|
|
|
|
|
|
|
পুস্তক পরিচয় ৩... |
|
স্বীকৃতির সচেতন উদ্যোগ |
বইপোকা |
চিত্রটি বদলাইতেছে। বিভিন্ন আলোকচিত্রীর তোলা রবীন্দ্রনাথের আলোকচিত্র এত কাল বিশ্বভারতীর বেশির ভাগ গ্রন্থে স্বীকৃতি ছাড়াই মুদ্রিত হইত। সম্প্রতি বিশ্বভারতী রবীন্দ্রভবন হইতে প্রকাশিত হইয়াছে বর্ষবরণ, বর্ষশেষ, জন্মদিন বিষয়ে রবীন্দ্রনাথের রচনা, পাণ্ডুলিপিচিত্র লইয়া একটি সংকলনগ্রন্থ রবীন্দ্রনাথ: বর্ষবরণে ও জন্মদিনে। গ্রন্থটি সম্পাদনা করিয়াছেন তপতী মুখোপাধ্যায়। গ্রন্থটি সুসম্পাদিত। কথামুখ ও পরিশিষ্ট ব্যতীত তিনটি মূল বিভাগে বিন্যস্ত হইয়াছে রবীন্দ্ররচনা ও চিত্রগুলি— ‘ছবি ও পাণ্ডুলিপি’, ‘কবিতা’ এবং ‘প্রবন্ধ’। কবিতা ও গদ্যগুলির প্রতিটির উৎস দেওয়া হইয়াছে। প্রতিটি পাণ্ডুলিপিচিত্রের পরিচয়ও আছে। গ্রন্থটিকে সাজানো হইয়াছে বেশ কিছু আলোকচিত্রে। আলোকচিত্র রবীন্দ্রভবনের গ্রন্থে প্রায়শ ব্যবহৃত হয়। কিন্তু সেগুলির আলোকচিত্রীর নাম বেশির ভাগ ক্ষেত্রেই উহ্য থাকিয়া যায়। হয়ত সবই কবির চরণে নিবেদিত জাতীয় কোনও ধারণা ইহার নেপথ্যে কাজ করে। কিন্তু রবীন্দ্রভবন এই গ্রন্থটিতে আধুনিক মনের পরিচয় দিয়াছে। রবীন্দ্রনাথ বা শান্তিনিকেতনের নিসর্গ— শম্ভু সাহা-র তোলা চিত্রগুলির প্রত্যেকটিতে আলোকচিত্রীর স্বীকৃতি আছে। মিশাও ফুকুদা-র তোলা একটি স্বল্পদৃষ্ট চিত্রও ব্যবহৃত হইয়াছে। পুরাতন পত্রিকা হইতে যেখানে আলোকচিত্র গৃহীত হইয়াছে সেখানেও উৎস হিসাবে পত্রিকার নির্দিষ্ট সংখ্যাটির উল্লেখ আছে। এই সচেতনতা প্রশংসনীয়। সুশোভন গ্রন্থটির পাণ্ডুলিপি সংকলন ও বিন্যাস উৎপল মিত্রের। সমীরণ নন্দীর প্রচ্ছদ সুন্দর। তবে কয়েকটি চিত্র আরও যত্নে মুদ্রিত হওয়া উচিত ছিল। পরবর্তী সংস্করণে হইবে, আশা করি। |
|
|
|
|
|