এলাকার নিকাশি ও পানীয় জলের সমস্যা দূর করতে ব্যর্থ পুর-কর্তৃপক্ষ। এই অভিযোগ তুলে শনিবার দুপুরে বালি পুরসভার সামনে বিক্ষোভ সমাবেশ করলেন বিরোধীরা। এ দিকে, শুক্রবারই পুরসভার বোর্ড মিটিংয়ে বর্ষার জল জমা, পানীয় জলের সমস্যা নিয়ে আলোচনার দাবি তুলে ভাঙচুরের অভিযোগ উঠেছে বিরোধী দল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় ডান হাতে চোট পেয়েছেন বালি পুরসভার বিরোধী দলনেতা রেয়াজ আহমেদ। পুর সূত্রের খবর, ওই দিন মিটিং চলার সময়ে রেয়াজ আহমেদ দাবি করেন, ৩৫টি ওয়ার্ডে জল জমা ও বর্ষায় পানীয় জলের সমস্যা নিয়ে চেয়ারম্যানকে আলোচনা করতে হবে। বালি পুরসভার চেয়ারম্যান সিপিএম-এর অরুণাভ লাহিড়ী তাতে রাজি না হওয়ায় বিরোধী দলনেতা আচমকাই কাচের টেবিলে ঘুষি মেরে, উল্টে তা ভেঙে দেন। চেয়ারম্যান বলেন, “নিজেই টেবিল ভেঙে হাতে চোট পেয়েছেন। বালির নিকাশি সমস্যা নিয়ে ১০ তারিখ বৈঠক ডাকতে চেয়েছিলাম, উনি রাজি হননি।” তবে রেয়াজের দাবি, সিপিএম কাউন্সিলরেরা ঠেলে ফেলে দেওয়াই তিনি হাতে চোট পান।
|
পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনের পর সিপিএমের সদস্য তথা হাসনাবাদ-২ লোকাল কমিটির সম্পাদক তুলসি সরকারকে ধরল পুলিশ। একটি পুরনো মামলায় তুলসিবাবুকে গ্রেফতার করা হয়েছে।
|
অগ্নিকাণ্ডে ভস্মীভূত হল হাওড়ার ফোরশোর রোডের একটি হোসিয়ারি কারখানা। শনিবার রাত সাড়ে আটটা নাগাদ আগুন লাগে। খবরে পেয়ে দমকলের আটটি ইঞ্জিন যায়। দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রথমিক তদন্তের পর দমকল কর্তাদের অনুমান শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। |