টুকরো খবর |
শিক্ষক মৃত্যুর জের, প্রহৃত চিত্র সাংবাদিক
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
স্কুল শিক্ষক প্রতাপ ঘোষের ঝুলন্ত দেহ উদ্ধারের পরে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূল কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। সেই ঘটনায় তথ্য সংগ্রহ করতে হুমকি শুনতে হল বৈদ্যুতিন সংবাদমাধ্যমের চিত্র সাংবাদিককে। অসীম বেরা নামে ওই চিত্র সাংবাদিক বৃহস্পতিবার প্রতাপবাবুর স্কুলে গিয়েছিলেন। অভিযোগ, রাতের বেলায় চন্দ্রকোনা শহর থেকে বাড়ি ফেরার পথে প্রহৃত হন তিনি। তিন-চার জন দুষ্কৃতী মোটর বাইক আটকে তাঁকে মারধর করে। হুমকি দেয়, ওই ঘটনার খবর সংগ্রহ করা চলবে না। নির্দেশ না মানলে পরিণতি খারাপ হবে। সম্প্রতি চন্দ্রকোনা থানার জামগেড়িয়ায় বাড়ি সংলগ্ন একটি গাছ থেকে ভৈরবপুর রামগতি হাইস্কুলের পার্শ্বশিক্ষক প্রতাপ ঘোষের (৪৫) ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃত শিক্ষকের পরিবারের অভিযোগ ছিল, স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকদের ‘হেনস্থা’য় মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে প্রতাপবাবু আত্মঘাতী হয়েছেন। পরে তাঁর বাড়ি থেকে ‘সুইসাইড নোট’ও উদ্ধার হয়। মৃতের স্ত্রী-র অভিযোগের ভিত্তিতে পুলিশ আত্মহত্যায় প্ররোচনার মামলা শুরু করে। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে বুধবার রাতে চন্দ্রকোনার ভৈরবপুর থেকে চার জনকে ধরে পুলিশ। দোষীদের গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার স্কুলে বিক্ষোভও দেখায় পড়ুয়ারা। সেই খবরই সংগ্রহ করতে গিয়েছিলেন চিত্র সাংবাদিক অসীম বেরা। এ দিন সাংবাদিক নিগ্রহের প্রতিবাদে ঘাটাল মহকুমার একাধিক সাংবাদিক ও চিত্র সাংবাদিকেরা চন্দ্রকোনা থানায় অভিযুক্তদের ধরার দাবি জানায়। পুলিশ অভিযুক্তদের গ্রেফতারের আশ্বাস দিয়েছে। |
পুরনো খবর: সুইসাইড নোটে নাম তৃণমূলের নেতা-কর্মীদের, শুরু হল মামলা |
শ্লীলতাহানি, ধৃত
নিজস্ব সংবাদদাতা • দাঁতন |
কলেজ ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। দাঁতন থানা এলাকার দুর্গাপুর গ্রামের বাসিন্দা ধৃত রঞ্জিত প্রামাণিক সোনাকনিয়ার একটি ধান গোলার কর্মী। ধৃতকে শুক্রবার মেদিনীপুর আদালতে হাজির করানো হলে চোদ্দ দিন জেল হেফাজতের নির্দেশ হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, দাঁতন কলেজের প্রথম বর্ষের ওই ছাত্রীর বাড়ি খড়িঝাঁপাড়ি গ্রামে। গত সপ্তাহে শুক্রবার ও চলতি সপ্তাহের মঙ্গলবার কলেজ থেকে বাড়ি ফেরার পথে জামুয়া গ্রামের রাস্তায় ওই যুবক তাঁর শ্লীলতাহানি করে বলে অভিযোগ। বৃহস্পতিবার থানায় অভিযোগ দায়ের করা হয়। এ দিন রাতেই রঞ্জনকে গ্রেফতার করে পুলিশ। |
বিজেপির বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
ডলারের তুলনায় টাকার দাম পড়তে থাকায় শুক্রবার মেদিনীপুর শহরের কালেক্টরেট মোড়ে বিক্ষোভ কর্মসূচি করে বিজেপি। বিক্ষোভে প্রধানমন্ত্রীর কুশপুতুল পোড়ানো হয়। নেতৃত্বে ছিলেন দলের জেলা সভাপতি তুষার মুখোপাধ্যায়। তুষারবাবু বলেন, “ডলারের তুলনায় টাকার দাম পড়ে যাওয়ায় দেশের অর্থনীতি ধুঁকছে। কেন্দ্রীয় সরকার জনবিরোধী নীতি নিয়ে চলছে। ভ্রান্ত নীতির ফলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। এই অবস্থায় তাতে সব মহলই উদ্বিগ্ন। সরকারের ভ্রান্ত নীতির প্রতিবাদে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি।” |
মৃত মহিলা
নিজস্ব সংবাদদাতা • দাঁতন |
পুরীগামী জগন্নাথ এক্সপ্রেস থেকে পড়ে গিয়ে মৃত্যু হল এক মহিলার। বৃহস্পতিবার রাত দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে দক্ষিণ পূর্ব রেলের মনোহরপুর রেল স্টেশনের কিছু আগে। ঘটনার পর স্থানীয়েরা তাঁকে দাঁতন ১ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে সেখানে মৃত ঘোষণা করা হয়। বছর তিরিশের ওই বিবাহিত মহিলার কোনও পরিচয় পায়নি পুলিশ। |
|