নতুন কলেবরে গড়ে ওঠা রাজাবাজার আন্ডারপাস চালু হল শনিবার। বাম আমলে তৈরি ওই আন্ডারপাস এত দিন অব্যবহৃত অবস্থাতেই পড়ে ছিল। পরেশ পালের বিধায়ক তহবিলের টাকায় এ দিন আন্ডারপাসটির উদ্বোধন করেন রাজ্যের দমকলমন্ত্রী জাভেদ আহমেদ খান। হাজির ছিলেন রাজ্যের দুই মন্ত্রী রচপাল সিংহ ও হায়দার আজিজ সফি। যদিও ওই আন্ডারপাস ঘুরে রচপাল সিংহের বক্তব্য, “কলকাতার মানুষ আন্ডারপাসে চলাচল না করে রাস্তার উপর দিয়ে যাতায়ত করেন। এই অভ্যাস বদলাতে হবে। নারকেলডাঙা মেন রোড দুর্ঘটনাপ্রবণ এলাকা। সেই রাস্তায় মানুষের চলাচল রুখতে আন্ডারপাসে যাতায়াত বাধ্যতামূলক করাতে হবে পুলিশকেই।” দমকলমন্ত্রী জাভেদ খান বলেন, “শিয়ালদহ উড়ালপুলে পুলিশ যদি মানুষের চলাচল রুখতে পারে তাহলে এখানে তা করা যাবে না কেন?” স্থানীয় বাসিন্দারা অবশ্য জানান, শুধু আন্ডারপাস করলেই হবে না। ওই রাস্তার উপরে যে সব হকার বসে তাঁদের না সরালে রাস্তার উপরে মানুষের ভিড় বাড়বেই। তাঁরা চান পুলিশ ও পুরসভা এ বিষয়ে ব্যবস্থা নিক।
|
আছে দু’টি প্রেক্ষাগৃহ, একটি খেলার মাঠ। এ বার বাগবাজারের ভগিনী নিবেদিতা উদ্যান সংলগ্ন এলাকায় হবে আধুনিক সুইমিং পুল। মূলত সাংসদ ও বিধায়ক তহবিলের অর্থানুকূল্যে তৈরি হবে এই পুল। আজ, রবিবার আনুষ্ঠানিক ভাবে পুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্থানীয় কাউন্সিলর মঞ্জুশ্রী চৌধুরীর দাবি, “এক বছরের মধ্যে এই পুলের কাজ শেষ হয়ে যাবে।” সুদীপবাবুর কথায়, “সাতাঁর কাটলে সমস্ত রকম ব্যায়াম হয়। কিন্তু সাঁতারের প্রশিক্ষণ দরকার হয়। প্রস্তাবিত পুলে তার ব্যবস্থা থাকবে। বাগবাজারে এ ধরনের পুল থাকা দরকার।” গঙ্গার অনতিদূরে পুল কেন তা নিয়ে সুদীপবাবু ও মঞ্জুশ্রীদেবী জানান, এলাকাবাসীদের অনেকেই সুইমিং পুল তৈরির জন্য তাঁদের অনুরোধ জানাচ্ছিলেন। কারণ, গঙ্গায় পুল করে প্রশিক্ষণ দেওয়ায় সমস্যা আছে। প্রস্তাবিত পুলে শিশুদের প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। বাগবাজারের বড় অংশ জুড়ে ইতিমধ্যেই পুরসভা সৌন্দর্যায়নের কাজ করছে। সুদীপবাবু জানান, সুইমিং পুলটিকেও ঘিরে সৌন্দর্যায়ন হবে। দৈর্ঘ্যে ৩৬ মিটার ও চওড়ায় ১৫ মিটার এই পুল তৈরিতে খরচ পড়বে প্রায় ৭৫ লক্ষ টাকা।
|
