|
|
|
|
যৎকিঞ্চিৎ... |
স্যাম পিত্রোদা বললেন, কলকাতা জঞ্জালে উপচে পড়ছে। মমতা বললেন, মায়ের নিন্দে সইব না। মাতৃভক্তি মহৎ আবেগ, কিন্তু মা যদি পকেটমার হন? বা ক্লাস সিক্সে ন’বার ফেল? বা, সন্তানদের অযত্নে অবহেলায় মায়ের গা যদি হয় খোসপাঁচড়াময়, আর দিদির দেওয়া মোটা কাপড়ে সেই গা-ও না ঢাকে? তখন লোকে নিন্দে করলে ‘মা তুললি কেন!’ রবে তেড়ে ওঠা কি ঠিক কর্মসূচি? অবশ্য, মায়ের গা থেকে নোংরা তোলার সাবান-ব্যবস্থার চেয়ে তা ঢের সুবিধের ও ড্রামাময়! |
|
|
|
|
|