টিএমসিপির গোষ্ঠীকোন্দল
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
ভর্তি প্রক্রিয়ায় নিয়ন্ত্রণ কায়েম নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা বাধে। শুক্রবার কৃষ্ণনগর সরকারি মহাবিদ্যালয়ে বিএ জেনারেল কোর্সের ভর্তি চলছিল। হঠাৎই কলেজ চত্বরে বেশ কয়েকজন বহিরাগতকে ঢুকতে দেখা যায়। তারপর দু’দল ছাত্র গন্ডগোলে জড়িয়ে পড়ে। কলেজ চত্বরে উপস্থিত বহিরাগত তৃণমূল ছাত্র পরিষদের কৃষ্ণনগর শহর সভাপতি সুমিত ঘোষ বলেন, “কাউন্সিলিংয়ে ভর্তির সুযোগ না পাওয়া পড়ুয়াদের স্বার্থে আমাদের আন্দোলন। কিন্তু জনা কয়েক বহিরাগত এসে আমাদের উপর চড়াও হয়।” পাল্টা অভিযোগ তুলে তৃণমূল ছাত্র পরিষদের জেলা কমিটির সদস্য অয়ন দত্ত বলেন, “ছাত্র আন্দোলনের নামে টিএমসিপির কয়েক জন কলেজে অশান্তি করছিল। এটা আমরা বরদাস্ত করতে পারি না। তাদের বোঝাতেই আমি এ দিন কলেজে গিয়েছিলাম।” জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি জয়ন্ত পাল বলেন, “আমাদের দুই দল ছাত্রের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল। আলোচনার মাধ্যমে বিষয়টি মিটিয়ে নেওয়া হবে।”
|
মেঝেয় পরীক্ষা, উত্তেজনা কলেজে
নিজস্ব সংবাদদাতা • বেলডাঙা |
এ ভাবেই চলছে পরীক্ষা। বেলডাঙার কলেজে তোলা নিজস্ব চিত্র। |
ষোলোটা ঘর। সব ঘরে বেঞ্চ নেই। প্রায় দু’হাজার পড়ুয়া ওই অবস্থাতেই পরীক্ষা দিলেন। শুক্রবার বেলডাঙা এসআরএফ কলেজে বিএ জেনারেল কোর্সের আব্যশিক বাংলা পরীক্ষা ছিল। কলেজে গিয়ে নজরে এল, লাইব্রেরি, কমন রুম সমস্ত ঘরেই চলছে পরীক্ষা। অনেক ঘরেই ছাত্র-ছাত্রীরা শতরঞ্জি পাতা মেঝেতেই বসে পরীক্ষা দিচ্ছেন। এ নিয়ে পড়ুয়াদের মধ্যে চাঞ্চল্যও ছড়ায়। টুম্পা দেবনাথ নামে এক পরীক্ষার্থী বলেন, “মেঝেয় বসে পরীক্ষা দিলাম।” অধ্যক্ষা সুজাতা মুখোপাধ্যায় বলেন, “এত পড়ুয়াদের বেঞ্চে বসানোর পরিকাঠামো আমাদের কলেজে নেই।”
|
আত্মঘাতী মহিলা
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানাজানি হতেই লোকলজ্জার ভয়ে ট্রেনে ঝাপ দিয়ে আত্মঘাতী হলেন এক মহিলা। উজ্জ্বলা মণ্ডল (৩০) নামে ওই মহিলা রঘুনাথগঞ্জের মিঞাপুর গ্রামের বাসিন্দা। পুলিশ শুক্রবার সকালে জঙ্গিপুর ও গণকর স্টেশনের মাঝে ওই মহিলার দেহ মেলে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গিয়েছে, উজ্জ্বলাদেবীর স্বামী কর্মসূত্রে অন্য রাজ্যে থাকেন। পাড়ারই এক ব্যক্তির সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে ওঠে। জানাজানি হতে তাঁর বাবা ও ভাই বকাঝকা করেন। তারপরই এ দিন বাড়ি থেকে মাইল খানেক দূরে হাওড়াগামী ইন্টারসিটি এক্সপ্রেসের সামনে ঝাঁপ মারেন।
|
সন্ত্রাসের নালিশ
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
মনোনয়ন প্রক্রিয়ায় শাসক দলের বিরুদ্ধে গা জোয়ারির অভিযোগ করল কংগ্রেস। চাকদহ পুরসভার নির্বাচনে ২১টি আসনের মধ্যে ৮টিতে লড়ছে কংগ্রেস। প্রদেশ কংগ্রেসের সদস্য দুলাল পাত্র বলেন, “শাসকদলের ভয়ে আমরা সব আসনে প্রার্থী দিতে পারিনি। তৃণমূল আশ্রিত গুন্ডাদের ত্রাসে বেশ কয়েকটি আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছে আমাদের প্রার্থীরা।” অভিযোগ উড়য়ে দিয়ে চাকদহের বিধায়ক নরেশ চন্দ্র চাকী বলেন, “প্রার্থী জোগাড় করতে না পেরে সন্ত্রাসের গল্প ফাঁদছে কংগ্রেস।”
|
প্রকাশ্যে স্বর্ণব্যবসায়ীকে গুলি
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর |
দোকান থেকে বাড়ি ফিরছিলেন স্বর্ণ ব্যবসায়ী নারায়ন বিশ্বাস। রেজিনগরের বাসিন্দা নারায়নবাবুর দোকান রয়েছে বহরমপুরে। শুক্রবার কাশিমবাজার স্টেশন লাগোয়া ঝাউখোলা এলাকায় দুষ্কৃতীরা তাঁর ব্যাগ ছিনতাই করে। তাঁর পায়ে গুলিও করা হয়। জখম নারায়ণবাবুকে মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়েছে। দুষ্কৃতীরা অধরা। |