পঞ্চায়েত নির্বাচন নিয়ে রাজ্য সরকারের সঙ্গে বিস্তর টানাপোড়েনের কারণে কার্যত অফিসের বাইরে পা রাখেননি তিনি। এ বার পুরভোটের ঢাকে কাঠি পড়তেই জেলা সফর শুরু করছেন রাজ্য নির্বাচন কমিশনার মীরা পাণ্ডে।
পুরভোটের প্রস্তুতি দেখতেই মীরাদেবী জেলায় যাবেন বলে শনিবার জানিয়েছেন কমিশনের সচিব তাপস রায়। তাঁর প্রথম গন্তব্য জলপাইগুড়ি। যাচ্ছেন কাল, সোমবার। কমিশনের এক মুখপাত্র জানান, পঞ্চায়েত নির্বাচনের সময়ও জেলা সফরে গিয়ে প্রস্তুতির কাজ দেখার জন্য ইচ্ছা প্রকাশ করেছিলেন কমিশনার। কিন্তু রাজ্য সরকারের সঙ্গে প্রায় প্রতিদিনই বিরোধে জড়িয়ে পড়া, ভোট নিয়ে হাইকোর্ট, সুপ্রিমকোর্টের মামলা নিয়ে ব্যস্ত থাকার কারণে জেলায় যেতে পারেননি কমিশনার। রাজ্যের ১২টি পুরভোট নিয়ে সরকার-কমিশনের বিরোধ নেই। যা ছিল, মিটে গিয়েছে কোর্টের হস্তক্ষেপে। এ বার তাই জেলা সফর শুরু করছেন মীরাদেবী। কমিশন সূত্রের খবর, উত্তরবঙ্গের যে ক’টি জেলায় পুর নির্বাচন হবে, তার জেলাশাসক ও এসপিদের সঙ্গে জলপাইগুড়িতে বৈঠক করবেন মীরাদেবী। জেলাগুলির আইনশৃঙ্খলা খতিয়ে দেখাই হবে তাঁর প্রধান কাজ। কথা বলবেন ওই জেলাগুলির দায়িত্ব থাকা নির্বাচনী অফিসারদের সঙ্গে। জেলায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা মনে করলে কমিশনারের সঙ্গে দেখা করতে পারবেন। তিনি খোঁজ নেবেন নির্বাচনের প্রস্তুতি নিয়ে। কমিশন চায়, পঞ্চায়েত নির্বাচনে সম্ভব না হলেও পুরভোটের প্রচারপর্বে বাইকবাহিনীকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে চায় তারা। |