হাসিস পাচার করতে গিয়ে ধরা পড়ল এক যুবক। শনিবার কলকাতা বিমান বন্দরে তাঁকে ধরেন শুল্ক দফতরের আধিকারিকরা। ধৃতের নাম আবুল হোসেন। বয়স বাইশ বছর। বাড়ি খিদিরপুরে। সে ড্রাগন এয়ারের বিমানে হংকং যাচ্ছিল। শুল্ক দফতর সূত্রে জানা গিয়েছে, ধৃতের ব্যাগে বিভিন্ন রকমের গুড়ো মশলার প্যাকেট ছিল। তার নীচেই ছিল পাঁচ কিলো হাসিস। যার আন্তর্জাতিক বাজার দর প্রায় আড়াই কোটি টাকা। জেরায় আরাবুল শুল্ক কর্তাদের জানিয়েছে, এই কাজে সফল হলে সে ২০ হাজার টাকা পেত।
|
ব্যাঙ্কে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম গোলাম কিবরিয়া। তিনি মালদার বাসিন্দা। শুক্রবার স্ট্র্যান্ড রোডে ওই ব্যাঙ্কের হেড অফিস থেকেই তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ঝাড়খণ্ডের বাসিন্দা এক মহিলাকে গোলাম টাকার বিনিময়ে ওই ব্যাঙ্কে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলেছিল। তার কথামতো ওই মহিলা গোলামকে সাড়ে তিন লক্ষ টাকা দেন বলে অভিযোগ। এর পরে ইন্টারভিউয়ের কথা বলে গোলাম ওই মহিলাকে ব্যাঙ্কটির সদর দফতরে নিয়ে যায়। সেখানে অন্য কোনও পরীক্ষার্থী না-থাকায় মহিলার সন্দেহ হয়। ব্যাঙ্কের দারোয়ানকে তিনি বিষয়টি জানান। ব্যাঙ্ক-কর্তৃপক্ষ গোলামকে হাতেনাতে ধরে ফেলেন।
|
ছিনতাই করে পালানোর সময়ে এক দুষ্কৃতীকে হাতেনাতে ধরে ফেলল পুলিশ। বৃহস্পতিবার মধ্য রাতে ঘটনাটিঘটেছে একবালপুরে। পুলিশ সূত্রের খবর, ধৃতের নাম মহম্মদ গিয়াসউদ্দিন ওরফে ‘গলা কাটা রাজা’। সে ওই এলাকার মৌলানা মহম্মদ আলি রোডের বাসিন্দা। ট্যাক্সি থেকে নেমে ভাড়া মেটানোর সময়ে সে চালকের ব্যাগ ছিনতাই করে পালাতে যায়। তখনই তাকে ব্যারিস্টার গলি থেকে হাতেনাতে পাকড়াওকরে পুলিশ। আদালতে তোলা হলে তাকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক।
|
মিটারে আগুন লেগে আতঙ্ক ছড়াল ইএম বাইপাসের পাশের এক শপিং মলে। শনিবারের ওই ঘটনায় জখম হন শপিং মলের এক নিরাপত্তারক্ষী। পুলিশ জানায়, এ দিন বিকেলে ওই মলের দোতলার ইলেকট্রিক মিটার ঘরে আগুন দেখতে পান নিরাপত্তারক্ষী ও কর্মীরা। খবর দেওয়া হয় পুলিশ ও দমকলকে। দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন আয়ত্তে আনে। আহত নিরাপত্তারক্ষী হাসপাতালে ভর্তি।
|
অন্যান্য বার তিন দিন হলেও এ বার দুর্গাপুজোর বিসর্জনের জন্য ১৪ ও ১৭ অক্টোবর এই দু’দিন বরাদ্দ করেছে কলকাতা পুলিশ। থানার ও সি-দের এ নিয়ে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসতে বলা হয়েছে।
|
পড়ে থাকা একটি ব্যাগকে ঘিরে শনিবার রাত ন’টা নাগাদ বোমাতঙ্ক ছড়ায় মহাত্মাগাঁধী রোডে। একটি জুতোর দোকানের কর্মচারীরা ব্যাগটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। তবে সন্দেহজনক কিছু মেলেনি। |