মাওবাদীদের হাতে খুন হওয়া দলীয় নেতা রাজেন মাহাতোর স্ত্রী মনিকাকেই বলরামপুর পঞ্চায়েত সমিতিতে সভাপতি করলেন পুরুলিয়া জেলা তৃণমূল নেতৃত্ব।
২০১০ সালের জুলাই মাসে মাওবাদীদের হাতে খুন হয়েছিলেন বলরামপুরের ঘাটবেড়া-কেরোয়া অঞ্চলের তৃণমূল নেতা রাজেনবাবু। প্রসঙ্গত, রাজেনবাবুর জন্যই কয়েক বছর আগে ঘাটবেড়া-কেরোয়া গ্রাম পঞ্চায়েতের দখল সিপিএমের হাত থেকে নিয়েছিল তৃণমূল। কিন্তু পরে মাওবাদীরা খুন করে ওই তৃণমূল নেতাকে। তাঁর স্ত্রী মনিকাদেবীকে এ বারের পঞ্চায়েত নির্বাচনে ঘাটবেড়া-কেরোয়া এলাকা থেকেই প্রার্থী করেছিলেন তৃণমূল নেতৃত্ব। এ দিন পঞ্চায়েত সমিতির সভাপতির দায়িত্ব নেওয়ার পরে মনিকাদেবী বলেন, “উন্নয়নের স্বার্থে স্বামী এক দিকে সিপিএম, অন্য দিকে মাওবাদীদের সঙ্গে লড়াই করে এই এলাকায় তৃণমূলকে শক্তিশালী করেছিলেন। এখন মুখ্যমন্ত্রী জঙ্গলমহল এলাকায় উন্নয়নের জোয়ার এনেছেন। এলাকার উন্নয়নকে পাখির চোখ করে মুখ্যমন্ত্রীর নির্দেশিত পথেই কাজ করব।” পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি হয়েছেন জেলা পরিষদের সদ্য নির্বাচিত সভাধিপতি সৃষ্টিধর মাহাতোর ছেলে সুদীপ। |
অন্য দিকে, পুরুলিয়ার ঝালদা ২ ও জয়পুর পঞ্চায়েত সমিতির ফল ত্রিশঙ্কু ছিল। ঝালদা ২ পঞ্চায়েত সমিতিতে কংগ্রেসের সমর্থনে সভাপতি হয়েছে বামফ্রন্টের। কংগ্রেসের তিন এবং বামফ্রন্টের ১১ জন সদস্যর সমর্থন পেয়ে সভাপতি হয়েছেন সিপিএমের শিখা কুমার। জয়পুরে কংগ্রেসের এক সদস্যকে নিজেদের দলে টেনে সমিতি দখল করেছে তৃণমূল। কংগ্রেসের প্রতীকে জেতা অম্বিকা মাহাতো বৃহস্পতিবার তৃণমূলে যোগ দেন বলে দাবি তৃণমূলের নেতাদের। অম্বিকাদেবীই সভাপতি হয়েছেন। এ দিনের ভোটাভুটিতে কংগ্রেসের আর এক সদস্যও তাঁকে সমর্থন করেন। পুঞ্চা পঞ্চায়েত সমিতিতে তৃণমূলের বেশি আসন থাকলেও সংরক্ষণের গেরোয় সেখানে সভাপতি হয়েছেন সিপিএমের আরতি মুদি। তবে সহ-সভাপতি পদ পেয়েছে তৃণমূল। তৃণমূলের জেলা কার্যকরী সহ-সভাপতি সুজয় বন্দ্যোপাধ্যায়ের দাবি, “আমাদের সদস্যেরাই আরতিদেবীর নাম সভাপতি হিসাবে প্রস্তাব করেছিলেন। ফলে সমিতি পরিচালনায় সমস্যা হবে না।”এ দিন জেলার কুড়িটি পঞ্চায়েত সমিতির মধ্যে মানবাজার ১,আড়শা ও ঝালদা ১ বাদ দিয়ে বাকি ১৭টি সমিতির সভাপতি নির্বাচন হয়েছে।
|
কোন সমিতিতে কে |
পঞ্চায়েত সমিতি |
সভাপতি |
কোন দল |
রঘুনাথপুর ১ |
কৃষ্ণ মাহাতো |
তৃণমূল |
রঘুনাথপুর ২ |
মনীষা ঘোষ |
সিপিএম |
কাশীপুর |
সৌমেন বেলথরিয়া |
তৃণমূল |
পাড়া |
সীমা বাউরি |
তৃণমূল |
সাঁতুড়ি |
নিয়তি হাঁসদা |
তৃণমূল |
নিতুড়িয়া |
শান্তিভূষণ প্রসাদ যাদব |
তৃণমূল |
বাঘমুণ্ডি |
অবনীভূষণ সিংহ |
কংগ্রেস |
পুরুলিয়া ১ |
পদ্মাবতী মাহাতো |
তৃণমূল |
পুরুলিয়া ২ |
আনন্দ রাজোয়াড় |
তৃণমূল |
হুড়া |
সুভাষ মাহাতো |
তৃণমূল |
বলরামপুর |
মনিকা মাহাতো |
তৃণমূল |
জয়পুর |
অম্বিকা মাহাতো |
তৃণমূল |
ঝালদা ২ |
শিখা কুমার |
সিপিএম |
পুঞ্চা |
আরতি মুদি |
সিপিএম |
বান্দোয়ান |
সন্ধ্যারানি সহিস |
তৃণমূল |
বরাবাজার |
আদরি কড়া |
তৃণমূল |
মানবাজার ২ |
গীতারানি মাহাতো |
তৃণমূল |
(তালিকা অসম্পূর্ণ। জেলার ২২টির মধ্যে ১৭টি
পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন হয়েছে) |
|