গাঁজা পাচারের দায়ে কারাদণ্ড
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
গাঁজা পাচারের দায়ে এক মহিলা-সহ দু’জনকে কারাদণ্ড দিল হাওড়া জেলা আদালত। সিসি টিভির ফুটেজ দেখে গত বছর হাওড়া স্টেশন থেকে ওই দু’জনকে হাতেনাতে ধরে আরপিএফ। দোষী প্রমাণিত হওয়ায় শুক্রবার হাওড়া জেলা আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক চন্দ্রাণী মুখোপাধ্যায় অনিলকুমার এবং মেহেরুন্নেসা বিবি নামে ওই দু’জনকে সাজা শোনান। দু’জনেই দিল্লির বাসিন্দা। মামলার সরকারি আইনজীবী সৌমেন সেন জানিয়েছেন, অনিলকুমারকে দশ বছর সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা জরিমানা করেছেন বিচারক। অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ড। মেহেরুন্নেসাকে চার বছরের সশ্রম কারাদণ্ড এবং ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও ছ’মাস সশ্রম কারাদণ্ড। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০১২ সালের ১৮ ফেব্রুয়ারি হাওড়া স্টেশনের ৩ এবং ৪ নম্বর গেটের মাঝামাঝি জায়গায় দু’টি ব্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় অনিলকুমার এবং মেহেরুন্নেসাকে। তাদের আচরণ ছিল সন্দেহজনক। স্টেশনের সিসি টিভিতে তা দেখে আরপিএফ দু’জনকে ধরে। অনিলকুমারের ব্যাগে ২৩ কেজি এবং মেহেরুন্নেসার ব্যাগে ৬ কেজি ৭০০ গ্রাম গাঁজা মেলে। আরপিএফ গাঁজা-সহ দু’জনকে তুলে দেয় রেল পুলিশের হাতে। দু’জনেই গাঁজার ব্যবসা এবং গাঁজা পাচারের সঙ্গে যুক্ত ছিল বলে জানতে পারে পুলিশ।
|
পথ দুর্ঘটনায় মৃত্যু শিক্ষকের
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ |
দু’টি পৃথক দুর্ঘটনায় আরামবাগ মহকুমায় শুক্রবার মৃত্যু হয়েছে দু’জনের। প্রথম ঘটনাটি ঘটে বিকেল ৪টে নাগাদ আরামবাগের পল্লিশ্রীতে। মৃতের নাম প্রশান্ত ঘোষ (৩৩)। বাড়ি গোঘাটের ফলুই। বাঁকুড়ার কোতুলপুর হাইস্কুলের শিক্ষক প্রশান্তবাবু এ দিন আরামবাগ হয়ে বাড়ি ফিরছিলেন। আরামবাগ-কোতুলপুর রাস্তায় তাঁর মোটর বাইকে পিছন থেকে ধাক্কা মারে একটি ট্রাক। জখম প্রশান্তবাবুকে ভর্তি করা হয় আরামবাগ হাসপাতালে। সেখানে মারা যান তিনি।
অন্য একটি ঘটনায়, এ দিন আরামবাগের আরান্ডি গ্রামে এক মধ্যবয়সী সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে বাসের ধাক্কা। গড়েরঘাটগামী একটি বাস ধাক্কা মারে তাঁকে। ঘটনাস্থলেই মারা যান ওই ব্যক্তি। তাঁর পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। দু’টি দেহই ময়না-তদন্তে পাঠানো হয়েছে।
|
আবাসন থেকে মিলল বৃদ্ধার দেহ
নিজস্ব সংবাদদাতা • শ্রীরামপুর |
একটি আবাসনের ঘরের দরজার তালা ভেঙে এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার রাতে শ্রীরামপুরের কুমিরজলা এলাকার ঘটনা। পুলিশ জানায়, মৃতার নাম শিপ্রা ধর (৭২)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই আবাসনের দোতলায় ছেলে-বৌমার সঙ্গে থাকতেন শিপ্রাদেবী। গত সোমবার তাঁর পুত্রবধূ বাপেরবাড়ি যান। বৃহস্পতিবার রাতে তিনি বাড়ি ফিরে দেখেন দরজা তালাবন্ধ। তখনও তাঁর স্বামী ফেরেননি। শাশুড়ির খোঁজ না পেয়ে তিনি এলাকার লোকজনকে ডাকেন। পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে দরজার তালা ভেঙে দেখে বিছানায় বৃদ্ধার দেহ পড়ে রয়েছে। দেহটি উদ্ধার করে ময়না-তদন্তের জন্য শ্রীরামপুর ওয়ালশ্ হাসপাতালে পাঠায় পুলিশ।
|
জয়ী তিলকা গাঁওতা
নিজস্ব সংবাদদাতা • গোঘাট |
শুক্রবার মহকুমা সুপার লিগ ফুটবলের বি গ্রুপের খেলায় দশঘড়া সিধু কানু তিলকা গাঁওতা ৩-২ গোলে পরাজিত করল বাজুয়া সারদাময়ী সেবা সঙ্ঘকে। বিজয়ী দলের পক্ষে গোল করেন সনাতন হাঁসদা, রবি হাঁসদা ও পূর্ণ হাঁসদা। বিপক্ষের গোলদাতা বাপি মাণ্ডি ও স্বপন হাঁসদা। খেলাটি হয় গোঘাটের শ্রীপুর ফুটবল মাঠে।
|
গাঁজা পাচারের দায়ে কারাদণ্ড |
গাঁজা পাচারের দায়ে এক মহিলা-সহ দু’জনকে কারাদণ্ড দিল হাওড়া জেলা আদালত। গত বছর হাওড়া স্টেশন থেকে অনিলকুমার এবং মেহেরুন্নেসা নামে নয়াদিল্লির ওই দুই গাঁজা ব্যবসায়ীকে পাকড়াও করে আরপিএফ। তাদের দু’জনের কাছ থেকে উদ্ধার করা হয় প্রায় ৩০ কিলোগ্রাম গাঁজা। এ দিন অনিলকুমারকে দশ বছর এবং মেহেরুন্নেসাকে চার বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন হাওড়া জেলা আদালতের বিচারক। |