টুকরো খবর
অধ্যক্ষকে আটকে টিএমসিপির বিক্ষোভ
ক্যাম্পাসিং ও নিয়মিত ক্লাসের দাবিতে কৃষ্ণনগরের বিপ্রদাস পালচৌধুরী আইটিআই-এর অধ্যক্ষকে ঘেরাও করে সোমবার বিক্ষোভ দেখাল তৃণমূল ছাত্র পরিষদ। তালা বন্ধ করে বেশ কিছুক্ষণ অধ্যক্ষকে আটকে রেখে বিক্ষোভ চলে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। বিক্ষোভকারীদের দাবি, বছর দু’য়েক ধরে কলেজে কোনও ক্যাম্পাসিং হচ্ছে না। তাছাড়া দীর্ঘদিন ধরে বৃত্তিমূলক শিক্ষার ক্লাসও প্রায় হয় না বললেই চলে। টিএমসিপির পক্ষে কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র সেবাব্রত ঘোষ বলেন, “ছাত্র-ছাত্রীরা বাধ্য হয়েই বিক্ষোভ দেখিয়েছে। পড়ুয়াদের আন্দোলনে আমাদের সমর্থন আছে।” তাই বলে অধ্যক্ষকে তালাবন্দি করে বিক্ষোভ? সেবাব্রতবাবুর সটান জবাব, “সাধারণ ছাত্র-ছাত্রীরাই অধ্যক্ষের ঘরে তালা ঝুলিয়েছে। আমাদের সংগঠনের কেউ এই ঘটনার সঙ্গে জড়িত নয়।” অধ্যক্ষ অরবিন্দ কুণ্ডু বলেন, “ক্যাম্পাসিংয়ের জন্য আমরা চেষ্টা চালাচ্ছি। তবে পর্যাপ্ত পার্শ্ব শিক্ষকের অভাবে বৃত্তিমূলক শিক্ষার ক্লাস নিয়মিত হচ্ছে না।”

বোর্ড গঠন ঘিরে অশান্তি
বাম সদস্যদের মারধর করে হরিণঘাটা পঞ্চায়েত সমিতির দখলের চেষ্টার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ওই পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা ৩০। বামফ্রন্ট ১৬টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা পায়। তৃণমূল ও কংগ্রেস যথাক্রমে ১৩টি ও ১টি আসনে জেতে। সোমবার ওই পঞ্চায়েত সমিতির বোর্ড ঘিরে অশান্তির আশঙ্কায় পর্যাপ্ত পুলিশও মজুত। কিন্তু তা সত্ত্বেও গন্ডগোল এড়ানো যায়নি। রাজ্যের প্রাক্তন মন্ত্রী বঙ্কিম ঘোষ বলেন, ‘‘পুলিশি প্রহরা সত্ত্বেও আমাদের সদস্যদের উপর চড়াও হয় তৃণমূলের লোকজন। চার জনকে তুলে নিয়ে যাওয়া হয়। পরে পুলিশি তৎপরতায় তাঁরা ফিরে আসেন। আমরা বোর্ড গঠন করি।” জেলা তৃণমূলের সভাপতি গৌরীশঙ্কর দত্ত বলেন, “সিপিএম মনগড়া কথা বলছে। ঝামেলার সময় আমাদের দলের কেউ ওখানে ছিলেন না।”

সিপিএম কর্মীর দেহ উদ্ধার
ধানখেত থেকে উদ্ধার হল এক সিপিএম কর্মীর দেহ। রবিবার রাতে নদিয়ার কালীগঞ্জের এই ঘটনায় মৃতের নাম বসুদেব ঘোষ (৪৪)। তিনি রেজিনগরের একডালা গ্রামের বাসিন্দা। মৃতের পরিবারের পক্ষে রেজিনগর থানায় ১৬ জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। রবিবার বসুদেববাবু কালীগঞ্জে শ্বশুরবাড়ি গিয়েছিলেন। বিকেলে বেড়াতে বেরনোর পর তিনি আর বাড়ি ফেরেননি। সোমবার এলাকার ধানখেত থেকে বসুদেববাবুর রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়। মুর্শিদাবাদের সিপিএমের জেলা সম্পাদক মৃগাঙ্ক ভট্টাচার্য বলেন, “কংগ্রেস ওই ব্লকে হেরে গিয়ে ষড়যন্ত্র করে খুন করল আমাদের দলের কর্মীকে।” কংগ্রেসের জেলা মুখপাত্র অশোক দাস বলেন, “মিথ্যা অভিযোগ। এই ঘটনার সঙ্গে কংগ্রেসের কোনও যোগ নেই।”

ধর্ষণের অভিযোগে গ্রেফতার
বছর চোদ্দোর পরিচারিকাকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশীরা গণধোলাই দিয়ে বছর পঞ্চাশের এক ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দিল। ধৃত খোদাবক্স শেখ সাগরদিঘির পোপাড়া গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, সোমবার দুপুরে বাড়িতে কেউ ছিলেন না। সেই সুযোগে খোদাবক্স ওই কিশোরীকে ধর্ষণ করে বলে অভিযোগ। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। হাতেনাতে ধরে ফেলে বাড়িওয়ালাকে। জনতার ‘শাসনের’ পর অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ধৃত খোদাবক্স সিপিএমের প্রাক্তন গ্রাম পঞ্চায়েতের সদস্য। সিপিএমের জেলা কমিটির সদস্য জ্যোতিরূপ বন্দ্যোপাধ্যায় বলেন, “ওই ব্যক্তিকে দল অনেক আগেই বহিষ্কার করেছে।”

ধর্ষণে যাবজ্জীবন
প্রতিবেশী এক শিশুকে ধর্ষণ করে খুনের দায়ে সোমবার রানাঘাট মহকুমা আদালতের অতিরিক্ত জেলা ও দাদয়া বিচারক রূপাঞ্জন চক্রবর্তী এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন। সরকারি আইনজীবী রাজশ্রী বেহুয়া বলেন, “রানাঘাটের ১২ নম্বর ওয়ার্ডের সাধুরবাগানের বাসিন্দা কার্তিক ২০০৯ সালের ১৩ এপ্রিল বছর চারেকের ওই শিশুকে ধর্ষণ করে। ঘটনার পর দিন দোষীর বাড়ির পাশ থেকে ওই শিশুটির ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। সেই অপরাধে বিচারক কার্তিকের যাবজ্জীবন সাজা দিলেন।”

তৃণমূলে যোগদান
ধুলিয়ান পুরসভার তিন সিপিএম কাউন্সিলর এশাহাক আলি, মনিরা বিবি ও রঞ্জিনা বিবি সোমবার তৃণমূলে যোগ দিলেন। ফলে ১৯ সদস্যর ওই পুরসভায় তৃণমূলের সদস্য সংখ্যা দাঁড়াল ১৩। রাজ্যের মন্ত্রী সুব্রত সাহা বলেন, “এর ফলে আমাদের শক্তি বাড়ল। সিপিএম নেতা মহম্মদ আজাদ বলেন, “নেহাত ব্যক্তি স্বার্থেই এই দল বদল।”

অস্ত্র দেখিয়ে দুষ্কৃতীরা কয়েক ভরি সোনার গয়না ও কয়েক হাজার টাকা হাতিয়ে চম্পট দিল। ররিবার রাতে ডাকাতরা হামলা চালায় কৃষ্ণগঞ্জের রঘুনন্দনপুরে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.