পেছন থেকে একটি আলু বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারলে ট্রাক্টরটি উল্টে যায়। পুলিশ জানিয়েছে, উপেন সরকার (৪৩), আকালু রায় (৪৫) পদো সরকার (৪৫) নামে তিন জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। মৃতেরা সকলেই মালদহের বাসিন্দা । দুর্ঘটনার জেরে এদিন দুপুরে প্রায় দু ঘন্টা আলিপুরদুয়ার-ফালাকাটা সড়কে যান চলাচল বন্ধ হয়। আলিপুরদুয়ার থানার আইসি দেবাশিস চক্রবর্তী বলেন, “পথ দুর্ঘটনায় ৩ শ্রমিকের মৃতু্য হয়েছে। ১৬ জন গুরুতর আহত হন। তাঁদের সকলেই আলিপুরদুয়ার মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। আলু বোঝাই ট্রাকটিকে আটক করা হয়েছে। ট্রাকের চালক পালিয়েছে।” শ্রমিক ঠিকাদার সংস্থার দায়িত্বপ্রাপ্ত শম্ভু সরকার বলেছেন, “কয়েক মাস ধরেই মালদহ ও দক্ষিণ দিনাজপুরের কিছু শ্রমিক কামাখ্যাগুড়ি এলাকায় বিদুতের টাওয়ার তৈরি করার কাজ করছিলেন। এ দিন সকালে ২০ জন শ্রমিক শিবির করে ত্রিপল, জ্বালানি কাঠ ও নিজেদের জিনিসপত্র নিয়ে আমতলা এলাকায় আসছিলেন। সেই সময় দুর্ঘটনা ঘটে।” আলিপুরদুয়ার মহকুমা হাসপাতালে ভর্তি গুরুতর আহত মাধব সরকার, অমিত সরকার, নিমাই সরকাররা বলেছেন, “রাস্তার পাশ দিয়ে ধীর গতিতে ট্রাক্টরটি চলছিল। আচমকা পেছন থেকে তীব্র গতিতে ট্রাকটি ধাক্কা মারে। ট্রাক্টর উল্টে সকলে পড়ে যায়। তিন জনকে পিষে দিয়ে ট্রাকটি চলে যায়।”

উত্তরবঙ্গের ফল প্রকাশ
অনার্স এবং পাস কোর্সে বিএ, বিএসসি, বিকমের পার্ট-১ এবং পার্ট-২-এর ফল প্রকাশ করল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার তারা ফল প্রকাশ করেন। এ বছর বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলি থেকে ১লক্ষ ১২ হাজার ২৭৭ জন পরীক্ষা দেন। তার মধ্যে পাশের হার বিএ অনার্স পার্ট-১-এ ৬৮.৫২ শতাংশ, পার্ট-২-তে ৮৩.৫৬ শতাংশ। পার্স কোর্সে পার্ট-১-এ ৬১.০৩ শতাংশ এবং পার্ট-২-তে ৮৩.০৫ শতাংশ। গত বছরের তুলনায় পাশের হার কিছুটা কমেছে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বিভাগের নিয়ামক সুশান্ত দাস বলেন, “পার্ট-১ এবং পার্ট-২ এর অনার্স এবং পাস কোর্সে রাজ্যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের আগে আমরা ফল প্রকাশ করতে পেরেছি।” পড়ুয়ারা বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.nbu.ac.in এবং www.exametc.com-এ দেখতে পাবেন। মোবাইলে এসএমএস করেও ফল জানা যাবে। তার জন্য তাদের NBUD space roll no লিখে ৫৬৯৬৯-এ পাঠাতে হবে। এ বার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে পাশের হার বিএসসি অনার্স পার্ট-১-এ ৫৩.০৬ শতাংশ এবং পার্ট-২-তে ৭৯.২৮ শতাংশ। পাস কোর্সে পার্ট-১-এ ৫৩.০২ শতাংশ এবং পার্ট-২-তে ৮৫.০৬ শতাংশ। পাস কোর্সে পার্ট-১ এবং পার্ট-২-তে পাশের হার বেড়েছে। এ বছর বিকম অনার্সে পার্ট-১-এ পাশের হার ৫২.০৫ শতাংশ এবং পার্ট-২-তে ৮৮.৫৪ শতাংশ। উভয় ক্ষেত্রেই বেড়েছে। পাস কোর্সে বিকম পার্ট-১-এ পাশের হার বেড়ে হয়েছে ৬৪.১৮ শতাংশ। পার্ট-২-তে পাশের হার কমে হয়েছে ৮২.৭৩ শতাংশ। পুনর্মূল্যায়ণ করতে ছাত্রছাত্রীদের সংশ্লিষ্ট কলেজের মাধ্যমে ১৬ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে বলা হয়েছে।

