সোনায় আমদানি শুল্ক এখনই ফের বাড়াচ্ছে না কেন্দ্র। এই ইঙ্গিত দিয়েছেন রাজস্ব সচিব সুমিত বসু। শনিবার কলকাতায় ডিরেক্ট ট্যাক্সেস প্রফেশনালস অ্যাসোসিয়েশন আয়োজিত কর সংক্রান্ত আলোচনাসভা শেষে তাঁর দাবি, “সোনা আমদানি কমছে। পরিস্থিতির উপর নজর রাখছি। আমদানি কমলে শুল্ক বাড়ানোর প্রয়োজন হবে না।” দ্বিতীয় ত্রৈমাসিকে দেশে বৃদ্ধির হার প্রথম ত্রৈমাসিকের থেকে বাড়ার সম্ভাবনা উজ্জ্বল বলেও মন্তব্য করেন সুমিতবাবু। তিনি বলেন, “প্রথম ত্রৈমাসিকে ওই হার ৪.৪%। কিন্তু সেটা অতীত। কেন্দ্র তার পর আর্থিক সংস্কারে বেশ কিছু পদক্ষেপ করেছে। তার ফল দ্বিতীয় ত্রৈমাসিকেই পাওয়া যাবে বলে আশা করছি।” কর ফাঁকি ঠেকাতে আইন কড়া হওয়া উচিত বলে এ দিন জানান কলকাতার আয়কর কমিশনার ডি দাশগুপ্ত। তিনি বলেন, “আয়কর আইন সরল হওয়া ভাল। কিন্তু কর ফাঁকি বন্ধ করার ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।”
|
সারা রাজ্যে নতুন ৪০টি স্কুল চালু করার পরিকল্পনা করেছে নালন্দা লার্নিং সিস্টেমস। এর জন্য সংস্থাটি লগ্নি করবে প্রায় ৫ কোটি টাকা। বর্তমানে লিট্ল লরিয়েট ব্র্যান্ড-নামে ছোটদের জন্য সংস্থার ১২টি স্কুল কলকাতা এবং জেলাগুলিতে চালু আছে। সংস্থার সিইও এবং ডিরেক্টর তমাল মুখোপাধ্যায় বলেন, বাকি স্কুলগুলি সবই শহর নয় এমন অঞ্চলে খোলা হবে। তাঁদের স্কুলের ছাত্রছাত্রীদের জন্য চিকিৎসা বিমা চালু করা হয়েছে বলেও দাবি তমালবাবুর।
|
দীনেশ কে সরাফ তেল সংস্থা ওএনজিসি-র নতুন চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর হচ্ছেন। তিনি বর্তমানে ওএনজিসি বিদেশের এমডি। দায়িত্ব নেবেন আগামী ফেব্রুয়ারিতে। নিশি বাসুদেব রাষ্ট্রায়ত্ত হিন্দুস্তান পেট্রোলিয়ামের সিএমডি হচ্ছেন। দায়িত্ব নেবেন ফেব্রুয়ারিতে। তিনি কোনও রাষ্ট্রায়ত্ত নবরত্ন সংস্থার প্রথম মহিলা সিএমডি। |