রাস্তার ধারে ক্রুশবিদ্ধ হওয়ার ভঙ্গিতে শুয়ে রয়েছেন আট জন। উৎসাহী পথচারীরা কাছে গিয়ে দেখলেন, প্রত্যেকেরই দু’হাত পেরেক দিয়ে কাঠের সঙ্গে গাঁথা! দু’সপ্তাহেরও বেশি সময় ধরে এ ভাবেই চাকরি খোয়ানোর প্রতিবাদ জানাচ্ছেন প্যারাগুয়ের আট বাসচালক। প্রায় দু’মাস আগে তাঁদের বরখাস্ত করে ল্যুক শহরের বাস সংস্থা। বহু প্রতিবাদ জানিয়েও কাজ হয়নি। অবশেষে সংস্থার দফতরের সামনে অভিনব এই প্রতিবাদের পন্থা নিয়েছেন আট কর্মচ্যুত বাসচালক। স্থানীয় প্রশাসন এবং আট প্রতিবাদীর মধ্যে এই ব্যাপারে মধ্যস্থতা চালিয়ে যাচ্ছেন ‘কমিউনিকেশন ডিরেক্টর’ দামিয়েন এসপিনোলা। |
হাতে পেরেক গেঁথে ক্রুশবিদ্ধ অবস্থায় অভিনব প্রতিবাদ প্যারাগুয়ের বাস
চালকদের। অনশনরত চালকদের খাওয়ানোরও চেষ্টা চলছে। ছবি: রয়টার্স |
তিনি বলেন, “বিশ্বাস করা শক্ত হলেও এটা সত্যি। ১৭ দিন ধরে তাঁরা ক্রুশবিদ্ধ অবস্থায় রয়েছেন। সেই সঙ্গে আট জন অনশনও চালাচ্ছেন। খাচ্ছেন শুধু জল। তবে তাঁদের খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে। প্রত্যেকের হাতে ঘা-ও হয়ে গিয়েছে। বেশ কয়েক জনের অবস্থা সঙ্কটজনক।” এমনিতেই নানা দাবিদাওয়া নিয়ে কর্মীদের সঙ্গে ঝামেলা চলছে ওই বাস সংস্থার। এই মুহূর্তে আরও ৫০ বাসচালক হরতাল করছেন। বাস সংস্থা কর্তৃপক্ষ জানান, সমস্যা সমাধানের চেষ্টা চলছে। দাবিদাওয়া নিয়ে তাঁরা কর্মীদের সঙ্গে বহু বার কথাও বলেছেন। কিন্তু শ্রমিক নেতারা তাঁদের অবস্থানে অনড় বলে অভিযোগ কর্তৃপক্ষের। মালিক পক্ষ যাই বলুন, প্রতিবাদের রাস্তা থেকে সরে আসতে নারাজ ক্রুশবিদ্ধ ওই আট বাসচালক। তাঁদেরই এক জন জুয়ান ভিল্লালবা জানিয়েছেন, আট জনকেই চাকরিতে না ফেরানো হলে এই প্রতিবাদ চালিয়ে যাবেন। স্বামীর এই প্রতিবাদকে সমর্থন জানানোর জন্য জুয়ানের স্ত্রীও বুধবার থেকে ক্রুশবিদ্ধ হয়ে শুয়ে রয়েছেন। |