টেট-সহ দুটি পর্যায়ের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেও চূড়ান্ত মৌখিক পরীক্ষার সময়ে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কয়েক জন ছাত্রছাত্রীকে ‘অযোগ্য’ ঘোষণা করেছে স্কুল সার্ভিস কমিশন। এঁদের এক জন বর্ধমানের বিদায়ী সিপিএম পুরপ্রধান আইনূল হকের মেয়ে শরণ্যা। এসএফআই রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ তুলেছে। তার প্রতিবাদ করেছে টিএমসিপি। এসএসসির পূর্বাঞ্চলীয় চেয়ারম্যান সুশান্তকুমার বারিক বলেন, “পরীক্ষা করে শরণ্যার কাগজপত্রে কিছু অসঙ্গতি দেখা যায়। একই কারণে আরও পাঁচ জনকে বাতিল করা হয়েছে।”
|
এক মহিলাকে হাসপাতালে ভর্তি করানোকে কেন্দ্র করে তাঁর পরিজনের হাতে প্রহৃত হলেন এক চিকিৎসক। শুক্রবার রাতে বর্ধমান মেডিক্যালের ঘটনা। পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। |