ইমাম ভাতা দেওয়ার সিদ্ধান্ত খারিজ হাইকোর্টে |
আবার আদালতে জোর ধাক্কা খেল রাজ্য সরকার। ইমাম ভাতা দেওয়ার রাজ্য সরকারের সিদ্ধান্তকে খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। ইমাম ভাতা নিয়ে সরকারের সিদ্ধান্তে ভারতীয় সংবিধানের ১৬৬ নম্বর ধারা লঙ্ঘিত হয়েছে বলে আজ হাইকোর্ট জানিয়েছে। পাশাপাশি এই ভাতা দেওয়ার ক্ষেত্রে সরকারের জনস্বার্থের যুক্তিও খারিজ করে দেয় কলকাতা হাইকোর্টের ডিভিশনাল বেঞ্চ। প্রসঙ্গত, ২০১২ সালের ৯ এপ্রিল মেমোরেন্ডাম জারি করে ইমাম ভাতা দেওয়ার কথা ঘোষণা করে রাজ্য সরকার। কংগ্রেস নেতা আব্দুল মান্নানের অভিযোগ, সংবিধান বিরোধী এই ঘোষণার মাধ্যমে ইমামদের প্রতারণা করেছে রাজ্য সরকার। অন্যদিকে, হাইকোর্টের এই রায়কে সমর্থন জানিয়ে সিপিএম নেতা মহম্মদ সেলিম বলেন, রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতেই ইমাম ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল সরকার।
|
এ বার পুণের হাসপাতালে ধর্ষণ |
দেশে একটার পর একটা ধর্ষণের ঘটনা ঘটেই চলেছে। দিল্লি, মুম্বই, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ডের পর এ বার শিরোনামে পুণে। এখানকার একটি হাসপাতালে এক মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল। পুলিশ সূত্রে খবর, পুণের ভোসারি এলাকার একটি পুর-হাসপাতালে চিকিত্সাধীন ওই মহিলাকে ধর্ষণ করে হাসপাতালেরই ওয়ার্ড বয় এবং নিরাপত্তারক্ষী। বছর ত্রিশের ওই মহিলা শুধু মানসিক ভাবে অসুস্থই নন, তিনি মূক ও বধিরও। পুণেরই অন্য একটি হাসপাতালে আপাতত তাঁর চিকিত্সা চলছে। ঘটনায় অভিযুক্ত দু’জনকেই গ্রেফতার করেছে পুলিশ।
|
সীমান্তে আটক ৫৫ কোটি টাকার মাদক |
পঞ্জাবের ভারত-পাক সীমান্তে ১১ কিলোগ্রাম মাদক আটক করল বিএসএফ। এক বিসএফ আধিকারিক জানিয়েছেন গতকাল রাতে সীমান্তের ওপার থেকে ভারতে ঢোকে বিপুল পরিমাণ মাদক। বর্তমান আন্তর্জাতিক বাজারে যার মূল্য প্রায় ৫৫ কোটি টাকা। খবর পেয়ে ঘটনাস্থল ঘিরে ফেলে বিএসএফ। তবে অন্ধকারে গা ঢাকা দেয় চোরাচালানকারীরা। এই ঘটনায় কেউ ধরা না পড়লেও আটক করা হয়েছে ৫৫ কোটি টাকার মাদক। বিএশএফের তরফে জানানো হয়েছে, এই ঘটনার পর এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে। |