মুশারফের বিরুদ্ধে খুনের মামলা
সংবাদসংস্থা • ইসলামাবাদ |
ফের বিপাকে পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশারফ। লাল মসজিদে সেনা অভিযানের ঘটনায় সোমবার তাঁর বিরুদ্ধে খুনের মামলা শুরু করল পুলিশ। ২০০৭ সালে মুশারফ জমানায় ইসলামাবাদের লাল মসজিদ জঙ্গিমুক্ত করতে সেনা অভিযান চালানো হয়। অভিযানে নিহত হন কমপক্ষে ৫৮ জন। তাঁদের মধ্যে ছিলেন মৌলবি আবদুল রশিদ এবং তাঁর মা-ও। বিষয়টি নিয়ে ইসলামাবাদ হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন আবদুল রশিদের ছেলে হারুন রশিদ। তার পরিপ্রেক্ষিতেই মুশারফের বিরুদ্ধে পুলিশকে মামলা শুরুর নির্দেশ দেন বিচারপতি
নরুল হক কুরেশি। তবে মুশারফের দল অল পাকিস্তান মুসলিম লিগের (এপিএমএল) তরফে অভিযোগ করা হয়েছে, মুশারফের বিরুদ্ধে এই মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। দলের নেতারা জানিয়েছেন, তাঁরা এই মামলা লড়বেন এবং প্রমাণ করে ছাড়বেন মুশারফ নির্দোষ।
|
কেটের হিসেব
সংবাদসংস্থা • লন্ডন |
উচ্চশিক্ষার জন্য এডিনবরা বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়েছিলেন কেট মিডলটন। ঠিক সেই সময়েই ব্রিটিশ রাজপরিবারের তরফে ঘোষণা করা হয় রাজকুমার উইলিয়াম ভর্তি হচ্ছেন সেন্ট অ্যান্ড্রুজ বিশ্ববিদ্যালয়ে। পরের বছর। এর পরেই নিজের সিদ্ধান্ত বদলান কেট। এডিনবরায় ভর্তি না হয়ে অপেক্ষা করেন একটা বছর। পরের বছর ভর্তি হন সেন্ট অ্যান্ড্রুজে। সময়টা ২০০১ সাল। উইলিয়াম যে বিষয় নিয়েছিলেন কেটও বেছে নেন সেই বিষয়টিই। ফলে একই ক্লাসে ভর্তি হন দু’জন। এর অল্প সময়ের মধ্যেই শুরু হয় তাঁদের প্রেমপর্ব। এমনটাই দাবি করা হয়েছে সাংবাদিক কেটি নিকোলের বই ‘বাট কেট: দ্য ফিউচার ক্যুইন’-এ। লেখিকার দাবি, এই তথ্য স্বীকার করেছেন কেট মিডলটনের গৃহশিক্ষক এবং তাঁর আগের স্কুলের কেরিয়ার কাউন্সিলারও। তাই লেখিকা নিশ্চিত, কেট এবং উইলিয়ামের এক ক্লাসে পড়াটা কাকতালীয় ঘটনা নয়। কেট অনেক হিসেব কষেই ভর্তি হয়েছিলেন সেখানে। তবে কেট বা উইলিয়াম কেউই এই বিষয়ে এখনও কোনও মন্তব্য করেননি।
|
জানুয়ারির মধ্যেই ভোট, ইঙ্গিত হাসিনার
নিজস্ব প্রতিবেদন |
২৭ অক্টোবর থেকে ২৪ জানুয়ারির মধ্যে বাংলাদেশে নির্বাচন হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শীর্ষস্থানীয় আমলাদের সঙ্গে বৈঠকে তিনি এই ইঙ্গিত দিয়েছেন বলে সরকারি সূত্রে খবর। ২৪ জানুয়ারি বাংলাদেশের সংসদের মেয়াদ শেষ হচ্ছে। হাসিনা জানিয়েছেন, ২৭ অক্টোবর থেকে ২৪ জানুয়ারির মধ্যে সংসদের কোনও অধিবেশন হবে না। মন্ত্রিসভাও কোনও নীতিগত সিদ্ধান্ত নেবে না। ইতিমধ্যেই আজ ফের ধাক্কা খেয়েছে জামাতে ইসলামি। মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, মুক্তিযুদ্ধের সময়ে যুদ্ধাপরাধে দোষী সাব্যস্ত ব্যক্তিদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে। এই সিদ্ধান্ত রূপায়ণের জন্য আইন সংশোধনের সিদ্ধান্তে আজ সায় দিয়েছে মন্ত্রিসভা। সংসদের পরবর্তী অধিবেশনে আইনটি পেশ করা হবে।
|
বাতিলের আর্জি
সংবাদসংস্থা • কায়রো |
আদালতকে স্বেচ্ছাসেবী সংস্থা হিসেবে মুসলিম ব্রাদারহুডের আইনি স্বীকৃতি বাতিলের পরামর্শ দিল মিশরের এক বিচারবিভাগীয় প্যানেল। সোমবার মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মহম্মদ মুরসির অনুগামী ওই স্বেচ্ছাসেবী সংস্থাটির বিরুদ্ধে আনা একটি মামলার শুনানি চলাকালীন বিরোধী পক্ষ সংস্থাটির আইনি স্বীকৃতি বাতিলের দাবি করেন। ১২ নভেম্বর মামলাটির ফের শুনানি হওয়ার কথা। তবে মিশরের বিচারবিভাগ সূত্রে খবর, প্যানেলের পরামর্শ মানতে বাধ্য নয় আদালত।
|
হত ৩ তালিবান
সংবাদসংস্থা • কাবুল |
মার্কিন সেনাদের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হল তিন তালিবান জঙ্গি। সোমবার কাবুলে মার্কিন সেনা ছাউনি লক্ষ্য করে হামলা চালায় তালিবান। পাল্টা জবাব দেয় মার্কিন সেনাও। তাতেই মারা যায় তিন তালিবান। |