ত্রিপাক্ষিক বৈঠক পণ্ড
বন্ধ কিলকট বাগান খুলতে ত্রিপাক্ষিক বৈঠকে মালিকপক্ষ যোগ না দেওয়ায় তা ভেস্তে গেল। সোমবার মালবাজারে সহকারি শ্রম আধিকারিকের দফতরে ওই বাগান খোলা নিয়ে দ্বিতীয় বার বৈঠক ডাকা হয়। শ্রমিক সংগঠন প্রোগ্রেসিভ টি ওয়ার্কার্স ইউনিয়ন প্রতিনিধিরা বৈঠকে এলেও মালিক পক্ষ না আসার কারণে বৈঠক ভেস্তে যায়। গত ৩০অগস্ট শ্রম দফতরে প্রথম বৈঠক হয়। ওই দিনই কর্তৃপক্ষ বাগানে কাজ বন্ধের নোটিস ঝুলিয়ে চলে যান। ১১০০ জন স্থায়ী শ্রমিকের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। পুজোর মুখে বাগান বন্ধ থাকায় নির্ধারিত সময় বোনাস পাওয়া নিয়েও শ্রমিকদের আশঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছেন প্রোগ্রেসিভ টি ওয়ার্কার্স ইউনিয়নের ইউনিট সম্পাদক রামচন্দ্র প্রজা। দ্রুত পরবর্তী ত্রিপাক্ষিক বৈঠক জেলা শ্রম আধিকারিক বা যুগ্ম শ্রম আধিকারিকের দফতরে ডাকা হবে বলে জানান সহকারী শ্রম আধিকারিক শ্যামল রায়চৌধুরী।

পুরনো খবর:

গ্রেফতার সাত
মধুচক্রের আসর চালানোর অভিযোগে সাত জনকে গ্রেফতার করল পুলিশ। রবিবার রাতে শিলিগুড়ির মহানন্দাপাড়ার একটি হোটেলের একটি ঘর থেকে এঁদের গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে পাঁচ জন পুরুষ ও দু’জন মহিলা। পুরুষদের মধ্যে তিনজন ওই হোটেলের কর্মী। বাকিরা স্থানীয় বাসিন্দা। আসর থেকে গ্রেফতার হওয়া অন্যতম অভিযুক্ত আনন্দ গর্গ শিলিগুড়ির আশ্রমপাড়ার এবং সুমন সোনার কলেজপাড়ার চিলড্রেণ পার্ক এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। বাকি তিনজন শেরিঙ্গ লেপচা, সংযোগ রাই, এবং বিজয় বিশ্বকর্মা ওই হোটেলের কর্মচারী। হোটেল মালিক লাকপা লামা অবশ্য পলাতক। অপর দুই মহিলার মধ্যে একজন আলিপুরদুয়ার এবং অপরজন অসমের বাসিন্দা।

ব্যাগ ঘিরে আতঙ্ক
পরিত্যক্ত ব্যাগকে ঘিরে জলপাইগুড়ির ধূপগুড়িতেও বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে। এ দিন সন্ধ্যায় শহরের ৩১ নম্বর জাতীয় সড়কের পাশে গয়েরকাটা বাস স্ট্যান্ডের পাশে ব্যাগ পড়ে থাকতে দেখতে পেয়ে বোমাতঙ্ক তৈরি হয়। ধূপগুড়ি থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে বালির বস্তা দিয়ে চার পাশটা ঘিরে রাখে। শিলিগুড়ির বম্ব স্কোয়াডের কাছে খবর পাঠিয়ে দেওয়া হয়েছে।”

মন্দিরে চুরি
মন্দিরের দরজার তালা ভেঙে ৯টি পিতলের মূর্তি চুরির ঘটনা ঘটে ধুবুরির ধর্মশালায়। পুলিশ সূত্রে জানা যায়, ধর্মশালা বাজারের কাছে এলাকার রাধামাধব মন্দিরের দরজার তালা ভেঙে ভেতরে ঢুকে পিতলের ৫টি গোপালের মূর্তি, এবং ৪টি রাধা-কৃষ্ণের মুর্তি চুরির অভিযোগ করা হয়েছে। খোয়া যাওয়া মূর্তিগুলির মুল্য প্রায় ৩০ হাজার টাকা বলে এ দিন মন্দির কমিটি জানিয়েছে।

বালক উদ্ধার
বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়া নয় বছরের বালককে উদ্ধার করল শামুকতলার পুলিশ। সোমবার সকালে উদ্ধার হওয়া আশিক মগর ডুয়ার্সের দলসিং পাড়া গোপালবস্তি থেকে শনিবার পালায়। শামুকতলা থানার ওসি দীপঙ্কর সাহা বলেন, “বাড়িতে বকুনি খেয়ে ওই বালকটি পালিয়ে যায়। অসমগামী একটি বাস থেকে তাকে উদ্ধার করা হয়েছে।”





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.