|
মগজ মিটার |
কে জানে? |
|
আগামী ৫ সেপ্টেম্বর ‘শিক্ষক দিবস’।
আর, বিশ্ব শিক্ষক দিবসটি কবে
পালিত হয় জানো?—৫ অক্টোবর। |
|
|
১. ‘কুংফু পাণ্ডা’ ছবিতে মাস্টার শিফু-র দুষ্ট শিষ্য ছিল ‘টাই লাং’। সেটি কোন প্রাণী?
২. ‘তারে জমিন পর’ ছবিতে ঈশানের কী অসুখ ছিল?
৩. কার মূর্তি গড়ে একলব্য অস্ত্রসাধনা করতেন?
৪. অ্যান্ডি মারে এ বছর উইম্বলডন জিতলেও, তাঁর বর্তমান কোচ কোনও দিন তা জেতেননি। কে ইনি? |
|
এই সপ্তাহের উত্তর |
১. স্নো লেপার্ড |
২. ডিসলেক্সিয়া |
৩. দ্রোণাচার্য |
৪. ইভান লেন্ডল |
|
|
|
|
বর্ণচোরা |
|
নীচের শব্দগুলির প্রত্যেকটির একটি বর্ণ লুপ্ত।
লাগসই বর্ণ যোগ করে শব্দ পূর্ণ করতে হবে। |
|
কা |
ক্তি |
লি |
শ |
প |
র |
ণ |
ক |
ভ্য |
ণ |
রী |
অ |
লা |
ক |
প |
য়া |
|
|
গত সপ্তাহের উত্তর: পুনর্মূষিক,
উপস্থাপনা, মুখরোচক, দোকানপাট। |
|
|
কার ছবি? |
|
উত্তর আগামী সপ্তাহে |
|
গত সপ্তাহের উত্তর: অ্যাথলিট শেলি অ্যান ফ্রেজার প্রাইস |
|
|
আচ্ছা, খাদ্যসুরক্ষা বিলে আমাদের কথা আছে?
ছবি: রামতাড়ু |
|
|